ভবিষ্যৎ সুরক্ষিত করতে সকলেই চান। তাই ভবিষ্যতের কথা ভেবে অনেকেই নানা স্কীমে বা ফান্ডে বিনিয়োগ করে থাকেন। যেখান থেকে ভালো পরিমান রিটার্ন পাওয়া যায়। ফলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বজায় থাকে। তবে অনেক মানুষই বিনিয়োগ করার সঠিক জায়গা কোনটি সে সম্পর্কে জানে না। তাই আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি। আজকের প্রতিবেদন থেকে পোস্ট অফিসের পাঁচটি সেরা বিনিয়োগ স্কীম সম্পর্কে আপনাদের জানাবো। এই স্কীমগুলি সরকারি, ফলে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিহীন। একই সাথে এই স্কীমগুলিতে বিনিয়োগ করে পাওয়া যাচ্ছে ভালো পরিমান রিটার্ন। এছাড়া রিটার্নের উপর কর ছাড় মিলবে। তাহলে দেরি না করে, পোস্ট অফিসের এই পাঁচটি দুর্দান্ত স্কীম সম্পর্কে জেনে নিন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
এই তালিকার প্রথমেই কথা বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। এই স্কীমটি শুধুমাত্র মেয়েদের জন্য বানানো হয়েছে। মেয়েদের উচ্চ শিক্ষা, বিবাহ আর্থিক নিরাপত্তা প্রদান করতে এই স্কীম বেশ ভালো। এখানে ১০ বছরের কম বয়সী যে কোনো কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। কন্যা সন্তানের বয়স ১৮ পার হলে এই স্কীম পরিপক্ক হয়। এই স্কীমে বার্ষিক বিনিয়োগের পরিমান সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা। বিশেষ বিষয় হলো আয়কর ধারা ৮০C অনুযায়ী, এই স্কীমে কর ছাড় মিলবে।
বিস্তারিত পড়ুন » সুকন্যা সমৃদ্ধি যোজনা: কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত নিয়মকানুন জেনে নিন
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যকাউন্ট
একটি নির্দিষ্ট মেয়াদকে কেন্দ্র করে এই স্কীমে বিনিয়োগ করতে হয়। তাই এটাকে টাইম ডিপোজিট নাম দেওয়া হয়েছে। এখানে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর ইত্যাদির মেয়াদে বিনিয়োগ করা যায়। মাত্র ১০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। তবে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। বর্তমানে এখানে বিনিয়োগ করে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। আপনি যদি টাকা ডবল করতে চান, তাহলে এটি একটি সেরা স্কীম। এখানেও আয়কর ধারা ৮০C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।
বিস্তারিত পড়ুন » পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যকাউন্ট: কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত নিয়মকানুন জেনে নিন
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
এরপর আসি পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কথায়। এটি একটি দীর্ঘমেয়াদি স্কীম। এই স্কীমের মেয়াদ ১৫বছর। দীর্ঘমেয়াদী হওয়ার কারণে রিটার্নও বেশি পাওয়া যায়। বেশিরভাগ মানুষই এই স্কীমে বিনিয়োগ করতে পছন্দ করে। এখানে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এই স্কীমে বিনিয়োগ করতে পারেন। এই স্কীমের আয়কর ধারা ৮০C অনুযায়ী কর ছাড় পাওয়ার সুবিধা রয়েছে।
বিস্তারিত পড়ুন » পাবলিক প্রভিডেন্ট ফান্ড: কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত নিয়মকানুন জেনে নিন
ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট স্কিম
এরপর আরো একটি জনপ্রিয় ফান্ড হলো ন্যাশনাল সেভিংস স্কীম। এখানে আপনি নুন্যতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকার গুনিতকে বিনিয়োগ করতে পারেন। এই স্কীমের মেয়াদ ৫ বছর। বর্তমানে এই স্কীম থেকে ভালো পরিমান রিটার্ন পাওয়া যাচ্ছে। এছাড়া আয়কর ধারা ৮০C অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। তাই ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইলে এই স্কীমটিও আপনার জন্য বেশ ভালো হতে পারে।
অবশ্যই পড়ুন » রাজ্যের কৃষকরা পাবে ২ লক্ষ টাকা! দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি আবেদন করুন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
এবার যে স্কীমটির কথা বলছি, সেটি শুধুমাত্র বয়স্ক নাগরিকদের জন্য ডিজাইন করা হয়েছে। এখানে নুন্যতম ৫৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত কোনো নাগরিক বিনিয়োগ করতে পারে। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। এই স্কীমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১৫ লক্ষ। বর্তমানে এই স্কীম থেকে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এখানেও আয়কর ধারা ৮০C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়।
বিস্তারিত পড়ুন » সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত নিয়মকানুন জেনে নিন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
I know the details different scheme for senior citizen.
Pl. give the details