কেন্দ্র সরকার নারী শিক্ষা উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “Beti Bachao Beti Padhao” অভিযানের মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা হয়। আপনি যদি আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলে টাকা বিনিয়োগ করা শুরু করেন তাহলে মেয়ের প্রাপ্তবয়সের সময় উচ্চশিক্ষার জন্য বা বিয়ের জন্য আপনি ৫ লক্ষ টাকা পেতে পারেন। আপনার যদি কন্যা সন্তান রয়েছে এবং আপনি যদি আপনার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে সরকারের এই স্কিমটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পিতামাতার অবশ্যই নিজের কন্যার নামে এই একাউন্ট খোলা দরকার এবং কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করা দরকার।
আপনার বাড়িতেও যদি কন্যা সন্তান রয়েছে এবং আপনি যদি আপনার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং আপনি চাইছেন সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনার কন্যার নামে অ্যাকাউন্ট খুলে তার ভবিষ্যৎ সুন্দর করতে তাহলে অবশ্যই আপনাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ২০২৪ সালে আপনি আপনার কল্যাণ নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলে কিভাবে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে ৫ লক্ষ টাকা পাবেন জেনে নিন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Smridhi Yojana)
কেন্দ্র সরকারের জনপ্রিয় একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। পোস্ট অফিসের পাশাপাশি আপনি ভেঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোন কোন ব্যাংকে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তা জানতে এখানে ক্লিক করুন » Check Bank List For SSY Scheme।
১০ বছর বয়সের নিচে আপনি আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমে আপনি প্রতি বছর সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কেন্দ্র সরকারের স্কিমে টাকা জমা করলে বর্তমানে ৮% হারে সুদ পাবেন। আপনি যদি কোন কারণবশত বাসস্থান পরিবর্তন করেন তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট আপনি চাইলে ব্যাংক থেকে পোস্ট অফিস, পোস্ট অফিস থেকে ব্যাঙ্ক, এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিস এবং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টের নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টের মেয়াদ হলো ২১ বছর কিন্তু আপনাকে শুধুমাত্র ১৫ বছর অব্দি সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্টে টাকা জমা করতে হবে এবং আপনি ২১ বছর পর আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হলে সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা সুদ সহ ফেরত পাবেন। অর্থাৎ আপনি যেদিন থেকে আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলবেন সেদিন থেকে ১৪ বছর পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমা করতে হবে অর্থাৎ ১৫ বছরের আগে পর্যন্ত টাকা জমা করতে হবে এরপর ১৫ থেকে ২১ বছর পর্যন্ত কোনরকম টাকা জমা করতে হবে না। এরপর একাউন্ট খোলার ২১ বছর পর সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটি হয়।
এছাড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে নানান নিয়ম কানুন রয়েছে, কোন বছর স্কিমে টাকা জমা করতে না পারলে কি হবে? ম্যাচুরিটি আগেই কি আপনি অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিতে পারবেন? কোন কোন ক্ষেত্রে একাউন্ট সাসপেন্ড করা হয়? এবং কিভাবে আপনি সাসপেন্ড করে একাউন্ট আবার চালু করবেন বিস্তারিত জানতে নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ুন।⬇️⬇️
২০২৪ সালে এই স্কিমে মেয়ের নামে টাকা জমা করে কিভাবে ৫ লক্ষ টাকা পাবেন
আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২০২৪ সালে আপনার মেয়ের জন্য অ্যাকাউন্ট খুলে প্রত্যেক বছরে ১০ হাজার টাকা করে জমা করেন তাহলে আপনাকে মোট ১৫ বছর অব্দি টাকা জমা করতে হবে। ১৫ বছরের আপনাকে মোট জমা করতে হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা। ৮ শতাংশ ইন্টারেস্টে আপনি ২১ বছরে মোট সুদ পাবেন ৩ লক্ষ ১৫ হাজার ৩৭৩ টাকা। অর্থাৎ ২১ বছর পর ২০৪৫ সালে ম্যাচুরিটি সময় মোট রিটার্ন পাবেন ( ১,৫০,০০০+৩,১৫,৩৭৩) টাকা = ৪,৬৫,৩৪০ টাকা। এক্ষেত্রে আপনি যদি প্রত্যেক বছর ১০ হাজার টাকার থেকে একটু বেশি টাকা জমা করেন তাহলে আপনি ম্যাচুরিটির সময় 5 লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও মেয়ের ১৮ বছর বয়স হলে মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্ধেক টাকা তুলে নিতে পারবেন এবং মেয়ের বিয়ের জন্য টাকা তুলে নিতে পারবেন। এক্ষেত্রে মেয়ের বিয়ের তিন মাস আগে থেকে টাকা তোলার জন্য আবেদন জমা করতে হবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হলে বা ডাউট থাকলে আপনি অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন, তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট সম্পর্কে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই দেখুন » সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউন্ট
মিস করবেন না » LIC কন্যাদান পলিসি: ১২০ টাকা বিনিয়োগ করে মেয়ের বিয়েতে পাবেন ২ লক্ষ ৭০ হাজার টাকা, LIC এর দুর্দান্ত পলিসি
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
I want to future financial product issued by GOI/Banks etc.
Yes
Yes
I want to open an account for my girl at SYC scheme and want to deposit Rs.10,000/- p.y.But, my daughter’s present age is now 24 yrs and her marriage is settled. Now, money is required for her weeding immediately. Kindly assist in this regard.