January 2024 Bank Holiday: নতুন বছরের প্রতম মাসেই ব্যাংক ছুটি থাকবে ১৩ দিন। আগের থেকে না জানা থাকলে অসুবিধায় পড়তে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ইতিমধ্যেই ২০২৪ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। এইমাসে যদি আপনাকে ব্যাংকে টাকা তুলতে বা অন্যান্য কোনো কাজে যেতে হয়, তাহলে ব্যাংক ছুটির দিনগুলো আগে থেকে জেনে থাকা দরকার।
জানুয়ারি মাসের ব্যাংক ছুটির তালিকা ২০২৪ (January 2024 Bank Holiday)
২০২৪ সালের জানুয়ারি মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে? এবং কি কারণে বন্ধ থাকবে? এগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের ছকে পরিবেশন করা হয়েছে।
ব্যাঙ্ক ছুটির দিন | রাজ্য | কারণ |
---|---|---|
১ জানুয়ারি, সোমবার | সমস্ত রাজ্য | নববর্ষ |
১১ জানুয়ারি, বৃহস্পতিবার | মিজোরাম | মিশনারি ডে |
১২ জানুয়ারি, শুক্রবার | পশ্চিমবঙ্গ | স্বামী বিবেকানন্দ জয়ন্তী |
১৩ জানুয়ারি, শনিবার | সমস্ত রাজ্য | দ্বিতীয় শনিবার, লোহরি |
১৪ জানুয়ারি, রবিবার | অনেক রাজ্য | সংক্রান্তি |
১৫ জনুয়ারি, সোমবার | তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ | পোঙ্গল |
১৫ জানুয়ারি, সোমবার | তামিলনাড়ু | তিরুভাল্লুভার দিবস |
১৬ জানুয়ারি, মঙ্গলবার | পশ্চিমবঙ্গ, আসাম | টুসু পূজা |
১৭ জানুয়ারি, বুধবার | অনেক রাজ্য | গুরু গোবিন্দ সিং জয়ন্তী |
২৩ জানুয়ারি, মঙ্গলবার | অনেক রাজ্য | নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী |
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার | হিমাচল প্রদেশ | রাজ্য দিবস |
২৬ জানুয়ারি, শুক্রবার | সমস্ত রাজ্য | প্রজাতন্ত্র দিবস |
২৭ জানুয়ারি, শনিবার | সমস্ত রাজ্য | চতুর্থ শনিবার |
৩১ জানুয়ারি, বুধবার | আসাম | মে-দাম- মে-ফি |
জানুয়ারি মাসের প্রথম দিন নববর্ষ উপলক্ষে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামী ১১ জানুয়ারিতে মিশনারি ডে উপলক্ষে মিজোরাম রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ জানুয়ারি, শুক্রবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং ১৩ জানুয়ারি, শনিবারও সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি, রবিবার হওয়ায় এমনিতেই ছুটির দিন, তাছাড়াও ওই দিন সংক্রান্তি, তাই বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আগামী ১৫ জানুয়ারি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে পোঙ্গল ও তিরুভাল্লুভার দিবস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৬ জানুয়ারি টুসু পূজা অনুষ্ঠিত হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, আসামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী এবং ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ জানুয়ারি রাজ্য দিবস হবার কারণে হিমাচল প্রদেশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ২৭ জানুয়ারি চতুর্থ শনিবার হবার কারণে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ৩১ জানুয়ারি মে-দাম- মে-ফি উপলক্ষ্যে আসামে ব্যাঙ্ক ছুটি থাকবে।
ব্যাংকে আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে উপরে উল্লিখিত দিনগুলো বাদ দিয়ে যাবেন। তানাহলে ব্যাঙ্ক বন্ধ থাকার করেন আপনাকে ফিরে আসতে হতে পারে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