কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সেপ্টেম্বর মাসের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকের অর্থনৈতিক বিভাগের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী মাসের শুরু থেকে অর্থাৎ ১লা অক্টোবর থেকে নতুন নিয়ম জারি করা হবে। তাই আপনি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সরকার PPF স্কিমে কি কি পরিবর্তন আনতে চলেছে।
পিপিএফ স্কিমের নতুন নিয়ম
(১) বর্তমান সময়ে সরকারের নজর রয়েছে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলির দিকে। সরকার নতুন নির্দেশিকা অনুযায়ী ppf অ্যাকাউন্টগুলিকে পুনরায় নিয়মিত করার পরিকল্পনা করেছে।
আরোও পড়ুন: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) প্রতি মাসে ১০০০ টাকা করে জমা করে কত টাকা রিটার্ন পাবেন?
(২) কেন্দ্র সরকারের নতুন নিয়ম অনুসারে, যদি একজন ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সুদ কেবলমাত্র প্রাথমিক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্যান্য অ্যাকাউন্টগুলির ব্যালেন্স মূল অ্যাকাউন্টের সঙ্গে একত্রিত হয়ে যাবে এবং তারপর সামগ্রিক ব্যালেন্সের উপর সুদ গননা করা হবে।
(৩) আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, যদি কোনও পিপিএফ অ্যাকাউন্ট নাবালক-নাবালিকার নামে খোলা হয়, তাহলে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টে POSA সুদ দেওয়া হবে। যখন ওই নাবালকের বয়স ১৮ বছর হবে, তখন থেকে সাধারণ সুদের হার প্রযোজ্য হবে। এরপর ম্যাচিউরিটি পিরিয়ডও সেই বয়স থেকেই গণনা করা হবে।
অবশ্যই পড়ুন: PPF Investment: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে পাবেন ডবল রিটার্ন! জেনে নিন E-E-E নিয়ম সম্পর্কে।