শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Low Cibil Score Loan: আপনার সিবিল স্কোর কম থাকলেও এই ভাবে ২ লক্ষ টাকা লোন নিতে পারবেন

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Low Cibil Score Loan: মানুষের অনেক সময় লোন নেয়ার প্রয়োজন হয়ে থাকে। অনেকেরই জীবনে এমন কিছু খারাপ পরিস্তিতি আসে যখন তার তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ (Personal loan) এর প্রয়োজন হয়। যাদের সিভিল স্কোর ভালো থাকা তারা তো সহজেই লোন পেয়ে যায়। কিন্তূ যাদের সিবিল স্কোর কম (Low Cibil Score) তারা কিভাবে লোন নেবে? এই বিষয়েই জানবেন আজকের এই নিবন্ধে। 

নিম্ন সিবিল স্কোর কী 

যেকোনো ব্যাক্তির সিবিল স্কোর দেখে বিভিন্ন লোম সংস্থা ওই ব্যক্তির লোন পরিশোধ করার ক্ষমতা অনুমান করে। আপনার সিবিল স্কোর কম থাকা মানে আপনার লোন পরিশোধ করার ক্ষমতা কম, এই কারণে নিম্ন সিবিল স্কোর (Low Cibil Score) যাদের থাকে তারা সহজে লোন পাই না। সিবিল স্কোর সাধারণত ৩০০ থেকে ৯০০ নম্বরের মধ্যে হয়। এখানে সিবিল স্কোর যদি ৭৫০ এর বেশি হয় তাহলে ওই ব্যক্তির লোন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং সিবিল স্কোর ৭৫০ কম হলে সেটিকে নিম্ন সিবিলি স্কোর বলা যেতে পারে। বাজারে অনেক এরকম অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার সিবিল স্কোর বিনামূল্যে চেক করতে পারবেন।

নিম্ন সিবিল স্কোরে ৫ লক্ষ্য টাকা লোন (Low Cibil Score Loan Upto 5 lakh) 

ভালো সিবিল স্কোর থাকা ব্যাক্তিদের লোন নিতে কোনো সমস্যা নেই। কিন্তূ যাদের সিবিল স্কোর কম তাদেরকে বেশিরভাগ লোন সংস্থা লোন দিতে চায় না। কারো আপনার সিবিল স্কোর দেখে সমস্ত লোন সংস্থা বিচার করে আপনি লোন এর টাকা পরিশোধ করতে পারবেন কিনা। তাই নিম্ন সিবিল স্কোর সম্পন্ন ব্যাক্তিদের লোন নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে।

যাইহোক, এমন কিছু ঋণ সংস্থা রয়েছে যায় কম সিবিল স্কোর তেও লোন প্রদান করে থাকে। এইরকম কিছু সংস্থা বা অ্যাপ এর সম্পর্কে নিচে উল্লেখ করা হয়েছে, যেখান থেকে আপনি নিম্ন সিবিল স্কোরে ৫ লক্ষ্য টাকা পর্যন্ত লোন (Low Cibil Score Loan Upto 5 lakh) নিতে পারবেন। 

আরও পড়ুন: WBBCCS: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতিরা পাবে 5 লক্ষ টাকা, 10 নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করুন।

কিভাবে নিম্ন সিবিল স্কোরে লোন নেবো? 

বেশিরভাগ লোন সংস্থা নিম্ন সিবিল স্কোর সম্পন্ন ব্যক্তিদের লোন দিতে চায় না। কিন্তু বাজারে এমনও কিছু লোন সংস্থা রয়েছে যারা কম Cibil Score স্কোর থাকলেও লোন প্রদান করে থাকে। এই ধরনের লোন সংস্থা অনুসন্ধান করে আপনি পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি NBFC থেকে এবং বাজারে বেশ কিছু অ্যাপ রয়েছে যেখান থেকে নিম্ন সিবিল স্কোর থাকা সত্বেও লোনের জন্য আবেদন করতে পারবেন। 

