শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Price Today: পুজোর আগে আবার কমলো সোনার দাম! দাম কমতেই ভিড় বাড়ছে সোনার দোকানে।

Updated on:

মহালয়া পেরিয়ে গিয়েছে তাই আর শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর বাঙালিদের সবচেয়ে বড় পুজো হল দূর্গা পূজা, পূজোর আগে সোনার দাম কমতেই (Gold Price Today) ভিড় বেড়েছে সমস্ত সোনার দোকানে। পূজোর মরসুমে সোনা কেনার দারুন সুযোগ রয়েছে। পুজোর আগে জামা কাপড় কেনার পাশাপাশি অনেকেই রয়েছেন যারা গয়না কিনতে পছন্দ করেন তাই পুজোর আগে সোনার দাম কমাতে সোনা দোকান গুলিতে ভিড় জমেছে প্রচুর। আপনিও যদি পূজার আগে গহনা কিনতে চান তাহলে আপনার কাছে এটাই সুবর্ণ সুযোগ। তাই আপনি যদি পূজার আগে সোনা কিনতে চান তাহলে অবশ্যই জেনে নেওয়া দরকার যে বর্তমানে সোনার দাম কত রয়েছে। যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।

আরোও পড়ুন » Post Office -এ প্রতিবছর 50,000 টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন দেখুন।

Gold Price Today In West Bengal Kolkata

এবার দেখে নাও যাক বর্তমানে সোনার দাম (Gold Price Today) পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতাতে কত রয়েছে।

★ বর্তমানে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪০ টাকা এবং ১ গ্রাম 24 ক্যারেট সোনার দাম ৬,০৪৪ টাকা।

★ বর্তমানে ২২ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম হল ৪৪,৩২০ টাকা এবং ২৪ ক্যারেটের 8 গ্রাম সোনার দাম বর্তমানে ৪৮,৩৫২ টাকা।

★ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,৪০০ টাকা এবং ১০ গ্রাম 24 ক্যারেট সোনার দাম ৬০,৪৪০ টাকা।

★ বর্তমানে ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম হল ৫,৫৪,০০০ টাকা এবং ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম বর্তমানে ৬,০৪,৪০০ টাকা।

অবশ্যই পড়ুন » Post Office -এ প্রতি মাসে 1000 টাকা জমা করলে 5 বছর পর কত টাকা রিটার্ন পাবেন

উপসংহার ~

আপনি যদি বর্তমানে সোনার দাম (Gold Price Today) কত চলছে এটা জেনে থাকেন তাহলে দোকানে গিয়ে আপনি ঠকবেন না। তাই এটি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন এবং আপনার পরিচিতদের মধ্য যদি কেউ সোনা কিনতে চায় তাদেরকে অবশ্যই এই প্রতিবেদনটি শেয়ার করুন যাতে তারাও কোনো দোকানে সোনার গহনা কিনতে গিয়ে না ঠকে এবং সম্পূর্ণ তথ্য জানতে পারে।

আরোও পড়ুন » Lpg Gas Cilinder Price Cut: পুজোর আগেই খুশির খবর, গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলে জানালেন কেন্দ্র

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “Gold Price Today: পুজোর আগে আবার কমলো সোনার দাম! দাম কমতেই ভিড় বাড়ছে সোনার দোকানে।”

Comments are closed.