শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SUKANYA samriddhi yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Sukanya Samriddhi Yojana: দেশের মেয়েদের উন্নতির উদ্দেশ্যে ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন। ভারত সরকার নরেন্দ্র মোদী নারী উন্নয়নের উদ্দেশ্যে ‘Beti Bachao Beti Padhao’ প্রচার অভিযানের সুকন্যা সমৃদ্ধি যোজনার শুরু করেন। এ প্রকল্পটি ভারত সরকার নিয়ন্ত্রিত মেয়েদের উচ্চশিক্ষা এবং বিবাহের সহায়তার করে। সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলার নিয়ম, সুবিধা, অসুবিধা এবং সুদের হার ইত্যাদি নিয়ে সমস্ত বিষয় জানার জন্য পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

বিষয় সূচী ~

সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য

আমাদের সমাজে কোন পরিবারে মেয়ে সন্তান হলে তাকে একটা বোঝা মানা হয়। কন্যা সন্তান হলে পিতা মাতা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত থাকে । কন্যা সন্তানকে বেশি দূর পড়াশোনা না করে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনার মূল উদ্দেশ্য হল –

  • মূলত কন্যার উচ্চশিক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয় হয়েছে।
  • কন্যার বিবাহের জন্য টাকার প্রয়োজনীয়তা পিতা মাতার কাঁধ থেকে কমানোর জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন।
  • মূলত নারী উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয় ।

সুকন্যা সমৃদ্ধি যোজনার শুভ সূচনা

সুকন্যা সমৃদ্ধি যোজনাকে ভারত সরকারের যে Beti bachao Beti padhao প্রকল্প রয়েছে তার আওতায় আনা হয় ২০১৫ সালের ২২ শে জানুয়ারি। অর্থাৎ ২০১৫ সালের ২২শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা শুভ সূচনা হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা (SSY facility)

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধাগুলি হল –

  • সুকন্যা সমৃদ্ধি যোজনা ট্যাক্স বেনিফিট রয়েছে ।
  • অন্যান্য যে সকল ইনভেস্টমেন্ট রয়েছে তার থেকে বেশি রিটার্ন পাবেন।
  • লক ইন পিরিয়ডের সুবিধা রয়েছে।
  • প্রিম্যাচিউর ক্লোজ করা যাবে, অর্থাৎ সংকট পরিস্থিতিতে একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
  • জরুরী পরিস্থিতিতে ম্যাচুরিটির আগে একাউন্ট বন্ধ করতে পারবেন।
  • একাউন্ট ট্রান্সফার করতে পারবেন।
  • একাউন্ট চলাকালীন কন্যার মৃত্যু ঘটলে জমা টাকাটি তুলে নেওয়া যাবে।
  • কন্যার উচ্চ শিক্ষার জন্য ৫০% টাকা নিতে পারবেন।

কারা সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবেন

  • যেহেতু প্রকল্পটি নারী উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয় তাই শুধুমাত্র মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবে।
  • কন্যার বয়স ১ থেকে ১০ বছর মধ্যে হলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করতে পারবেন ‌।
  • যেহেতু প্রকল্পটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত তাই শুধুমাত্র ভারতীয়রা এই প্রকল্পের সুবিধা পাবে।
  • পরিবার পিছু সর্বোচ্চ ২ অ্যাকাউন্ট করতে পারেন।
  • কিছু কিছু ক্ষেত্রে তিনটি অ্যাকাউন্টও খুলতে পারবেন, প্রথমত আপনার যদি একটি কন্যা সন্তান হয় এরপর আবার যদি আপনার দুটি জমজ কন্যা সন্তান হয় সেক্ষেত্রে আপনি তিনটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা একসঙ্গে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ হলে তিনটি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • আপনার যদি প্রথমে দুটি জমজ কন্যা সন্তান হয় এবং পরবর্তীতে একজন কন্যা সন্তান হয় সেক্ষেত্রে আপনি তিনটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ প্রথমেই আপনার দুটি কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে।
  • মেয়ের হয়ে তার আইনি অভিভাবক সুকন্যা সমৃদ্ধি যোজনের একাউন্ট খুলতে পারবেন।
  • একজন মেয়ের জন্য শুধুমাত্র একজন অভিভাবক সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ একজন মেয়ের জন্য তার বাবা এবং মা দুজনে দুটো সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

