শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Loan App: RBI স্বীকৃত ভারতের 28 টি নিরাপদ লোন APP, তালিকা প্রকাশ করল RBI। দেখেনিন তালিকা

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

RBI Approved Loan Apps In India 2023: আজকের দিনে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে আমাদের খরচের পরিমাণও বেড়ে চলেছে। ফলে সন্তানের বিবাহ বা সন্তানের পড়াশোনার জন্য এবং নতুন গাড়ি কেনা বা বাড়ি তৈরির জন্য আমাদের লোনের প্রয়োজন হয়। আগেকার দিনে লোন নেওয়ার ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল ব্যাংক কিন্তু বর্তমান দিনে নানান মোবাইল আ্যপ বেরিয়েছে যে আ্যপগুলো থেকে সহজেই লোন পাওয়া যায়।

মোবাইল অ্যাপ থেকে লোন নেওয়ার আগে আমাদের মনে প্রশ্ন আসে যে কোন লোন অ্যাপটি ভারতীয় রিজার্ভ ব্যাংক(RBI) দ্বারা স্বীকৃত। কারণ বর্তমান দিনে অনেক ফেক লোনের আ্যপ বেরিয়েছে, যে লোন আ্যপগুলো থেকে লোন নিলে আমাদের ভবিষ্যতে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়। তাই মোবাইল অ্যাপের থেকে লোন নেওয়ার আগে ওই অ্যাপটি ভারতীয় রিজার্ভ ব্যাংক(RBI) দ্বারা স্বীকৃত কিনা তা জানা অত্যন্ত জরুরী। এই প্রতিবেদনটিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক(RBI) দ্বারা স্বীকৃত ২৮ লোন আ্যপের তালিকা দেওয়া হয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা স্বীকৃত লোন অ্যাপের তালিকা(RBI Approved Loan Apps In India 2023)

ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা স্বীকৃত ২৮ টি লোন অ্যাপের তালিকা

নংলোন অ্যাপের নামGoogle Play Store এ আ্যপটির রেটিং
১)Dhani3.3★
২)Buddy Loan4.4★
৩)FlexSalary App4.6★
৪)Navi app4.3★
৫)Lazypay4.4★
৬)Nira loan app4.3★
৭)Kreditbee4.5★
৮)Finova Capital4.5★
৯)ZestMoney3.9★
১০)Money Tap4.0★
১১)Home Credit4.4★
১২)IDFC First4.6★
১৩)Pay me India3.9★
১৪)India Lends4.0★
১৫)Money View4.7★
১৬)CASHe3.7★
১৭)Mpockket4.4★
১৮)Pay sense3.7★
১৯)Quick Credit3.4★
২০)LoanTap3.6★
২১)CreditFair3.2★
২২)Rupeeredee2.8★
২৩)Loanfront4.4★
২৪)Lendingkart3.5★
২৫)Capital float2.6★
২৬)ftcash4.4★
২৭)MobiKwik4.3★
২৮)StashFin3.8★

আরোও পড়ুন » Fake Loan app list 2023: এই সমস্ত লোন অ্যাপ এড়িয়ে যান, RBI প্রকাশ করলো জাল লোন অ্যাপ এর তালিকা

মোবাইল আ্যপগুলো থেকে লোন নেওয়ার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন

উপরের তালিকাভুক্ত লোন আ্যপগুলো থেকে লোন নেওয়ার জন্য আপনার যে যে যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-

  • আপনাকে অবশ্যই একজন ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আপনার বয়স ২১ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • আপনার ক্রেডিট স্কোর এবং ক্রেডিট ইতিহাস ভালো হতে হবে।
  • আপনার অবশ্যই আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে।

লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন

উপরের তালিকাভুক্ত লোন অ্যাপগুলি থেকে লোন নেওয়ার জন্য আপনার যে যে নথিপত্রের প্রয়োজন হবে সেগুলি হল-

  • আধার কআর্ড
  • প্যান কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ব্যাংক স্টেটমেন্টস

আরোও পড়ুন » ব্যাঙ্ক থেকে লোন নিতে কমবে ঝামেলা, RBI চালু করল নতুন নিয়ম

Disclaimer~

লোন নেওয়া একটা ঝুঁকিপূর্ণ কাজ সে ব্যাংক হোক কিংবা যেকোনো মোবাইল লোন অ্যাপ। কারণ যে কোন প্রতিষ্ঠান থেকে লোন নিলে সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে অনেক বেশি পরিমাণ ইন্টারেস্ট রেট নেবে। সেইজন্য আমারা কখনো কাউকে লোন নেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকিনা। তাই আপনি এমনভাবে অর্থ ব্যয় করুন যাতে আপনার লোন নেওয়ার মতো পরিস্থিতিই না তৈরি হয়। অর্থ উপার্জন করার পাশাপাশি অর্থ সঞ্চয়ের উপর গুরুত্ব দিন।

আরোও পড়ুন » এই ৫ টি উপায়ে টাকা সঞ্চয় করুন, সাশ্রয় হবে অনেকটা

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin US
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে আমাদের ফলো করুনFollow Us

2 thoughts on “Loan App: RBI স্বীকৃত ভারতের 28 টি নিরাপদ লোন APP, তালিকা প্রকাশ করল RBI। দেখেনিন তালিকা”

  1. Capital Flote
    Loan Amount -1. 50000/
    One lakh 50 ty thosend 2 year tenior time mximam 3 yaar ok.. So you can me prosseed.. I am so thank full
    Regarding ATANU GHOSH

    Reply

Leave a Comment