আপনার অথবা আপনার বাড়ির কোনো মেয়ের নামে যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার জন্য একটি বড়ো খবর রয়েছে। NSS এর অধীনে খোলা ক্ষুদ্র সঞ্চয় স্কিম গুলি চালিয়ে যাবার জন্য নতুন নির্দেশ জারি করেছে অর্থনৈতিক বিষয়ক বিভাগ। এই নতুন নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। কি এই নিয়ম? এবং এটি কাদের জন্য? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম পরিবর্তন
এই নতুন নিয়মটি বিশেষ করে তাদের জন্য যাদের সুকন্যা সমৃদ্ধি যোজনায় পুরনো অ্যাকাউন্ট রয়েছে, যাতে ঠাকুরদাদা বা ঠাকুমা অভিবাবক হিসেবে আছে। পুরনো নিয়ম অনুযায়ী ঠাকুরদাদা বা ঠাকুমা তাদের নাতনির অভিবাবক হিসেবে SSY অ্যাকাউন্ট খুলতে পারতো। কিন্তূ এখন এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন শুধুমাত্র মেয়ের আইনিগত অভিভাবক বা বাবা-মা অ্যাকাউন্ট খুলতে এবং বন্ধ করতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, যাদের পুরনো অ্যাকাউন্ট এবং অভিবাওক হিসেবে ঠাকুরদাদা বা ঠাকুমা রয়েছে তাদের অ্যাকাউন্টে অভিবাওক সংশোধন করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং এটি করা বাধ্যতামূলক। কিভাবে আপনারা এই মৌলিক তথ্য আপডেট করবেন, এই বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
আরও পড়ুন » SSY: সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০২৪, কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করুন এই স্কিমে।
কিভাবে আপডেট করবেন?
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্টে অভিবাবক যদি ঠাকুরদাদা বা ঠাকুমা থেকে, তাহলে সেটি আপডেট করে আইনিগত অভিভাবক বা বাবা-মা কে অভিভাবক করতে হবে। এরজন্য আপনি যে ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে যেতে হবে। এরপর আবিবাক স্থানান্তর সম্পর্কে সেখানের কর্মীর কাছ থেকে জানতে হবে।
ব্যাংক বা পোস্ট অফিস আপনাকে একটি অভিবাবক স্থানান্তর করার ফর্ম দেবে। সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র (যেমন – মেয়ের জন্ম প্রমাণপত্র, SSY পাসবুক, অভিবাবকের পরিচয়পত্র ইত্যাদি) এর কপি যুক্ত করতে হবে। একটি ফর্মের মধ্যে পূর্বের আবিবাওক (ঠাকুরদাদা বা ঠাকুমা) এবং সংশোধিত অভিবাবক (বাবা-মা) উভয়ের স্বাক্ষর প্রয়োজন। এরপর আপনাকে সেই ফর্ম জমা করতে হবে।
ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর ব্যাংক বা পোস্ট অফিসের কর্মী আপনার আবেদনটি যাচাই করে দেখবে। প্রয়োজন হলে তারা আপনার কাছে আরও অতিরিক্ত তথ্য চাইতে পারে। যাচাইকরণ সম্পন্ন হবার পর আপনার অ্যাকাউন্টে অভিবাবকের তথ্য আপডেট করে দেওয়া হবে।
আরও পড়ুন » SSY Scheme: সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিরাট পরিবর্তন! চালু হচ্ছে ২টি নতুন নিয়ম।
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