শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

FD Interest Rate: সেপ্টেম্বর মাসে কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ দেখেনিন তালিকা

Updated on:

FD Interest Rate in September 2023: বর্তমানে অনেকেই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন। কারণ ফিক্সড ডিপোজিটে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এর মত কোন ঝুঁকি নেই, ফিক্সড ডিপোজিট হলো নিরাপদ বিনিয়োগ। বর্তমানে ফিক্সড ডিপোজিটে অনেক ব্যাংকে খুব ভালো পরিমাণ ইন্টারেস্ট প্রদান করে তার গ্রাহকদের।

আপনি যদি ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন অথবা আপনি যদি ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে আপনার এটা জানা অত্যন্ত জরুরী যে ফিক্সড ডিপোজিটে সেপ্টেম্বর মাসে কোন ব্যাংক কত শতাংশ ইন্টারেস্ট রেট প্রদান করছে তার গ্রাহকদের। আজকের এই প্রতিবেদনে দেশের যে সমস্ত বড় বড় ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ দিচ্ছে(FD Interest Rate in September 2023)

আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাহলে আপনার এটা যেন অত্যন্ত জরুরী বর্তমানে কোন ব্যাংক কত শতাংশ ইন্টারেস্ট রেট প্রদান করছে তার গ্রাহকদের। ফিক্সড ডিপোজিটের এই তালিকা জানা থাকলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করলে আপনি বেশি লাভবান হবেন।

আজকের এই প্রতিবেদনের শুধুমাত্র কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে তার গ্রাহকদের কত শতাংশ সুদ দিচ্ছে শুধুমাত্র সেটাই আলোচনা করা হয়েছে। কিন্তু কত সময়ের জন্য বিনিয়োগে কত শতাংশ সুদ দিচ্ছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি তাই আপনারা যদি কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত সময়ের জন্য কত শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে তা জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের এডমিনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Join Our WhatsApp Group – Click Here

নংব্যাংকের নামইন্টারেস্ট রেটের পরিমাণ
সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে
১)SBI Bank৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ
২)HDFC Bank৩.০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ৩.০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ
৩)AXIS Bank৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ
৪)ICICI Bank৩.০০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ
৫)UCO Bank২.৯০ শতাংশ থেকে ৭.০৫ শতাংশ৩.১৫ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ
৬)Bank Of Baroda৩.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ৩.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ
৭)Canara Bank৪.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ
৮)Kotak Mahindra Bank২.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ৩.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ
৯)Indusland Bank৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ৪.২৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ
১০)Federal Bank৩.০০ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ৩.০০ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ
১১)Bandhan Bank৩.০০ শতাংশ থেকে ৭.৮৫ শতাংশ৩.০০ শতাংশ থেকে ৮.৩৫ শতাংশ
১২)Punjab National Bank৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ

আরোও পড়ুন » Post Office VS SBI FD: ব্যাংক না পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “FD Interest Rate: সেপ্টেম্বর মাসে কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ দেখেনিন তালিকা”

Comments are closed.