শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

BAJAJ Finance FD: ফিক্সড ডিপোজিটে প্রায় ৯% সুদ দিচ্ছে বাজাজ ফাইন্যান্স! কতদিন মেয়াদের জন্য দেখুন।

Updated on:

BAJAJ Finance Fixed Deposit: অর্থ বিনিয়োগকারী গ্রাহকদের কাছে অতি জনপ্রিয় একটি স্কিম হলো ফিক্সড ডিপোজিট বা FD। এই স্কিমে এককালীন মোটা টাকা বিনিয়োগ করলে সেই টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য লক ইন পিরিয়ডের মধ্যে থাকে। তবে সেই সময় মূল টাকার সঙ্গে সংযুক্ত হয় সুদের হার। ফলে মেয়াদ শেষে FD স্কিম থেকে গ্রাহক সুদ সহ অনেকটা বেশি টাকা হাতে পান।

বর্তমানে অর্থ বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানে FD স্কিমের সুবিধা পান। বিনিয়োগ সংস্থা ভেদে সুদের হারেও বেশ কিছুটা ভিন্নতা থাকে। স্বাভাবিক ভাবেই গ্রাহক নিজের টাকা FD স্কিমে বিনিয়োগ করার জন্য এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নেন, যেখান থেকে সুদের পরিমাণ অনেকটাই বেশি পাওয়া যাবে। বর্তমানে ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য প্রায় ৯% সুদ অফার করছে বাজাজ ফাইন্যান্স। সম্প্রতি সুদের হার বৃদ্ধি করেছে এই সংস্থা। এই সংস্থায় বিনিয়োগ করে FD থেকে ঠিক কি পরিমাণ সুদ পাবেন দেখে নিন।

জেনে রাখুন » Best Bank for RD: রেকারিং ডিপোজিটে সবচেয়ে বেশি দিচ্ছে কোন ব্যাংক! দেখে নিন তালিকা।

বাজাজ ফাইন্যান্স-এর FD তে সুদের হার

  • বাজাজ ফাইন্যান্স ১২ মাস থেকে ১৪ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিটের জন্য বর্তমানে সুদ দিচ্ছে ৭.৪০ শতাংশ।
  • বাজাজ ফাইন্যান্সের ১৫ মাস থেকে ২৩ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের হার হল ৭.৫০ শতাংশ।
  • ২৫ থেকে ৩৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা ৭.৮০ শতাংশ সুদের হার লাভ করেন।
  • ৩৬ মাস থেকে ৬০ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের হার ৮.১০ শতাংশ।
  • ৪২ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে গ্রাহকরা সুদ পান ৮.৬০ শতাংশ।

সিনিয়র সিটিজেন দের জন্য বাজাজ ফাইন্যান্স বিশেষ সুবিধা দেয়। সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ সুদ লাভ করেন ৮.৮৫ শতাংশ। ৪২ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সর্বোচ্চ সুদ লাভ করেন প্রবীণ নাগরিকরা। অর্থাৎ বাজাজ ফাইন্যান্সের FD স্কিমে বিনিয়োগ করে চড়া সুদের হারে মেয়াদ শেষে অনেক বেশি টাকা লাভ করা সম্ভব।

অবশ্যই পড়ুন » Fixed Deposit Laddering: ফিক্সড ডিপোজিটে বেশি রিটার্ন পেতে চান? মেনে চলুন বিনিয়োগের এই স্ট্রেটেজি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।