শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Kisan Next Instalment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

PM Kisan Next Instalment Payment Date: আমাদের দেশ কৃষি প্রধান। তাই এই দেশের বহু মানুষ কৃষিকাজকে নিজের পেশা হিসেবে গ্রহণ করে জীবনধারণের চেষ্টা করেন। কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে সারা বছর কাজ করলেও তাদের অর্থনৈতিক অবস্থা আজও দরিদ্র সীমার অবস্থান করে। তবে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফ থেকে বহু প্রকল্প পরিচালনা করা হয়। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কৃষকদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তামূলক প্রকল্প আছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও কৃষকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্প গুলির মধ্যে অন্যতম একটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল একটি আর্থিক সহায়তা মূলক প্রকল্প। এটি শুধুমাত্র দেশের কৃষকদের জন্যই পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটি কৃষককে বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। মোট তিনটি কিস্তিতে ২ হাজার করে টাকা আসে কৃষকদের অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত কৃষকরা এই প্রকল্প থেকে ১৬ টি কিস্তির টাকা পেয়েছেন। এবার তারা অপেক্ষা করছেন ১৭ তম কিস্তির টাকা আসার জন্য।

অবশ্যই পড়ুন » রাজ্যের কৃষকরা বিনামূল্যে পাবে চাষের উপযোগী যন্ত্র! কারা এই সুবিধা পাবে? কিভাবে আবেদন করবেন দেখুন।

১৭ তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা?

সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের টাকা পাঠানো হয়। প্রথম টাকাতি আসে এপ্রিল-জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অগাস্ট-নভেম্বর মাসে। তৃতীয়টি আসে ডিসেম্বর-মার্চের মধ্যে৷ ১৬ তম কিস্তির টাকা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে। এই কারণে মনে করা হচ্ছে আগামী মে মাসে যে কোনো দিন ১৭ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। যদিও সরকারি নিয়ম অনুসারে এখনো কিছু নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তালিকাতে নাম আছে কিনা কিভাবে বুঝবেন?

  • প্রথমে পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে।
  • পেজের ডান দিকে থাকা ‘Beneficiary list’ ট্যাবে ক্লিক করতে হবে।
  • ড্রপ ডাউন থেকে নিজের রাজ্য, ডেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করেত হবে এবং ‘Get report’ ট্যাবে ক্লিক করতে হবে।
  • এখানে সম্পূর্ণ তালিকাটি আপনার সামনে স্ক্রিনে দেখতে পাবেন। আপনার নাম তালিকা তে আছে কিনা সেখান থেকেই দেখে নিতে পারবেন

অবশ্যই পড়ুন » Krishak Bandhu Next Installment: কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা দেখে নিন তারিখ।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us