Become rich with just 5000 rupees SIP: জীবনে আর্থিক দিক থেকে সুখী হবার জন্য উপার্জনের সঙ্গে সঙ্গে সঞ্চয় করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিমাসে যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার কিছু অংশ সঞ্চয় করতে পারলে ভবিষ্যতে আর্থিক পরিস্তিতি উন্নত হবে। আপনি প্রতিমাসে মাত্র ৫ হাজার টাকার SIP করেও কোটিপতি হতে পারেন। এরজন্য আপনার কতো সময় লাগবে? এবং কোথায় বিনিয়োগ করতে হবে? এই বিষয়ে বিস্তারিত জানবো আজকেই এই নিবন্ধে।
SIP কী?
SIP এর পুরো নাম হলো Systematic Investment Plan (SIP), এটি একটি টাকা বিনিয়োগ করার পদ্ধতি। আপনি এর সাহায্যে যেকোনো মিউচুয়াল ফান্ডে ধারাবাহিক ভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারবেন। আপনি প্রতিমাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে SIP শুরু করতে পারেন।
কিভাবে SIP করার জন্য ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করবেন?
ভালো পরিমাণ রিটার্ন পাওয়ার জন্য আপনাকে একটি ভালো ও বিশ্বস্ত মিউচুয়াল ফান্ডে SIP করতে হবে। ভুল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ফলে আপনার অর্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেকোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে এই ফান্ড পূর্বে কতো রিটার্ন দিয়েছে সেটি দেখুন। এছাড়াও মনে রাখবেন যে ওই মিউচুয়াল ফান্ডটি যেন কোনো বিশ্বস্ত স্বাস্থ্য দ্বারা পরিচালিত হয়। আপনি যদি একটি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সর্বনিম্ন বার্ষিক ১৫% রিটার্নের আশা করতে পারেন।
৫ হাজার টাকার SIP করলে কোটিপতি হতে কতো সময় লাগবে?
প্রতিমাসে মাত্র ৫০০০ টাকার SIP করে কোটিপতি হওয়া অবাস্তব মনে হলেও এটা সম্ভব। এরজন্য আপনাকে দীর্ঘ সময়ের জন্য নিবেশ করতে হবে। আপনি যদি প্রতিমাসে ৫০০০ টাকা SIP করেন এবং সর্বনিম্ন ১৫% রিটার্ন পান, তাহলে ১ কোটি টাকা হতে সময় লাগবে ২২ বছর। ২৫ বছর SIP চালালে আপনি মোট দেড় কোটি টাকারও বেশি রিটার্ন পাবেন। প্রতিমাসে ৫০০০ টাকা SIP করলে ২২ বছর, আপনার মোট ১৩.২ লাখ টাকা বিনিয়োগ করা হবে এবং ১৫% বার্ষিক সুদ পলে আপনার ৯০.৩ লাখ টাকা সুদ হবে। অর্থাৎ আপনি ২২ বছর পর ১ কোটি টাকার মালিক হবেন। আর যদি ২৫ বছর পর্যন্ত SIP চালিয়ে যান তাহলে ১.৬ কোটি টাকার মালিক হবেন।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন? | How to invest in mutual funds bengali?
আরও পড়ুন: TATA ক্যাপিটাল এর MONEYFY অ্যাপের মাধ্যমে ঘরে বসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন।
উপসংহার ~
প্রতিমাসে ৫০০০ টাকা SIP করে কোটিপতি হতে চাইলে কোথায় বিনিয়োগ করা উচিৎ এবং কতো সময় লাগবে, এই বিষয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে লেখা হয়েছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে নিজে ভালোভাবে ওই ফান্ড সম্বন্ধে অনুসন্ধান করুন এবং নিজের ঝুঁকিতে বিনিয়োগ করুন। আপনার অর্থ ক্ষতিগ্রস্ত হলে ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজার কোনটিতে বিনিয়োগে বেশি লাভ | Mutual Fund Vs Share Market in BENGALI
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇
Comments are closed.