শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপের মাধ্যমে ঘরে বসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Invest in mutual funds through TATA Capital’s Moneyfy app: ভারতের একটি খুবই বিশ্বস্ত কোম্পানী TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপের মাধ্যমে আপনি নিজের ঘরে বসে মোবাইলের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে অনেকেই বেশি রিটার্নের জন্য ফিক্স ডিপোজিট এর চেয়ে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা বেশি পছন্দ করছে।

গ্রামের লোকজন ঝুঁকির ভয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করলেও, শহরের বেশিরভাগ লোকজন এখন তাদের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে বেশি পছন্দ করছে। আপনিও যদি মিউচুয়াল ফান্ডে নিজের টাকা বিনিয়োগ করতে চান তাহলে অ্যাপ এর মাধ্যমে বাড়িতে বসে বিনিয়োগ করতে পারবেন। কিভাবে Moneyfy অ্যাপের মধ্যে একাউন্ট খুলতে হবে? এবং কিভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন? এই বিষয়ে বিস্তারিত তথ্য এই নিবন্ধের মধ্যে উল্লেখ করা হয়েছে। 

TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপ 

TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপ গ্রাহকদের বাড়িতে বসে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে সাহায্য করে এবং অনলাইন লোন প্রদান করে থাকে। বর্তমানে প্লে স্টোর থেকে এই অ্যাপটি এতজন ডাউনলোড করেছে এবং এই অ্যাপটির রেটিং হল 0.0। নিচে ডাউনলোড বটনা ক্লিক করে আপনারা সরাসরি Moneyfy অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। 

Download Moneyfy App

Moneyfy তে একাউন্ট খোলার পক্রীয়া 

TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপতে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। বিস্তারিত জানতে নিচের তালিকায় উল্লিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করুন – 

  • প্রথমে উপরের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
  • এরপর মোবাইল নম্বর দিয়ে Continue-তে ক্লিক করুন। 
  • আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটি দিন। 
  • নিজের নাম এবং ইমেইল আইডি দিন (রেফার কোড না দিলেও হবে) এবং Sign up তে ক্লিক করুন। 
  • এরপর চারটি সংখ্যার একটি Mpin সেট করুন এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করুন।
  • প্যান কার্ড এর নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Prossed-তে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে একটি বিকল্প আসবে, সেখানে মিউচুয়াল ফান্ড বিকল্পটি নির্বাচন করুন। 
  • এরপর আপনার নাম, বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিন।
  • এরপর আপনার মোবাইল নম্বরে আরেকটি OTP যাবে, সেটি যাচাই করুন। 
  • এরপর তিনটি বক্সে ঠিক চিন্হ দিয়ে সাবমিটে ক্লিক করুন। 
  • এরপর আপনার ব্যাংক একাউন্ট এর তথ্য দিন। 
  • এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য দেখতে পাবেন। 
  • এরপর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন-তে ক্লিক করুন।
  • এরপর আপনি নিজের স্বাক্ষর আপলোড করুন অথবা মোবাইলের স্ক্রীনে স্বাক্ষর করুন। 

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজার কোনটিতে বিনিয়োগে বেশি লাভ | Mutual Fund Vs Share Market in BENGALI

আরও পড়ুন: SBI FD – স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন দেখুন

Moneyfy অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ 

Moneyfy অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর আপনি নিজের মোবাইল থেকেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করেছিলন, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার বিনিয়োগের টাকা হবে। এই অ্যাপ থেকে অনলাইনে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতি নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে – 

  • প্রথমে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান সেটি নির্বাচন করুন। 
  • এরপর SIP নাকি এককালীন বিনিয়োগ করতে চান সেটি নির্বাচন করুন। 
  • এরপর ব্যাঙ্ক একাউন্ট নির্বাচন করুন এবং নিচের চেক বক্সে ঠিক চিন্হ দিয়ে Pay-তে ক্লিক করুন। 
  • এরপর কতো টাকা বিনিয়োগ করতে চান, সেটি দিয়ে Prossed to Pay-তে ক্লিক করুন। 
  • এরপর UPI আইডি দিন (আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর UPI হওয়া প্রয়োজন) এবং নিচের চেক বক্সে ঠিক চিন্হ দিয়ে Pay-তে ক্লিক করুন। 
  • এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি ভেরিফাই করুন। 
  • এরপর আপনার পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার টাকা নির্বাচিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়ে যাবে। 

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করবেন? | How to invest in mutual funds bengali?

আরও পড়ুন: FD Interest Rate: সেপ্টেম্বর মাসে কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ দেখেনিন তালিকা।

উপসংহার ~ 

এই নিবন্ধের মধ্যে TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপ থেকে কিভাবে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আমার শুধুমাত্র শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এখানে নিবন্ধ লিখে থাকি। আপনি জিনের ঝুঁকিতে নিজের টাকা বিনিয়োগ করবেন। আপনার অর্থ ক্ষতিগ্রস্ত হলে ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

1 thought on “TATA ক্যাপিটাল এর Moneyfy অ্যাপের মাধ্যমে ঘরে বসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন”

Leave a Comment