শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী? সুবিধা ও অসুবিধা| Small Cap Mutual Fund In Bengali

Updated on:

Small Cap Mutual Fund In Bengali: বর্তমানে সবাই নিজেদের অর্থ বহুগুণ বৃদ্ধি করতে চাই তাই সবাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবেন। কারণ শেয়ারবাজারে তুলনায় মিউচুয়াল ফান্ডে ঝুঁকির পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই আপনি যদি আপনার অর্থ বহুগুণ বৃদ্ধি করতে চান তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা আপনার কাছে একটি সর্বোত্তম উপায়।

মিউচুয়াল ফান্ডে আপনি SIP অথবা Lumpsum করতে পারেন। মিউচুয়াল ফান্ডেরও আবার অনেক প্রকারভেদ রয়েছে, মিউচুয়াল ফান্ডের একটি প্রকার হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আজকে এই আর্টিকেলের মধ্যে জানতে পারবেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা ও অসুবিধা এবং কারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? আরোও জানতে পারবেন? ভারতের সেরা স্মল কাপ মিউচুয়াল ফান্ড কোনগুলি।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী?(Small Cap Mutual Fund In Bengali)

স্মল ক্যাপ কম্পানি সম্পর্কে ২০১৮ সালের আগে অন্য এক ধরনের ধারণা ছিল। কিন্তু ২০১৮ সালে ভারতের রেগুলারিটি বোর্ড SEBI (Securities and Exchange Board of India) স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটি ধারণা প্রকাশ করেন। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ২৫১ এর পর থেকে যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি হল স্মল ক্যাপ কোম্পানি।

লার্জ ক্যাপ কোম্পানিমার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ১ থেকে ১০০তম যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি হল লার্জ ক্যাপ কোম্পানি।
মিড ক্যাপ কোম্পানিমার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ১০১ থেকে ২৫০তম যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি হল মিড ক্যাপ কোম্পানি।
স্মল ক্যাপ কোম্পানিমার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ২৫১ এর পর থেকে যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি স্মল হল ক্যাপ কোম্পানি।

স্মল ক্যাপ কোম্পানিগুলোর Revenue ৭,০০০ কোটি টাকার নিচে হয়। স্মল ক্যাপ কোম্পানিগুলোতে অর্থাৎ তুলনামূলক ছোট কোম্পানিগুলিতে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন সেটি হল স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড।

আরও পড়ুন » মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন

কারা কারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কারা বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন-

  • যারা ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন চান তারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
  • আপনি যদি শর্ট টার্ম এর জন্য ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করাই ভালো। সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন।
  • স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে তারাই বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন যারা লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যারা বাজার সম্পর্কে একটু হলেও খবরাখবর রাখেন তারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে বেশি লাভবান হবে।
  • যদি আপনি বাজার সম্পর্কে কোন খবরা-খবর না রাখেন এবং আপনি ভুল সময় টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার বড় অংকের লস হতে পারে।

সুতরাং যারা বাজার সম্পর্কে একটু আধটু খবরাখবর রাখেন এবং যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান শুধুমাত্র তারাই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন।

ইনভেস্টমেন্টের কতটা অংশ আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন

শেয়ার বাজারে রিস্ক না নেওয়া যেমন ঠিক নয়, সেই রকম অতিরিক্ত পরিমাণে রিস্ক নেওয়াও ক্ষতিকর। আপনি আপনার পোর্টফোলিয়োর সর্বোচ্চ ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এর থেকে বেশী স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে রিক্সের পরিমাণ বেশি হবে।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা (Small Cap Mutual Fund Advantage)

স্মল ক্যাপ কোম্পানি গুলিতে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। যেমন –

  • স্মল ক্যাপ স্টকগুলি মূল্য লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ স্টকের তুলনায় কম।
  • স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বেশি পরিমাণে রিটার্নের সম্ভাবনা থাকে। কারণ কোম্পানিগুলো তাদের বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকে।
  • যেহেতু স্মল ক্যাপ স্টকগুলোর মূল্য কম, সেক্ষেত্রে একজন ব্যক্তি কয়েকটি স্টকে বিনিয়োগ করতে পারবেন। যার ফলে আপনার পোর্টফোলও বৈচিত্রময় হয়ে উঠবে।
  • লার্জ ক্যাপ কোম্পানিগুলো তাদের লভ্যাংশ একেবারে বহুগুণ বৃদ্ধি করতে পারে না কারণ তারা মার্কেটের একটা শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে। অপরপক্ষে স্মল ক্যাপ কোম্পানিগুলির ক্ষেত্রে বিকাশের খুব বড় সুযোগ থাকে।
  • স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে রিটার্ন পাওয়ার আশা অনেক বেশি।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অসুবিধা (Small Cap Mutual Fund Disadvantage)

স্মল ক্যাম্পে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যেরকম সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে-

  • স্মল ক্যাপ স্টকগুলি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ স্টকের তুলনায় বেশি অস্থির।
  • শেয়ার বাজারের সবচেয়ে বড় রিস্ক হলো আপনার টাকা কমে যাওয়ার রিস্ক।
  • মার্কেটের ভ্যলু যদি কমতে থাকে তাহলে স্মল ক্যাপ কোম্পানিগুলির মূল্য দ্রুত বেগে কমে যাবে। ২০২০ সালে কোভিড কালের সময় লার্জ ক্যাপ কোম্পানিগুলোর তুলনায় স্মল ক্যাপ কোম্পানি গুলির ভ্যলুয়েশন কমে যায়। আবার এটাও ঠিক যে Recovery করার সময় লার্জ ক্যাপ কোম্পানিগুলোর তুলনায় স্মল ক্যাপ কোম্পানিগুলি দ্রুত হারে Recovery করে নেয়।

আরও পড়ুন » Mutual Funds: গত ১০ বছর ধরে SIP-তে বাম্পার রিটার্ন দিচ্ছে এই ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড।

Disclaimer

সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা রয়েছে। সমস্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই বিনিয়োগের সুবিধা-অসুবিধা এবং ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর বিনিয়োগ করবেন।

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী? সুবিধা ও অসুবিধা| Small Cap Mutual Fund In Bengali”

Comments are closed.