কোথায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন

আপনার নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও government authorised authorised ব্যাংকগুলোতেও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন।

যে যে ব্যাংকগুলোতে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন –

S.Noব্যাংকের নাম
১)State Bank of India
২)ICICI Bank
৩)IDBI Bank
৪)Canara Bank
৫)Indian Bank
৬)Dena Bank
৭)Vijaya Bank
৮)Axis Bank
৯)Union Bank of India
১০)UCO Bank
১১)Central Bank of India
১২)Syndicate Bank
১৩)Bank of Baroda
১৪)Corporation Bank
১৫)Punjab National Bank
১৬)Allahabad Bank
১৭)Andhra Bank
১৮)Bank of India
১৯)United Bank of India
২০)Bank of Maharashtra
২১)Indian Overseas Bank
২২)Punjab & Sind Bank
২৩)Oriental Bank of Commerce
২৩)State Bank of Travancore

এছাড়াও আপনার যে ব্যাংকে একাউন্ট রয়েছে সেই ব্যাংকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলা যায় কিনা।

আরোও পড়ুন>> পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি ? পিপিএফ সম্পর্কে সম্পূর্ণ তথ্য ।

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

সুকন্যা সমৃদ্ধির যোজনার একাউন্ট খোলার প্রয়োজনীয় নথিপত্র গুলি হল –

  • সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের ফর্ম।
  • কন্যার জন্ম সার্টিফিকেট।
  • অভিভাবকের পরিচয়পত্র যথা :- আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ।
  • অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র যথা:- আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ।

সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম ( Sukanya Samriddhi Yojana Online Form)

আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা ফর্ম পোস্ট অফিস এবং নির্দিষ্ট ব্যাংকগুলিতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারবেন। অনলাইনে ফর্ম ডাউনলোড করুন :- Download PDF

কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খুলতে পারবেন

  • যেকোনো পোস্ট অফিসে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়াও government authorised ব্যাংকগুলোতে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খুলতে পারবেন ।
  • শুধুমাত্র কন্যা সন্তানের নামে একাউন্ট খুলতে পারবেন ।
  • আপনি পোস্ট অফিস বা ব্যাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন ।

কত টাকা জমা করতে হবে (Deposit Amount)

  • প্রতিবছর সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ ২৫০ টাকা।
  • প্রতিবছর সার্ভার চাই ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ একটি একাউন্টে ১.৫ লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ করতে পারবেন।
  • আপনি যেরকম ভাবে খুশি জমা করতে পারেন মাসে মাসে জমা করতে পারেন অথবা LUMPSUM করেও জমা করতে পারেন।

আরও পড়ুন>> পার্সোনাল লোন কিভাবে নেবেন ।

সুদের পরিমান ২০২৩ (Sukanya Samriddhi Yojana Interest Rate in 2023)

  • কোয়াটারলি ইন্টারেস্ট দেওয়া হয়।
  • প্রতিটি কোয়াটারে ইন্টারেস্ট রেট ভারত সরকার পরিবর্তন করতে পারে।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনার বর্তমান ইন্টারেস্ট রেট ৮.২% ।

যদি ২০২২ সালে আপনার কন্যা সন্তান জন্মগ্রহন করেছে এবং আপনি ২০২৩ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খুলেছেন বাৎসরিক ২৫ হাজার টাকা ৮.২% হার সুদে , তাহলে আপনার ম্যাচুরিটির পরিমাণ হবে ১১ লক্ষ ৫৪ হাজার ৫৯৬ টাকা । এক্ষেত্রে আপনার জমার পরিমাণ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা এবং সুদের পরিমাণ ৭ লক্ষ ৭৯ হাজার ৫৯৬ টাকা।

ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর (Sukanya Samriddhi Yojana Interest Rate Calculator)

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা ইন্টারেস্ট রেট ৮.২% । সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট ক্যালকুলেটর :- CLICK HERE

