শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বাজারে বৃদ্ধি পাচ্ছে জাল নোটের সংখ্যা! দেখুন জাল নোট চেনার উপায় ও আসল টাকার বৈশিষ্ট্য।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

২০০০ টাকার নোট বাতিলের পর বাজারে সবচেয়ে বড় যে নোটটি রয়েছে সেটি হলো 500 টাকার নোট। যেহেতু ৫০০ টাকার একটি নোটের মূল্য অন্যান্য একটি নোটের তুলনায় অনেক বেশি তাই দিনের পর দিন ৫০০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েই চলেছে। অনেকেই রয়েছেন যারা জাল নোট এবং আসল নোটের মধ্য পার্থক্য করতে পারেন না তারা হামেশায় প্রতারণার শিকার হয়।

ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫০০ টাকার নোট সম্পর্কে তো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে তথ্যগুলি জানলে আপনি কখনোই যান নোটের প্রতারণার শিকার হবেন না। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ৫০০ টাকার জাল নোট চেনার উপায় এবং আসল টাকার বৈশিষ্ট্য সমূহ।

৫০০ টাকার জাল নোট চেনার উপায় এবং আসল টাকার বৈশিষ্ট্য

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কালো টাকা এবং জাল নোটের ব্যবহার রুখতে নোটবন্দীর ঘোষণা করেছিলেন। তারপর ভারতীয় বাজারে নতুন ৫০০ টাকার নোট চালু করা হয় কিন্তু জালিয়াতি প্রতারকেরা নতুন ৫০০ টাকার নোটটিও জাল তৈরি করে ফেলেন। জালিয়াতিরা এমন ভাবে নতুন ৫০০ টাকার জাল নোট বানিয়েছিলেন যে সেটি সাধারণ মানুষের পক্ষে চেনা প্রায় অসম্ভব। সেই জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫০০ টাকার নোটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জনসাধারণের মধ্যে শেয়ার করেছেন।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫০ মিমি. এবং প্রস্থ ৬৩ মিমি. এবং নতুন ৫০০ টাকার নোটের রং হলো স্টোন গ্রে। এছাড়াও ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি, লালকেল্লার ছবি এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার রয়েছে।

মিস করবেন না » ট্রাক্টর ছবিযুক্ত পুরনো এই 5 টাকার নোটের বর্তমান মূল্য 18 লক্ষ টাকা, এই নোট থাকলে নিমেষে হবেন লাখপতি।

ভারতীয় ৫০০ টাকার নোটের গুরুত্বপূর্ণ ফিচার

এবার দেখে নাও যাক ভারতীয় ৫০০ টাকার নোটের কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে যেগুলি জানলে আপনি খুব সহজেই ৫০০ টাকা জাল নোট এবং আসল নোটের মধ্যে ফারাক করতে পারবেন।

  • ৫০০ টাকার নোটের বাম দিকের বিপরীত পৃষ্ঠে নোটটি কোন বছর ছাপানো হয়েছে সেটি লেখা থাকবে।
  • এছাড়াও ৫০০ টাকার নোটে ডানদিকে অশোক স্তম্ভ রয়েছে এবং বিপরীত পৃষ্ঠে স্বচ্ছ ভারত এর লোগো রয়েছে।
  • ৫০০ টাকার নোটের বাম দিকে উপরে এবং নোটের ডানদিকে নিচে একটি সংখ্যার প্যানেল রয়েছে।
  • বাম দিকের উপরে সংখ্যা প্যানেলের নিচে দেবনাগরী হরফে ৫০০ লেখা আছে।
  • নোটের বাম দিকে ওপরে হিন্দিতে এবং ডান দিকে উপরে ইংরেজিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক লেখা আছে।
  • ৫০০ টাকার নোটের মাঝামাঝি ডান পাশে একটি সবুজ রঙের সুরক্ষারেখা রয়েছে। নোটটিকে আড়াআড়ি ভাবে দেখলে সবুজ সুরক্ষা রেখা নীল হয়ে যায়। সুরক্ষারেখার মধ্য ভারত এবং আরবিআই লেখা রয়েছে।
  • সুরক্ষারেখার পাশেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতীক এবং গভর্নর এর প্রতিশ্রুতি নামা এবং স্বাক্ষর রয়েছে।
  • নোটের ডাল পাশে মহাত্মা গান্ধীর ছবি এবং ৫০০ এর ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক রয়েছে।
  • ৫০০ টাকার নোটের বিপরীত পৃষ্ঠে বিভিন্ন ভাষায় ৫০০ টাকা লেখা আছে এবং লালকেল্লার ছবি রয়েছে।

অবশ্যই পড়ুন » পুরনো এই 5 টাকার নোটের বর্তমান মূল্য 5 লক্ষ টাকা! এই নোট থাকলে নিমেষে হবেন লক্ষ টাকার মালিক।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us