দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। দুর্গাপূজা শেষ হতে না হতেই ধনতেরস, দিওয়ালি। আর এই উপলক্ষ্যে অনেকেই হলুদ ধাতু বা সোনা কিনে থাকেন। হিন্দু ধর্ম শাস্ত্রে এ দিন সোনা বা রুপো কেনাকে শুভ বলে গণ্য করা হয়। এদিন সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
তবে ধনতেরসের আগেই বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। হলদু ধাতুতে আগুন লেগেছে। গত এক মাস ধরে ধারাবাহিক ভাবে সোনার দাম বেড়েই চলেছে। এর জেরে সাধারণ মানুষ সোনা কেনার আগে একশো বার ভাবছেন।
বর্তমান সোনার রেট
প্রতিদিন সোনার দাম আপডেট হয়। সোনার দাম কমলে যেমন সাধারণ মানুষের মুখে হাসি ফোটে, তেমনই সোনার দাম বাড়লে চিন্তার ভাজও বাড়ে। গত এক মাসে ১০ গ্রাম সোনার বাটের দাম ৮০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। ধনতেরসের আগে সোনা কিনে থাকেন মানুষ। তবে ক্রমাগত দাম বৃদ্ধির জেরে সোনা বিক্রি অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন কলকাতার স্বর্ণ ব্যবসায়ীগণ। দাম বৃদ্ধির জেরেই বাজারের এই অবস্থা।
আজ সোনার দাম কত?
আজ কলকাতায় ২৪ ক্যারেট যুক্ত ১ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৭৮৩০ টাকা। ১০ গ্রাম খুচরো সোনার দাম ৭৮,৩০০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম আজ ৭৭,৯০০ টাকা যাচ্ছে। অন্যদিকে ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৭৪৪৫ টাকা। ১০ গ্রামের দাম ৭৪৪৫০ টাকা।
আরোও পড়ুন » Gold Price: কোথায় সবচেয়ে সস্তায় সোনা কিনতে পারবেন? রইল সোনার ভালো ডিল পাওয়ার কিছু বিকল্প
গত এক সপ্তাহে সোনার দাম কত ছিল?
১৩ এবং ১৪ই অক্টোবর হলমার্ক যুক্ত ১০ গ্রাম সোনার দাম ছিল ৭১৭০০ টাকা। ১০ গ্রামের খুচরো সোনা ও পাকা সোনার বাটের দাম ছিল যথাক্রমে ৭৫৪০০ টাকা এবং ৭৫০৫০ টাকা।
১৫ই অক্টোবর হলমার্ক যুক্ত সোনার দাম ১১৫০ টাকা বেড়ে ৭২৮৫০ টাকা হয়েছিল। তারপর দিন দাম ২০০ টাকা কমলেও, ১৮ই অক্টোবর সোনার দাম ৮০০ টাকা বাড়ে। গত শনিবার হলমার্ক সোনার দাম ৫৫০ টাকা বেড়েছিল। গতকাল ৪৫০ টাকা দাম বেড়ে ১০ গ্রাম সোনার দাম ৭৪৪৫০ টাকা হয়েছে। আজ দামের কোনো পরিবর্তন হয়নি।
বাজারের উপর নির্ভর করে সোনার দাম পরিবর্তিত হয়। স্থান ভেদে সোনার দাম আলাদা হয় এবং সে অনুযায়ী ক্রেতা সোনা কিনতে পারেন। তবে গহনা কেনার জন্য সোনা কিনতে গেলে আলাদা ভাবে জিএসটি প্রদান করতে হয়। সে ক্ষেত্রে সোনার দাম আরও কিছুটা বেড়ে যায়। আর বর্তমানে সোনা কিনতে গেলে জিএসটি সহ সোনার দাম ৮০ হাজার ছুঁয়ে ফেলবে।
অবশ্যই পড়ুন » Gold Price: পুরো দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা! নতুন নীতি বাস্তবায়নের পথে ভারত।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