শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Fake Loan app list 2023: এই সমস্ত লোন অ্যাপ এড়িয়ে যান, RBI প্রকাশ করলো জাল লোন অ্যাপ এর তালিকা

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Fake Loan app list 2023: এখন বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে খুব সহজেই লোন নিতে পারবেন। বেশ কিছু লোন অ্যাপ লোন নেওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলেছে। কিন্তূ এর মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু জাল লোন অ্যাপ। এই সমস্ত জ্বালিলনের থেকে যদি আপনি লোন নেন তাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন। কিছুদিন আগের ঘটনা, এই সমস্ত জাল অ্যাপ থেকে লোন নেওয়ার ফলে আত্মহত্যা করতে হয়েছিল একটি পুরো পরিবারকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) প্রায় ১২০০ এর বেশি লোন অ্যাপকে ভারতে ব্যান করেছে। RBI ২০২৩ সালে জাল লোন অ্যাপ এর তালিকা প্রকাশ করেছে।

RBI প্রকাশ করলো জাল লোন অ্যাপ এর তালিকা

বর্তমানে বাজারে অনেক জাল লোন অ্যাপ রয়েছে। যেগুলির মূল উদ্দেশ্য হলো লোন দেওয়ার পর আপনাকে ব্ল্যাকমেইল করা। RBI দ্বারা প্রায় এই ধরনের ১২০০ এরও বেশি অ্যাপকে ব্যান করা হয়েছে। এছাড়াও একটি জাল লোন অ্যাপের তালিকা প্রকাশ করেছে আরবিআই। এই সমস্ত অ্যাপ থেকে লোন নেওয়ার ফলে আপনি বড় বিপদে পড়তে পারেন। কোন এর থেকে অনলাইনে লোন নেওয়ার আগে, সেটি আসল নাকি জাল তা ভালোভাবে যাচাই করে দেখবেন।

আরও পড়ুন: LOAN APP FRAUD: লোন নিয়ে আত্মহত্যা করলো পুরো পরিবার, যেকোনো জায়গা থেকে লোন নেওয়ার আগে সাবধান!

জাল লোন অ্যাপের তালিকা (Fake Loan app list 2023)

২০২৩ সালের ৩৫টি জাল লোন অ্যাপ এর নাম নিচের তালিকায় উল্লেখ রয়েছে –

  • Rupees King
  • Rupeed King
  • Fast Cash
  • Fast Rupey
  • Infinity kola app
  • Caesh Cola
  • Easy Credet Loan
  • Money trep
  • Credit waellet
  • Cash pockets
  • Hello rupees
  • Small credits
  • Star Loan
  • Star Loan
  • Cash lion
  • Ok rupees loan
  • Lucky wallet
  • Mastermelon
  • Cash era
  • In cash
  • Rupee pus
  • Coco cash
  • Credit finch
  • Credit day
  • Indian loan
  • Tap credit
  • Go to cash App
  • Cash today
  • Smile loan
  • Quick cash
  • Quick credit
  • Micredit
  • Play cash
  • Panda rupees
  • Rupee plus

তালিকায় উল্লেখ থাকা নাম বাদেও আরো ফেক লোন অ্যাপ বাজারে থাকতে পারে। তাই কোন অ্যাপ থেকে লোন নেওয়ার আগে, ওই এফ সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন। এছাড়াও ওই অ্যাপটি RBI এর নিয়মাবলী মেনে চলছে কিনা তা ভালোভাবে যাচাই করে দেখবেন।

আরও পড়ুন: PM MUDRA YOJONA: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে দেখুন

FAKE Loan App চেনার উপায়

FAKE Loan App চেনার জন্য বেশ কিছু বিষয়ের উপর আপনাকে ভালোভাবে নজর রাখতে হবে। নিচের তালিকায় উল্লেখিত কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি জাল লোন অ্যাপ সনাক্ত করতে পারবেন।

  • প্রথমে দেখুন ওই অ্যাপটি RBI এর নিয়মাবলী মেনে চলছে কিনা।
  • কোন কোন ফাইন্যান্স কোম্পানির অধীনে লোন প্রদান করছে।
  • ঋণ পরিশোধ করার সময়সীমা ৩০ দিনের কম হলে সেটি জাল অ্যাপ হতে পারে।
  • কোন রকম কন্ট্রাক্ট ছাড়া যদি লোন দেয়, তাহলে সেটি জাল লোন অ্যাপ হতে পারে।
  • একটি ইন্সটল করার সময় যদি আপনার ফোনের কন্টাক্ট লিস্ট, ফাইল ম্যানেজার, গ্যালারি এবং ক্যামেরা এর পারমিশন চাই তাহলে সেই অ্যাপটি আপনার ব্যক্তিগত তথ্যের মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে।
  • যে অ্যাপ থেকে লোন নিতে চান, ওই অ্যাপ সম্পর্কে একাধিক বিশ্বস্ত খাবারের চ্যানেল, পত্রিকা, ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করুন।

আরও পড়ুন: Home Loan: মাত্র ২ মিনিটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন পেয়ে যাবেন – দেখুন সম্পূর্ণ পদ্ধতি

উপসংহার ~

এই নিবন্ধের মধ্যে জাল লোন অ্যাপ তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও আপনি Fake Loan App কিভাবে সোনা কত করতে পারবেন, এই বিষয়ে কিছু তথ্য প্রদান করা হয়েছে। ভুলবশত আপনি যদি এ ধরনের কোন জাল লোন অ্যাপ এর চক্রান্তে পড়ে থাকেন তাহলে পুলিশ স্টেশনে বা সাইবার ক্রাইম এর অফিসের ওয়েবসাইটে গিয়ে কমপ্ল্যান করুন।

10 thoughts on “Fake Loan app list 2023: এই সমস্ত লোন অ্যাপ এড়িয়ে যান, RBI প্রকাশ করলো জাল লোন অ্যাপ এর তালিকা”

  1. Hero Rupee this is a fake loan app they stole all the document from other app and submit this app. They send money to your acount without permission and demand within 7 days to repay double, we have all document from this app. So please enlist to Hero Rupee after searching and enquiries.
    Thank you

    Reply
  2. এই মুহূর্তে অনলাইনে প্রতারণামূলক App, website, Fake logo গুলি অতি সক্রিয় রয়েছে।
    এই fraudulent কার্যক্রমে কে বা কারা কার্যকরী ভূমিকা রাখে তা মনেহয় ইন্টারনেট প্রোভাইডার শুরুতেই জানতে ও বুঝতে পারে।
    প্রতারণামূলক গোষ্ঠী আয়োজিত সংস্থাগুলি মনেহয় মহা-পরিদর্শকগন দ্বারা ব্যবসায়িক লক্ষ্যে পরিচালিত।

    Reply
  3. Syber crime does not do anything in WB coz one time suffering from that kind of lone from Bajaj finserbe they took money from me to give me lone at last I go to syber crime office when the person talk wid me I told a officer he told me he can’t do anything I replied that they now on call please track his location bt the officer don’t do that.

    Reply

Leave a Comment