বিগত কয়েক বছরের সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট

পিরিয়ডসুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট রেট
১ লা জানুয়ারি থেকে…৮.২%
১লা এপ্রিল ২০২৩ থেকে ৩১ শে ডিসেম্বর ২০২৩৮.০০%
১লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ শে মার্চ২০২৩৭.৬০%
১লা এপ্রিল ২০২০ থেকে ৩১শে ডিসেম্বর ২০২২৭.৬০%
১লা জুলাই ২০১৯ থেকে ৩১শে মার্চ ২০২০৮.৪০%
১লা অক্টোবর ২০১৮ থেকে ৩০শে জুন ২০১৯৮.৫০%
১লা জানুয়ারি ২০১৮ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০১৮৮.১০%
১লা জুলাই ২০১৭ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৭৮.৩০%
১লা এপ্রিল ২০১৭ থেকে ৩০ শে জুন ২০১৭৮.৪০%

বিনিয়োগের সময়সীমা (Deposit Time)

  • একাউন্ট খোলার দিন থেকে ১৪ বছর পর্যন্ত টাকা জমা করতে পারবেন, অর্থাৎ ১৫- তম বছরের আগে অবধি টাকা জমা করতে পারবেন ।
  • ১৫ থেকে ২১-তম বছর অবধি কোনো টাকা জমা করতে হবে না ,আপনার আগের টাকাটি সুদ পেতে থাকবে ।

ম্যাচিউরিটির সময়সীমা (Maturity Time)

সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা ২১ বছর পর ম্যচুউরিটি হয় । অর্থাৎ একাউন্ট খোলার দিন থেকে ২১বছর পর সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা ম্যচুউরিটি হয় ।

ট্যক্স বেনিফিট (Tax Benefit)

পি পি এফ এর মতোই সুকন্যা সমৃদ্ধি যোজনা Examted Examted Examted Catagory তে পড়ে ।

  • 80C ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা ট্যক্স বেনিফিট পাবেন।
  • ইন্টারেস্টের উপর কোনো ট্যক্স লাগবে না ।
  • ম্যাচিউরিটি টাকার উপর কোনো ট্যক্স লাগবে না ।

লক ইন পিরিয়ড (Lock In Period)

বিনিয়োগের পরে ৬ বছরের লক ইন পিরিয়ডের সুবিধা রয়েছে । লক ইন পিরিয়ড ব্যবস্থাকে অনেকেই হয়তো খারাপ চোখে দেখে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের অর্থনৈতিক জ্ঞান কম তাদের কাছে টাকা থাকলে তারা সেই টাকা ভেঙে ফেলে। তাদের জন্য লক ইন পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ ।

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে টাকা তোলার পদ্ধতি (Withdrawal Process )

  • সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা তোলার জন্য নির্দিষ্ট ফর্ম জমা করতে হয় এবং তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড সহ আরো কিছু ডকুমেন্ট জমা করতে হয় ।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খোলার ২১ বছর পর টাকা তুলতে পারবেন।
  • ম্যাচুরিটির আগে আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য ৫০% টাকা তুলে নিতে পারবেন।
  • ২১ বছরের আগে আপনার কন্যার বিয়ে হয়ে গেলে পুরো টাকাটি তুলে নিতে পারবেন । অর্থাৎ যেদিন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন তার ২১ বছর পর ম্যাচুরিটি হয় । কিন্তু এর আগে আপনার মেয়ের বিয়ে হলে আপনি টাকা তুলতে পারবেন । ধরুন আপনার মেয়ের বয়স যখন ৭ বছর তখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুললেন আপনার মেয়ের বয়স যখন ২৮ বছর হবে তখন সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা ম্যাচুরিটি হবে কিন্তু আপনার মেয়ের বিয়ে যদি ২৫ বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি পুরো টাকাটি তুলে নিতে পারবেন।
  • বিয়ের ১ মাস আগের থেকে এবং বিয়ের ৩ মাসের মধ্যে টাকা তোলার জন্য আবেদন করতে হবে ।

ম্যাচুরিটির আগে টাকা তুলতে পারবেন কি? (Premature closer)

আপনার যদি খুব emergency টাকার প্রয়োজন হয় তাহলে আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন । সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য রয়েছে –

