শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Personal Loan Interest: ব্যাঙ্ক থেক 5 লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে চান? দেখুন কোন ব্যাঙ্কে কত সুদ লাগবে

Updated on:

Personal Loan Interest: পরিস্থিতির চাপে পড়ে আমাদের অনেক সময় পার্সোনাল লোন নিতে হয়। ভারতের প্রায় সমস্ত ব্যাঙ্ক এবং NBFC গুলো তাদের গ্রাহকদের ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন প্রদান করে। কিন্তূ এত ব্যাঙ্কের মধ্যে কোন ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া যায়? আপনিও যদি এটি ভেবে বিভ্রান্ত হন, তাহলে জেনেনিন কোন ব্যাঙ্কে কত সুদ দিতে হবে এবং বিভিন্ন ব্যাঙ্কের ঋণ শোধের নিয়মাবলী।

5 lakhs personal loan

Personal Loan Interest: প্রায় সমস্ত ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইনান্স কোম্পানি (NBFC) ৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ অফার করে। 5 লক্ষ টাকার ব্যক্তিগত ঋণের সুদের (Personal Loan Interest) হার সাধারণত 10.49 শতাংশ থেকে শুরু হয়। থাকে 5 বছর পর্যন্ত মেয়াদের জন্য। কিছু PSU ব্যাঙ্ক কম সুদের হারে এবং দীর্ঘ মেয়াদে ব্যক্তিগত ঋণ দিতে পারে। 5 লক্ষ টাকার ব্যক্তিগত ঋণের সুদের হার মাসিক আয়, ক্রেডিট স্কোর, কাজের প্রোফাইল, নিয়োগকর্তার প্রোফাইল ইত্যাদির উপর নির্ভর করে।

৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণের বৈশিষ্ট্য

  • সুদের হার সাধারণত বার্ষিক 10.49% দেওয়া হয়।
  • পরিশোধের মেয়াদ সাধারণত 5 বছর পর্যন্ত হয়।
  • প্রক্রিয়াকরণ ফি সাধারণত 4% পর্যন্ত হয়।
  • ঋণের পরিমাণ শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: Aadhaar Loan – আধার কার্ড থাকলেই পাবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন, দেখেনিন আবেদন পদ্ধতি।

করা ৫ লক্ষ টাকার পার্সোনাল লোন আবেদন করতে পারবেন?

5 লক্ষ টাকার ব্যক্তিগত ঋণের জন্য যোগ্যতার মানদণ্ড: 

  • আবেদনকারীকে একজন ভারতীয় বাসিন্দা হতে হবে।
  • বেতনভোগী (প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক সেক্টরে কাজ করছেন) এবং কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা সহ সেলফ এমপ্লয়েড ব্যক্তিদের লোন দেওয়া হয়।
  • বেতনভোগী ঋণগ্রহীতাদের জন্য ন্যূনতম মাসিক আয়ের প্রয়োজন 15,000 টাকা।
  • 750 বা তার বেশি ক্রেডিট স্কোর থাকা ব্যক্তিদের সাধারণত 5 লক্ষ টাকা এবং কম সুদের হারে ব্যক্তিগত ঋণ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরও পড়ুন: GPay Loan: গুগল পে থেকে কোন ঝামেলা ছাড়াই ১ লক্ষ টাকা পর্যন্ত লোন নিন।

বিভিন্ন ব্যাঙ্কের ৫ লক্ষ টাকা পার্সোনাল লোনের সুদের পরিমাণ (Personal Loan Interest)

তাহলে যদি কেউ 5 বছরের জন্য 5 লক্ষ টাকা ঋণ নেন, তাহলে তাঁকে কত টাকা সুদ গুণতে হবে এবং ইএমআই কত হবে। সবটা দেখুন নিম্নলিখিত।

এইচডিএফসি ব্যাঙ্ক: সুদের হার 11.25 শতাংশ। তাহলে প্রতি মাসে 10,934 টাকা EMI দিতে হবে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: সুদের হার 8.90 থেকে 14.45 শতাংশ। তাহলে প্রতি মাসে 10,578 টাকা EMI দিতে হবে।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: সুদের হার 9.45 শতাংশ। তাহলে প্রতি মাসে 10,489 টাকা EMI দিতে হবে।