NBFC থেকে কম সিবিল স্কোরে লোন 

NBFC মানে হলো নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স এজেন্সি। আপনার সিবিল স্কোর যদি কম থাকে তবুও আপনি এখান থেকে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এইসব কোম্পানি ব্যাংকের তুলনায় অনেক বেশি সুদ নিয়ে থাকে। তাই আপনার যদি খুবই বেশি প্রয়োজন হয় তাহলেই এখান থেকে লোন নেওয়ার কথা ভাববেন।

নিম্ন সিবিল স্কোর লোন অ্যাপ এর তালিকা (Low Cibil Score Loan App List) 

নিচে কিছুগুলি এমন অ্যাপের নাম উল্লেখ করা হয়েছে যেগুলি থেকে আপনার সিবিল স্কোর কম থাকলেও লোনের জন্য আবেদন করতে পারবেন। 

  • Money View
  • EarlySalary
  • KreditBee
  • Indiagold
  • FlexSalary
  • CASHe
  • MoneyTap
  • AnyTimeLoan
  • BuddyLoan

Low Cibil Score Loan App থেকে লোন নেওয়ার পদ্ধতি:

  • প্রথমে আপনি একটি বিশ্বস্ত Low Cibil Score Loan App অ্যাপ অনুসন্ধান করুন।
  • এরপর দেখুন ওই লোন সংস্থা RBI-এর নিয়মাবলী মেনে চলে কিনা।
  • এরপর প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ এর মধ্যে লগইন/রেজিষ্টার করুন।
  • নিজের ব্যক্তিগত তথ্য, আধার কার্ড বা প্যান কার্ড এর তথ্য, স্বাক্ষর এবং সেলফি এর মাধ্যমে KYC সম্পন্ন করুন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন।
  • এরপর আপনি কত টাকা পর্যন্ত লোন নেওয়ার জন্য যোগ্যতা দেখতে পাবেন।
  • এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লোনের পরিমাণ লিখে লোন নেওয়ার আবেদন সাবমিট করুন।
  • আপনার লোনের আবেদন ভেরিফাই হওয়ার পর ব্যাংক একাউন্টে লোন এর টাকা যাবে। 

আরও পড়ুন: Navi Personal Loan: অনলাইনে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিন মাত্র ২ মিনিটে, জেনেনিন সম্পূর্ন পদ্ধতি।

নিম্ন সিবিল স্কোর লোনের সুবিধা 

Advantage of Low Cibil Score Loan: নিম্ন সিবিল স্কোর লোনের সুবিধা হলো সিবিল স্কোর কম থাকা সত্বেও আপনি আপনার খারাপ সময়ে লোন এর প্রয়োজন পড়লে লোন এর জন্য আবেদন করতে পারবেন। 

নিম্ন সিবিল স্কোর লোনের অসুবিধা 

Disadvantage of Low Cibil Score Loan: যেকোনো ঋণ প্রদানকারী সংস্থার কাছেই কম সিবিল স্কোর সম্পন্ন ব্যাক্তিদের ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই কোম্পানি গ্রাহকদের কাছে ঋণ এর জন্য বেশ কিছু স্বর্ত রাখে। এরফরে গ্রাহকদের অসুবিধা বেড়ে যায়। এর অসুবিধাগুলো নিম্নরূপ – 

  • ঋণ এর টাকার উপর অনেক বেশি সুদ দিতে হয়।
  • অনেক ক্ষেত্রে ঋণ এর টাকার ৪ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফী হিসেবে দিতে হয়।
  • লোন এর কিস্তি পরিশোধ করতে দেরি হলে জরিমানাও দিতে হয়।
  • কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো সম্পত্তি বন্ধক রাখতেও হতে পারে।

আরও পড়ুন: SBI Home Loan: SBI ব্যাংক নতুন বাড়ি তৈরির জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে গ্রাহকদের।

উপসংহার ~ 

কম সিবিল স্কোর (Low Cibil Score) সম্পন্ন ব্যক্তিরা কিভাবে পার্সোনাল লোন নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। নিম্ন সিবিল স্কোর লোন নেওয়ার পদ্ধতি এবং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

**এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

5 thoughts on “Low Cibil Score Loan: আপনার সিবিল স্কোর কম থাকলেও এই ভাবে ২ লক্ষ টাকা লোন নিতে পারবেন”

Leave a Comment