  • কন্যা যদি মারা যান তাহলে অনাআসেয় টাকা তুলতে পারবেন ।
  • মেয়ের যদি emergency কোনো treatment এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রিম্যাচুউর ক্লোজ করতে পারবেন ।
  • আপনার মেয়ে যদি বিদেশ যাত্রা করে অর্থাৎ আপনার মেয়ে যদি NRI হয়ে যায় সেক্ষেত্রে প্রিম্যাচুউর ক্লোজ করতে পারবেন । কারন প্রকল্পটির শুধুমাত্র ভারতীয়দের জন্য ।

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেলে কি করবেন ? (Ssy Inactive Account Problem )

  • বছরের সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ ২৫০ টাকা। সেই ২৫০ টাকা যদি না জমা করেন তাহলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
  • নিষ্ক্রিয় একাউন্ট সক্রিয় করার জন্য পেনাল্টি বাবদ ৫০ টাকা দিতে হবে ।
  • আপনি যদি ৫ বছর ধরে একাউন্ট নিষ্ক্রিয় করে রেখেছেন সেক্ষেত্রে একাউন্টটি সক্রিয় করার জন্য বছর পিছু সর্বনিম্ন ২৫০ টাকা দিতে হবে এবং তার সঙ্গে যে বছরগুলোতে টাকা জমা করেননি সেই বছরগুলোর জন্য ৫০ টাকা করে পেনাল্টি দিতে হবে ।

একাউন্ট ট্রান্সফার পদ্ধতি (Ssy Account Transfer Process)

আপনি যে ব্যাংক বা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খুলেছেন সেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ব্যবহার যদি ভালো না হয় চাইলে আপনি অন্য ব্যাংক বা পোস্ট অফিসে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারেন । অথবা আপনি যদি স্থান পরিবর্তন করেন তাহলে আপনি আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টটি অন্য পোস্ট অফিস বা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন ।

  • আপনি একটি পোস্ট অফিস থেকে আরেকটি পোস্ট অফিসে আপনার একাউন্ট ট্রান্সফার করতে পারেন ।
  • আপনি একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে একাউন্ট ট্রান্সফার করতে পারেন ।
  • আপনি ব্যাংক থেকে পোস্ট অফিসে একাউন্ট ট্রান্সফার করতে পারেন ।
  • আপনি পোস্ট অফিস থেকে ব্যাংকে একাউন্ট ট্রান্সফার করতে পারেন ।

আরও পড়ুন>> পি.পি.এফ না মিউচুয়াল ফান্ড কোথায় বিনিয়োগ করা উচিত কোনটিতে বেশি লাভ ?

FAQ

সুকন্যা সমৃদ্ধি যোজনা কি?

নারী উন্নয়নের উদ্দেশ্য ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রকল্প । ১০ বছর এর কম বয়সী মেয়েদের নামে একাউন্ট খুলে তাদের উচ্চশিক্ষা এবং বিবাহের সহায়তার উদ্দেশ্যে চালু করা হয় এই প্রকল্প।

সুকন্যা সমৃদ্ধ সর্বনিম্ন এবং সর্বোচ্চ ডিপোজিট এর পরিমাণ কত ?

সুকন্যা সমৃদ্ধি যোজনার সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ প্রতিবছর ২৫০ টাকা। এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সর্বোচ্চ ডিপোজিট এর পরিমাণ ১.৫ লক্ষ টাকা ।

সুকন্যা সমৃদ্ধির যোজনার ম্যাচুরিটির সময়কাল ?

সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটির সময়কাল ২১বছর।

২০২৩ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা সুদের হার কত ?

২০২৩ সালে অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৮% ।

সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট স্থানান্তর করা যায় কি ?

হ্যাঁ, আপনি চাইলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারেন ।

পোস্ট অফিসে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায় ?

হ্যাঁ আপনি, আপনার নিকটবর্তী পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারেন ।

ব্যাংকে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খোলা যায় ?

হ্যাঁ, আপনি government authorised ব্যাংক গুলিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট খুলতে পারবেন ।

6 thoughts on “SUKANYA samriddhi yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।”

  1. My daughter SOHINI MALLIK was born on 16.05.2004 (Sunday). No Account was opened for her within 15.05.2014. She is now 19 and preparing for MBBS Entrance NEET 2024. Can I avail SSJ or anything offered by ModiJi for her Higher Education? Please answer.

    Reply

Leave a Comment