ব্যাঙ্ক অফ বরোদা: সুদের হার 10.50 – 12.50 শতাংশ। তাহলে প্রতি মাসে 10,747 থেকে 11,249 টাকা EMI দিতে হবে।

ইয়েস ব্যাঙ্ক: সুদের হার 10.99 শতাংশ। তাহলে প্রতি মাসে 10,869 টাকা EMI দিতে হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: সুদের হার 12.90 শতাংশ। তাহলে প্রতি মাসে 11,351 টাকা EMI দিতে হবে।

অবশ্যই পড়ুন » Personal Loan: ঋণ পেতে ভোগান্তি? এই নিয়ম মেনে চললে ব্যাংক থেকে সহজেই মিলবে লোন

বিভিন্ন ব্যাঙ্কের ঋণ শোধের নিয়মাবলী

আপনি যদি 5 লাখ টাকারও বেশি লোন নিতে চান। চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন ব্যাঙ্কের ঋণ শোধের নিয়মাবলী।

এইচডিএফসি ব্যাঙ্ক

সর্বোচ্চ ঋণ – ₹40 লাখ পর্যন্ত
সুদের হার – 10.49% থেকে 24%
মেয়াদকাল – 6 বছর পর্যন্ত
প্রসেসিং ফি – ₹4,999

অ্যাক্সিস ব্যাঙ্ক

সর্বোচ্চ ঋণ – ₹40 লাখ পর্যন্ত
সুদের হার – 10.49% থেকে 22%
মেয়াদকাল – 1 বছর থেকে 5 বছর পর্যন্ত
প্রসেসিং ফি – 2% পর্যন্ত

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

সর্বোচ্চ ঋণ – ₹10 লাখ পর্যন্ত
সুদের হার – 10.49% থেকে 36%
মেয়াদকাল – 6 বছর পর্যন্ত
প্রসেসিং ফি – 3% পর্যন্ত

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক

সর্বোচ্চ ঋণ – ₹10 লাখ পর্যন্ত
সুদের হার – 10.49% থেকে 36%
মেয়াদকাল – 6 বছর পর্যন্ত
প্রসেসিং ফি – 3% পর্যন্ত

আইসিআইসিআই ব্যাঙ্ক

সর্বোচ্চ ঋণ – ₹50L পর্যন্ত
সুদের হার – 10.65% – 16%
মেয়াদকাল – 1-6 বছর
প্রসেসিং ফি – 3% পর্যন্ত

আরও পড়ুন: Filpkart Loan – ফ্লিপকার্ট থেকে মোবাইল দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিন মাত্র ২ মিনিটে।

উপসংহার

প্রায় সমস্ত ব্যাঙ্ক ও NBFC গ্রাহকদের ৫ লক্ষ টাকার পার্সোনাল লোন প্রদান করে। আপনি যদি ৫ লক্ষ টাকার পার্সোনাল লোন নিতে চান, তাহলে অবশ্যই পার্সোনাল লোনের সুদের হার (Personal Loan Interest) জানতে হবে। উপরে বিভিন্ন ব্যাঙ্কের ৫ লক্ষ টাকার পার্সোনাল লোন সম্পর্কে কিছু তথ্য প্রদান করা হয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

9 thoughts on “Personal Loan Interest: ব্যাঙ্ক থেক 5 লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে চান? দেখুন কোন ব্যাঙ্কে কত সুদ লাগবে”

  1. আমার পারসোনাল লোনের জরুরী দরকার৷
    অনুরোধ এই যে অনুগ্রহ করে আমাকে লোন দিযে
    আমার সমস্যার সমনধান করুন

  2. আমার চাকরি নাই অভাবে আসে আমার চাকরি চলে গেছে আমার চাকরি নাই অভাবে আছি 01964787227বিকাশ

Comments are closed.