শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

HDFC FD Rate: দারুন সুখবর! বৃদ্ধি পেল HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার, বর্তমান সুদের হার জেনেনিন

Updated on:

অল্প সময়ে ভালো আয়ের অন্যতম মাধ্যম বিনিয়োগ। দেশের একাধিক ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করা যায়। বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার আশায় বহু মানুষ উপার্জনের মাধ্যম হিসাবে বিভিন্ন ব্যাংকে এফডি করে থাকে। দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক এইচডিএফসি-ও গ্রাহকদের এফডি অফার করে। সম্প্রতি এই ব্যাংক এফডির উপর সুদের পরিমান বাড়িয়েছে। গত ২৭শে নভেম্বর থেকে এফডির উপর নতুন সুদের হার লাগু করে এইচডিএফসি ব্যাংক।

HDFC Bank Fixed Deposit Interest Rate Increase

এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের দুই ধরণের এফডি অফার করে। যার মধ্যে একটি হলো নন-উইদড্রয়াল, যেখানে ২ কোটি কিংবা তার বেশি আমানত জমা করতে হয় গ্রাহকদের। তবে এফডি চলাকালীন কোনো প্রকার টাকা তোলা যাবে না। অনাবাসী ভারতীয় নাগরিকরাও এই ধরনের এফডিতে বিনিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে ন্যূনতম ১ বছরের জন্য এফডি করতে হবে।

সম্প্রতি এইচডিএফসি ব্যাংক নন-উইদড্রয়াল ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার পরিবর্তন করেছে। নতুন সুদের হার অনুযায়ী এইচডিএফসি ব্যাঙ্কে নন-উইদড্রয়াল এফডিতে সর্বনিম্ন ৭.২ শতাংশ থেকে সর্বোচ্চ ৭.৪৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। তবে সুদের হার নির্ভর করে মেয়াদের উপর।

ফিক্সড ডিপোজিটে সুদের হারের তালিকা

(১) ১ বছর থেকে ১৫ মাসের ফিক্সড ডিপোজিট করলে ৭.৪৫ শতাংশ হারে সুদ মেলে।
(২) ১৫ থেকে ১৮ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে ৭.৪৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
(৩) ১৮ থেকে ২১ মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৭.৪৫ শতাংশ।
(৪) ২১ মাস থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট করলে ৭.৪৫ শতাংশ সুদ মেলে।
(৫) ২ বছর ১ দিন থেকে ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে ৭.২ শতাংশ হারে সুদ মিলবে।
(৬) ৩ বছর ১ দিন থেকে ৫ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদরে হার ৭.২ শতাংশ।
(৭) এছাড়াও ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদে ডিপোজিট করলে পাওয়া যাবে সুদের হার ৭.২ শতাংশ।

অবশ্যই পড়ুন » Post Office -এর এই স্কিমে স্বামী-স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে প্রতি মাসে পাবেন 9,000 টাকা।

তবে নন-উইদড্রয়াল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে। এখানে মেয়াদের আগে কোনো প্রকার টাকা তোলার সুযোগ নেই। যদিও জরুরি পরিস্থিতিতে অর্থাৎ আমানতকারী দেউলিয়া হয়ে গেলে আদালতের নির্দেশে টাকা ফেরত পাওয়া যাবে। কিংবা আমানতকারীর মৃত্যু হলে মেয়াদের আগেই টাকা ফেরত পাওয়া যাবে। প্রসঙ্গত, এইচডিএফসি ব্যাংকে সাধারণ এফডির ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ৭.২০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এছাড়া প্রবীণরা এফডির ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।

মিস করবেন না » এই বিশেষ একাউন্ট থাকলেই প্রত্যেককে ১০,০০০ টাকা দেবে কেন্দ্র, আপনি পাবেন কিনা জেনেনিন?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

Comments are closed.