Stock Market Crush: শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের কাছে খুবই খারাপ একটি দিন ছিল গতকাল অর্থাৎ বুধবার। একদিনে মার্কেটে ধস ৪ লক্ষ কোটি টাকা। বিগত দুই বছরের মধ্যে ভয়ংকর ধস ছিল এটি। ভারত ২০২২ সালের জুন মাসের পর গতকাল শেয়ার মার্কেটে সবচেয়ে ভয়ঙ্কর ধস দেখল। NIFTY কমেছে ৪৬০ পয়েন্টেরো অধিক এবং Sensex কমেছে ১৬০০ পয়েন্ট অর্থাৎ ২ শতাংশের বেশি কমেছে Sensex। গতকাল সকাল থেকেই পতনের মুখে ছিল SENSEX-NIFTY। BSE এর ৩০ টি শেয়ারের SENSEX ৭৫০ থেকে শুরু করে ১০০০ পয়েন্টেরো অধিক পড়ল, অপরপক্ষে NIFTY ২০০ পয়েন্টের সাথে শুরু করে ৪৫০ এরও অধিক পড়ল। বিরাট পতন দেখা দিয়েছে Bank-NIFTY তে, ২,০০০ পয়েন্ট অর্থাৎ ৪ শতাংশেরও অধিক কমেছে Bank-NIFTY।
Stock Market Crush
২০২৪ সালে নতুন বছরের শুরুতেই ১৭ই জানুয়ারি শেয়ার মার্কেটে দেখা দিয়েছে বিরাট ধস। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ টি শেয়ারের মধ্যে মাত্র ৭টি শেয়ার গ্রিন জোনে বন্ধ হয় এবং বাকি ২৩ টি শেয়ার লাল ছিল। গতকাল বড় বড় কোম্পানিগুলির শেয়ার, টাটা স্টিল কোটাক মহিন্দ্রা, এইচডিএফসি এর মতো কোম্পানির শেয়ার বেশি পড়েছিল।
SENSEX | ১,৬২৮ পয়েন্ট কমেছে | ২.২৩ শতাংশ কমেছে | ৭১,৫০০ তে বন্ধ হয়েছে |
NIFTY | ৪৬০.৬৫ পয়েন্ট কমেছে | ২.০৯ শতাংশ কমেছে | ২১,৫৭১.৯৫ তে বন্ধ হয়েছে |
Bank-NIFTY | ২,০০০ পয়েন্ট কমেছে | ৪ শতাংশের ও বেশি কমেছে | ৪৬,১৩৪ তে বন্ধ হয়েছে |
শেয়ার মার্কেটে ভয়ঙ্কর ধসের কারণ
এবার থেকে নেওয়া যাক শেয়ার মার্কেটে ভয়ংকর এই ধসের কারণ কি। সেক্ষেত্রে বলে রাখি মার্কেট ধসের বা পতনের শুধু মাত্র যে একটি কারণ রয়েছে তা কিন্তু নয় মার্কেট ধসের একাধিক কারন রয়েছে।
- দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক এইচডিএফসিএর ৪ শতাংশ পতনের কারণে বেসরকারি ব্যাংকগুলির খাত লাল অবস্থায় ছিল।
- শেয়ার মার্কেটে অধিক মুনাফার কারনেও বড় বড় কোম্পানিগুলির স্টকের পতন হয়েছে।
- ইউনাইটেড ডলারের মূল্য ১ মাসে সর্বোচ্চ হওয়ার কারনে পন্য বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য দ্রব্যের দাম বৃদ্ধিতে আমদানিতে প্রভাবের কারণে শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে।
- শেয়ার মার্কেট পতনের আর একটি কারন হল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ উচ্চ পর্যায়ে রয়েছে।
- চীনের অর্থনীতিতে হংকংয়ের হ্যাং সেং সূচক ২.৫ শতাংশ কমেছে তার প্রভাব দেখা দিয়েছে ভারতীয় শেয়ার মার্কেটে।
নজরে রাখুন » Multibagger Stock: মাত্র ১ বছরেই টাকা ৪ গুন! বিশেষজ্ঞরা বলছেন আরও মাল্টিব্যাগার রিটার্ন দেবে এই শেয়ার
কোন স্টকে কত টাকা কমেছে
গত বুধবার কোন স্টক কত টাকা কমেছে তার তালিকা দেখে নেওয়া যাক।
HDFC Bank Ltd | ৮.১৬ শতাংশ কমেছে | ১,৫৪২.১৫ টাকায় বন্ধ হয়েছে |
Indian Energy Exchange Ltd | ৯.৫১ শতাংশ কমেছে | ১৪৮.৫০ টাকায় বন্ধ হয়েছে |
Zomato Ltd | ৩.৭৮ শতাংশ কমেছে | ১২৮.৫০ টাকায় বন্ধ হয়েছে |
Macrotech Developers Ltd | ৩.৯০ শতাংশ কমেছে | ১,১৩৪.৯০ টাকায় বন্ধ হয়েছে |
Finolex Industries Ltd. | ৩.৬৯ শতাংশ কমেছে | ২২৭.১৫ টাকায় বন্ধ হয়েছে |
মিস করবেন না » Share Market: শেয়ার মার্কেটে বিনিয়োগের এই ৭টি নিয়ম মেনে চললেই মালামাল! জেনে থাকা আবশ্যক
কত টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা
বোম্বে স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত সংস্থাগুলির আগের সেশনে মূলধন ছিল ৩৭৫ লক্ষ টাকা যা নেমে আসে ৩৭৯.৪ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীরা ৪.৭ লক্ষ কোটি টাকা হারিয়েছে মাত্র ১ দিনে।
অবশ্যই পড়ুন » Share Market: মাত্র ৬ মাসেই টাকা ডাবল! এই শেয়ারের মূল্য উচ্চ গতিতে বাড়বে
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
Comments are closed.