শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday: জানুয়ারি মাসে টানা ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ, সমস্যায় না পড়তে চাইলে আগেই দেখেনিন

Updated on:

January 2024 Bank Holiday: নতুন বছরের প্রতম মাসেই ব্যাংক ছুটি থাকবে ১৩ দিন। আগের থেকে না জানা থাকলে অসুবিধায় পড়তে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ইতিমধ্যেই ২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। এইমাসে যদি আপনাকে ব্যাংকে টাকা তুলতে বা অন্যান্য কোনো কাজে যেতে হয়, তাহলে ব্যাংক ছুটির দিনগুলো আগে থেকে জেনে থাকা দরকার।

জানুয়ারি মাসের ব্যাংক ছুটির তালিকা ২০২৪ (January 2024 Bank Holiday)

২০২৪ সালের জানুয়ারি মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে? এবং কি কারণে বন্ধ থাকবে? এগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের ছকে পরিবেশন করা হয়েছে।

ব্যাঙ্ক ছুটির দিনরাজ্যকারণ
১ জানুয়ারি, সোমবারসমস্ত রাজ্যনববর্ষ
১১ জানুয়ারি, বৃহস্পতিবারমিজোরামমিশনারি ডে
১২ জানুয়ারি, শুক্রবারপশ্চিমবঙ্গস্বামী বিবেকানন্দ জয়ন্তী
১৩ জানুয়ারি, শনিবারসমস্ত রাজ্যদ্বিতীয় শনিবার, লোহরি
১৪ জানুয়ারি, রবিবারঅনেক রাজ্যসংক্রান্তি
১৫ জনুয়ারি, সোমবারতামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশপোঙ্গল
১৫ জানুয়ারি, সোমবারতামিলনাড়ুতিরুভাল্লুভার দিবস
১৬ জানুয়ারি, মঙ্গলবারপশ্চিমবঙ্গ, আসামটুসু পূজা
১৭ জানুয়ারি, বুধবারঅনেক রাজ্যগুরু গোবিন্দ সিং জয়ন্তী
২৩ জানুয়ারি, মঙ্গলবারঅনেক রাজ্যনেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী
২৫ জানুয়ারি, বৃহস্পতিবারহিমাচল প্রদেশরাজ্য দিবস
২৬ জানুয়ারি, শুক্রবারসমস্ত রাজ্যপ্রজাতন্ত্র দিবস
২৭ জানুয়ারি, শনিবারসমস্ত রাজ্যচতুর্থ শনিবার
৩১ জানুয়ারি, বুধবারআসামমে-দাম- মে-ফি

আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড প্রত্যেক অনলাইন কেনাকাটায় দিচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, জেনেনিন আবেদন পদ্ধতি।

জানুয়ারি মাসের প্রথম দিন নববর্ষ উপলক্ষে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামী ১১ জানুয়ারিতে মিশনারি ডে উপলক্ষে মিজোরাম রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ জানুয়ারি, শুক্রবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং ১৩ জানুয়ারি, শনিবারও সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি, রবিবার হওয়ায় এমনিতেই ছুটির দিন, তাছাড়াও ওই দিন সংক্রান্তি, তাই বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগামী ১৫ জানুয়ারি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে পোঙ্গল ও তিরুভাল্লুভার দিবস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৬ জানুয়ারি টুসু পূজা অনুষ্ঠিত হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, আসামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী এবং ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ জানুয়ারি রাজ্য দিবস হবার কারণে হিমাচল প্রদেশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ২৭ জানুয়ারি চতুর্থ শনিবার হবার কারণে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ৩১ জানুয়ারি মে-দাম- মে-ফি উপলক্ষ্যে আসামে ব্যাঙ্ক ছুটি থাকবে।

ব্যাংকে আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে উপরে উল্লিখিত দিনগুলো বাদ দিয়ে যাবেন। তানাহলে ব্যাঙ্ক বন্ধ থাকার করেন আপনাকে ফিরে আসতে হতে পারে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।