শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC এর মুনাফায় একধাক্কায় 25 হাজার কোটি টাকা ধস! গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে।

Updated on:

দেশের মানুষের কাছে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এবং সমগ্র দেশের বৃহত্তম বীমাকারী সংস্থা হল ভারতীয় জীবন বীমা নিগম (LIC)। দেশের অধিকাংশ মানুষ তাদের উপার্জিত টাকা ভবিষ্যতের জন্য এবং পরিবারের জন্য এলআইসি তে ইন্সুরেন্স করে থাকেন। আদানি গ্রুপের বিনিয়োগকারী সংস্থা এলআইসিকে নিয়ে ২০২৩ সালের শুরু থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এবার এলআইসিতে এক ধাক্কায় ২৫ হাজার কোটি টাকা ধসের ফলে চর্চার বিষয় হয়ে উঠেছে। এলআইসিতে গত বছরের তুলনায় এ বছর দ্বিতীয় কোয়ার্টারে আয় কমেছে অর্ধেক। এর ফলে এখন দেশের সমস্ত এলআইসি গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে সেটাই দেখে নেওয়া যাক।

LIC’s Profits Huge Collapse

এ বছর এলাইসির দ্বিতীয় ত্রৈমাসিক মুনাফায় বিরাট লস। এলআইসির আগের মুনাফার তুলনায় এবারের মুনাফাতে প্রায় অর্ধেক লস। এলআইসি কর্তৃপক্ষ শুক্রবার রেগুলেটরি ফাইলিং এর মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। বিগতে আর্থিক বছরে ২ই ত্রৈমাসিকে এলআইসি কোম্পানির মুনাফা ছিল ১৫৯৫২ কোটি টাকা আর এ বছর দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে অর্থাৎ সেপ্টেম্বরের ৩১ তারিখ পর্যন্ত দাঁড়িয়েছে ৭৯২৫ কোটি টাকায়। এবার এলআইসি এর মোট আয় কমেছে ২,০১,৫৮৭ কোটি টাকা। অর্থাৎ এইবার এলআইসি এর মোট আয় কমেছে ১৮ শতাংশ।

অবশ্যই পড়ুন » LIC Policy: এই পলিসিতে ১০ গুন টাকা দিচ্ছে LIC, এখানে বিনিয়োগ করার পদ্ধতি অবশ্যই জানা দরকার

গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে

এলআইসির মুনাফায় ধসের ফলে গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে এ নিয়ে সকলেই চিন্তিত রয়েছে তাদের উপর কি কোন প্রভাব পড়বে এবার সেটা জেনে নেওয়া যাক। এক্ষেত্রে বিভিন্ন আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, “এ নিয়ে এলআইসি পলিসি ধারীদের চিন্তা করার কোনো কারণ নেই”।

অবশ্যই পড়ুন » Insurance Policy: মাত্র ২০ টাকায় ২ লক্ষ্য টাকার বীমা, জেনেনিন এই সরকারি বীমা পলিসি সম্পর্কে

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “LIC এর মুনাফায় একধাক্কায় 25 হাজার কোটি টাকা ধস! গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে।”

  1. They must review the % of GST to bring it to minimum to make this attractive to investors. Also, tax burden on the maturity on selected policies may be made halved. There’s no point to collect tax revenue only as it was a welfare founded policy at the beginning. The niggard financial policy maker going to ruin the LIC under tax burden and profiteering attitude.

Comments are closed.