শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI Home Loan: SBI ব্যাংক নতুন বাড়ি তৈরির জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে গ্রাহকদের

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

SBI Home Loan: প্রতিটি ব্যক্তির একটি স্বপ্ন থাকে যে সে তার মনের মতো বাড়ি তৈরি করবে । বাড়ি তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তারা তাদের বাড়ি তৈরি করতে পারছে না। আপনিও কি সেই লোকগুলোর মধ্যে পড়েন যারা টাকার জন্য নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারছে না।তাই এই পোস্টের মাধ্যমে আমি বলবো কিভাবে আপনি সহজেই বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় টাকা নিম্ন সুদে লোন নিতে পারেন। আজকে আমি যে ব্যঙ্ক থেকে লোন নেওয়ার কথা বলবো সেটি একটি খুবই জনপ্রিয় ব্যঙ্ক এবং ব্যঙ্কটি হল SBI BANK । আজকের এই পোষ্টটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে SBI BANK থেকে Home Loan এর জন্য apply করবেন , কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি আরো অনেক কিছু । তাই সম্পূর্ণ তথ্যের জন্য পোষ্টটি মনযোগ সহকারে পড়ুন ।

SBI BANK থেকে কত টাকা পর্যন্ত Home Loan নিতে পারেন

SBI BANK থেকে আপনি নতুন বাড়ি তৈরির জন্য বা নতুন বাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।

টাকা শোধ করতে কত সময় পাবেন

SBI BANK থেকে পাওয়া লোনের টাকা পরিশোধ করার জন্য আপনি ৩০ বছর পর্যন্ত সময় পাবেন । যা আপনার পক্ষে যথেষ্ট সময়।

SBI BANK থেকে Home Loan এর ক্ষেত্রে সুদের পরিমাণ কত?

SBI BANK এর থেকে Home Loan এর জন্য আপনাকে শতকরা ৭.১৫ টাকা পর্যন্ত সুদ দিতে হবে।

SBI BANK থেকে Home Loan এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

আপনি যদি SBI ব্যাংক থেকে নতুন বাড়ি তৈরির জন্য বা নতুন বাড়ি কেনার জন্য লোন নিতে চান তাহলে আপনার নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন।

  • আইডি প্রুপ
  • আয়ের প্রমান
  • সম্পত্তি সংক্রান্ত নথি
  • প্যন কার্ড
  • KYC নথি
  • ঠিকানা প্রমান পত্র

কারা SBI Bank Home Loan এ আবেদন করতে পারবেন

  • আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে
  • আপনার বয়স ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে

প্রসেসিং ফি কত লাগবে

SBI BANK থেকে HOME LOAN নেওয়ার জন্য ১০০০-২০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি লাগবে।

HDFC BANK থেকে HOME LOAN এর জন্য apply পদ্ধতি

  1. প্রথমে আপনাকে SBI BANK এর official website এ যেতে হবে।
  2. Website লগইন করতে হবে এরপর চেক করা হবে আপনি। লোনের জন্য যোগ্য কিনা।
  3. যদি আপনি লোনের জন্য যোগ্য হন তবে আপনাকে লোনের প্রকারে HOME LOAN বেছে নিতে হবে।
  4. তারপর আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
  5. লোনের টাকা এপ্রুভ হলে আপনি লোনের টাকা পেয়ে যাবেন।

SBI BANK থেকে লোন নেওয়ার সুবিধা:-

  • আপনি অনেক পর্যাপ্ত পরিমাণের লোন পাবেন।
  • লোন পরিশোধ করার জন্য যথেষ্ট সময় পাবেন ।
  • লোন পরিশোধ করার অনেক বিকল্প পাওয়া যায়।

এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারলেন সহজেই SBI BANK থেকে কিভাবে HOME LOAN নিতে পারেন । পোস্টটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা তাদের বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় টাকার জন্য সমস্যায় না পড়ে

প্রয়োজনীয় লিংক

★SBI BANK এর OFFICIAL WEBSITE :- CLICK HERE

★ আমাদের টেলিগ্রাম গ্রুপ » join here

★ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে » Join Us

2 thoughts on “SBI Home Loan: SBI ব্যাংক নতুন বাড়ি তৈরির জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে গ্রাহকদের”

Leave a Comment