বর্তমানে ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডের(Credit Card) ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। বহু মানুষ ব্যাংক থেকে ক্রেডিট কার্ড বানিয়ে নিচ্ছে। কারণ আজকাল কার সময়ে ই-কমার্স সাইট গুলি থেকে ক্রেডিট কার্ড দিয়ে কেনা কাটার উপর দারুন ছাড় থাকে। এছাড়া ক্রেডিট কার্ডের আরো অনেক সুবিধা রয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী, ভারতের চারটি বড় বড় ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়মের ক্ষেত্রর বেশ কিছু পরিবর্তন করেছে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোন ব্যাংক কী নিয়ম পরিবর্তন করলো? চলুন জেনে নিন-
ICICI Bank Credit Card
2024 সালের ১লা এপ্রিল থেকে ICICI ব্যাংক ক্রেডিট কার্ডের এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা দেবে। মোট ২১টি ক্রেডিট কার্ডে এই সুবিধা পাওয়া যাবে। তবে এর জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ করলেই পাওয়া যাবে লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা। চলতি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩৫ হাজার টাকা খরচ করতে হবে। কোনো গ্রাহক অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে এই টাকা খরচ করলেও, এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া রিওয়ার্ড পয়েন্টর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
HDFC Bank
এই ব্যাংক তাদের রেগালিয়া ক্রেডিট কার্ড ও মিলেনিয়া ক্রেডিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধার বদল এনেছে। ত্রৈমাসিকে খরচের উপর নির্ভর করে লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা মিলবে। ত্রৈমাসিকে অর্থাৎ তিন মাসে উপরিউক্ত দুটি ক্রেডিট কার্ড দিয়ে ১ লক্ষ টাকা খরচ করলে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস মিলবে। রেগালিয়া কার্ড ও মিলেনিয়া কার্ডের ক্ষেত্রে যথাক্রমে রেগালিয়া স্মার্টবাই পেজ ও মিলেনিয়া মাইলস্টোন পেজ থেকে পাওয়া যাবে ভাউচার। প্রতি তিন মাসে দুই বার লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া জেতে পারে।
অবশ্যই পড়ুন » SBI অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম! কোন সময় বেশি লাভ, কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন দেখুন।
Axis Bank
এই ব্যাংক মাগনুস ক্রেডিট কার্ডের সুবিধা, বার্ষিক ফি ও জয়েনিং গিফটের নিয়মে বেশ পরিবর্তন করেছে। রিজার্ভ ক্রেডিট কার্ডের শর্তাবলীর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম সংশোধন করা হয়েছে।
SBI Bank
এই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে EazyDiner থেকে SimplyCLICK অ্যাডভান্টেজের রিওয়ার্ড পয়েন্ট কমানো হয়েছে। ১০x থেকে রিওয়ার্ড পয়েন্ট কমিয়ে ৫x করা হয়েছে। তবে বুক মাই শো, ক্লিয়াক ট্রিপ, ডোমিনজ, মন্ত্রা, নেটমেড ও যাত্রা-র মতো ই-কমার্স সংস্থায় কেনাকাটা করলে ১০x রিয়ার্ড পয়েন্ট মিলবে।
অবশ্যই পড়ুন » HDFC ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড প্রত্যেক অনলাইন কেনাকাটায় দিচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, জেনেনিন আবেদন পদ্ধতি
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