শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

HDFC ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড প্রত্যেক অনলাইন কেনাকাটায় দিচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, জেনেনিন আবেদন পদ্ধতি

Updated on:

HDFC Credit Card: যেসমস্ত ব্যাক্তির অনলাইনে কেনাকাটা বেশি করে বা অনলাইনের মাধ্যমে নানা ধরনের বিল পেমেন্ট করে, তাদের জন্য HDFC ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড উপকারী প্রমাণ হতে পারে। এই ক্রেডিট কার্ড দিচ্ছে অনলাইন খরচে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং আরও অনেক সুবিধা। আপনি যদি অনলাইন খরচ খুব বেশি করেন তাহলে এই ক্রেডিট কার্ড নিয়ে দেখতে পারেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিবন্ধটি পড়ুন।

অনলাইন কেনাকাটায় পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আপনি যদি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে খুব পছন্দ করেন, তাহলে Swiggy HDFC Credit Card এর মাধ্যমে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। এই ক্রেডিট কার্ড অনলাইন খরচের উপর ৫% ক্যাশব্যাক দিচ্ছে, এবং এর সর্বোচ্চ সীমা হলো ১৫০০ টাকা। অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে যতো যত টাকা খরচ করবেন তার ৫% ক্যাশব্যাক পাবেন, এবং আপনার খরচ করা অর্থের ৫% যদি ১৫০০ টাকার বেশি হয় তাহলে ১৫০০ টাকায় ক্যাশব্যাক পাবেন। এছাড়াও এই ক্রেডিট কার্ডে আরও একাধিক সুবিধা হচ্ছে, যেগুলি নিচে উল্লেখ করা হয়েছে।

Swiggy HDFC Credit Card এর সুবিধা

Swiggy HDFC Credit Card গ্রাহকদের একাধিক সুবিধা প্রদান করছে। এই ক্রেডিট কার্ডের সুবিধাগুলো নিম্নরূপ:

  • Swiggy-তে করা খরচে ১০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, যার সর্বোচ্চ সীমা ১৫০০ টাকা।
  • বিনামূল্যে ৩ মাস Swiggy One মেম্বারশিপ পাবেন, যার মূল্য ১১৯৯ টাকা।
  • অনলাইন খরচের উপর ৫% ক্যাশব্যাক পাবেন (সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত)।
  • Agoda এ বিশ্বব্যাপী হোটেল বুকিং এর উপর 12% ছাড় পাবেন।
  • লয়্যালটি প্রোগ্রাম, হোটেল লাক্স এবং আরও অনেক কিছুর বিনামূল্যে মেম্বারশিপ পাবেন।
  • বিশ্বব্যাপী গল্ফ কোর্সে অ্যাক্সেস এবং প্রতিবছর ১২টি বিনামূল্যে পাঠ এর সুবিধা পাবেন।

আরও পড়ুন: KCC Loan – কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে SBI বা অন্যান্য ব্যাংক থেকে মাত্র ৪% সুদে ৩ লাখ টাকা লোন পাবেন।

Swiggy HDFC Credit Card আবেদন করার পদ্ধতি

আপনি অনলাইনের মাধ্যমেই Swiggy HDFC Credit Card-এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার সম্পূর্ন পদ্ধতি নিচে উল্লেখ করা হয়েছে –

  • এরজন্য আপনাকে প্রথমে নিচের “Apply Online”-তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  • আবেদনকারীর নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে কন্টিনিউ করতে হবে।
  • এরপর আবেদনকারীর পেশা ও ঠিকানা সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে।
  • এরপর ক্রেডিট কার্ডটি নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার ঠিকানা যাচাই করতে হবে।
  • এরপর OTP এর মাধ্যমে আধার নম্বর যাচাই করতে হবে।
  • এরপর ভিডিও KYC ক্যাম্পন্ন করতে হবে।
  • ভিডিও KYC করার সময় কাছে প্যান কার্ড, কলম ও একটি সাদা কাগজ রাখতে হবে।
  • KYC সম্পন্ন হলেই আপনার ঠিকানায় ক্রেডিট কার্ডটি পাঠানো হবে।

আবেদন করার লিঙ্ক: Apply Online

করা করা আবেদন করতে পারবেন?

Swiggy HDFC Credit Card আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২১ বছর থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ১৮ বছর বা এর বেশি বয়স হলেও অ্যাড-অন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্থায়ী ঠিকানা ভারতের মধ্যে হতে হবে। আবেদনকারী একজন বেতনভোগী হলে তার বার্ষিক আয় ৪ লক্ষ টাকা বা তার বেশি এবং স্বনির্ভর হলে তার বার্ষিক আয় ৬ লক্ষ টাকা বা তার বেশি হতে হবে। এছাড়াও আবেদনকারী ব্যাক্তির ক্রেডিট স্কোর এবং লেনদেন সংক্রান্ত ইতিহাস ভালো থাকা প্রয়োজন।

আরও পড়ুন: Student Credit Card – মাত্র ৩% সুদে পড়ুয়াদের ১০ লক্ষ টাকা লোন দেবে রাজ্য সরকার।

উপসংহার

HDFC ব্যাঙ্কের Swiggy HDFC Credit Card-এর মাধ্যমে আপনি অনলাইন কেনাকাটা বা অন্যান্য অনলাইন খরচের উপর ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, এবং আরও একাধিক সুবিধা উপভোগ করতে পারবেন। আবেদন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে উপরে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

3 thoughts on “HDFC ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড প্রত্যেক অনলাইন কেনাকাটায় দিচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, জেনেনিন আবেদন পদ্ধতি”

Comments are closed.