শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Business Idea: ডিজিটাল যুগের এই ব্যাবসায় বাড়িতে বসেই হবে ৫০,০০০ টাকা আয়! বিনা পুঁজিতে শুরু করতে পারবেন

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Business Idea: আপনি যদি কোনো কাজের সন্ধান করছেন, কিন্তূ পাচ্ছেন না। আবার ব্যাবসা করার জন্যেও মূলধন নেই। তাহলে আজকে আপনাদেরকে একটি এই ডিজিটাল যুগের ব্যাবসার পরিকল্পনা সম্পর্কে জানবো, যা আপনি কোনো টাকা বিনিয়োগ ছাড়াই শুরু করতে পারবেন। আপনি বাড়িতে বসেই এই কাজ শুরু করতে পারেন। এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে আজকের এই নিবন্ধে। 

বিনিয়োগ ছাড়াই শুরু করুন এই ব্যাবসা (Business Idea)

আপনার কাছে যদি ব্যাবসা শুরু করার জন্য পুঁজি নেই। অথবা আপনি যদি একজন গৃহবধূ হন, সংসারের কাজের জন্য বাইরে কাজে যাওয়া সম্ভব হয় না। তাহলে অনলাইন ক্লাস এর ব্যাবসা সম্পর্কে অনুসন্ধান করে দেখতে পারেন। ক্লাস শুনে ভয় পাওয়ার কিছু নেই। আপনি পড়াশুনাতে ভালো না হলেও এই ব্যাবসা করতে পারবেন। আপনি যে কাজে ভালো সেই বিষয়েও ক্লাস বা ট্রেনিং করিয়েও মাসে ৫০,০০০ টাকা আয় করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এই ব্যাবসা শুরু করার জন্য এক টাকাও বিনিয়োগ করতে হবে না। এতে শুধুমাত্র আপনার মূল্যবান সময় দিতে হবে।

অনলাইন ক্লাসের ব্যাবসা 

আপনি যে কাজে ভালো সেটির লাইভ ক্লাস বা লাইভ ট্রেনিং করিয়ে প্রতিমাসে মোটা টাকা আয় করতে পারেন। যেমন ধরুন আপনি সারির চর্চায় খুব ভালো তাহলে আপনি প্রতিদিন একবেলা অনলাইনের মাধ্যমে যোগ গ্লাস নিতে পারেন, ওজন কমানোর ট্রেনিং দিতে পারেন। এছাড়াও আপনি কোনো বিষয়ে পড়াশুনায় ভালো হলে সেটিরও লাইভ ক্লাস করতে পারেন। 

আরও পড়ুন: Online Business Idea – বিনা পুঁজিতে এই নতুন ব্যাবসা করে মাসে ১৫ হাজার টাকার অধিক আয় করতে পারেন, এখনো অনেকে জানেনা।

কিভাবে এই ব্যাবসা শুরু করবেন

এই ব্যাবসার শুরু করার জন্য আপনার কাছে একটি স্মার্ট ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থাকা দরকার। এছাড়াও ইন্টারনেট পরিষেবা থাকা প্রয়োজন। এরপর আপনাকে এটি ভেবে দেখতে হবে যে, আপনি কি কাজে ভালো বা কোন বিষয়ে আপনি অন্যদের জ্ঞান দিয়ে সাহায্য করতে পারবেন। এরপর আপনাকে লাইভ ক্লাসের একটি আকৃষ্ট নাম দিতে হবে। যেমন ধরুন, আপনি যদি শরীর চর্চার বিষয়ে ক্লাস করতে চান, তাহলে আপনার ক্লাসের নাম রাখুন “মাত্র ১ মাসে নিজের ওজন কমিয়ে আকর্ষণীয় সারির তৈরি করুন”, “মাত্র ১ মাসে সিক্স প্যাক তৈরি করার অনলাইন ট্রেনিং”। 

এই ধরনের একটি আকৃষ্ট নাম রাখার পর, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এর মত সোসিয়াল মিডিয়ার মাধ্যমে নিজের ক্লাসের প্রচার করুন। আপনি ছবি বা রিল ভিডিওর মাধ্যমে নিজের ক্লাস সম্পর্কে জানান। এছাড়াও আপনার যদি মনে হয় কোনো ব্যাক্তির আপনার এই ক্লাসের প্রয়োজন তাকে ম্যাসেজ করে জানান। এই ভাবে আপনাকে আপনার অনলাইন ক্লাসের জন্য লোক যোগাড় করতে হবে। এরপর আপনি জুম বা গুগল মিট এর মধ্যে লাইভ ক্লাস বা ট্রেনিং করাতে পারবেন। 

আরও পড়ুন: Business Idea – প্রতিদিন ১০০০ টাকা আয়, মূলধন ছাড়াই শুরু করতে পারবেন এই ব্যাবসা।

এই ব্যাবসায় কিভাবে মোটা টাকা আয় করবেন? 

আপনি আপনার ক্লাসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক চার্জ রাখুন। আপনি যদি ভালো পরিষেবা প্রদান করে তাদের সাহায্য করতে পারেন, তাহলে আপনার ক্লাসে লোক যুক্ত হবে। আপনি প্রথমের ২-৩ টি ক্লাস বিনামূল্যে করতে পারেন। এরপর যাদের ভালো লাগবে তারা এর পরের ক্লাসের জন্য টাকা দেবে।  

আপনি যদি মাসিক চার্জ ২০০ টাকাও রাখেন তবুও ২৫০ জন আপনার ক্লাসে যুক্ত হলে প্রতিমাসে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন। আর যদি ক্লাসে ৫০০ জন ব্যাক্তিকে যুক্ত করতে পারেন, তাহলে আপনার মাসিক আয় হবে ১ লক্ষ টাকা। আপনি যদি বেশি পড়ুয়ার কাছে পৌঁছাতে না পাবেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন চালাতে পারেন। এক্ষেত্রে আপনাকে ১০ থেক ২০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। 

আরও পড়ুন: Business Idea – 25 হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা প্রতিমাসে আয় 25 টাকার অধিক।

উপসংহার 

আপনি অনলাইন লাইভ ক্লাস বা লাইভ ট্রেনিং এর ব্যাবসা শুরু করে প্রতিমাসে ৫০,০০০ টাকা আয় করতে পারেন। স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকলে আপনি বাড়ি থেকেই এই কাজ করতে পারবেন। বেশি গ্রাহকের কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন করতে পারেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

5 thoughts on “Business Idea: ডিজিটাল যুগের এই ব্যাবসায় বাড়িতে বসেই হবে ৫০,০০০ টাকা আয়! বিনা পুঁজিতে শুরু করতে পারবেন”

  1. আসসালামু আলাইকুম আমি এখানে ব্যবসা করতে চাই আমার অনেক ইচ্ছা আমি একটা বিজনেস করবো

    Reply

Leave a Comment