শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বিরাট সুযোগ! ব্যাংক বা পোস্ট অফিস থেকে মাত্র ১% সুদে লোন নিন, দেখেনিন কিভাবে পাবেন

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Bank or Post Office Lone Just 1% Interest: দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সন্তানের পড়াশোনা, ঘর সারাইয়ের কাজের জন্য বা মেয়ের বিয়ের জন্য আমাদের লোনের প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো কঠিন সময়ে বা নতুন কিছু কাজ শুরু করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকলে আমাদের লোনের প্রয়োজন হয়। বর্তমানে অনেক ইনস্ট্যান্ট লোন অ্যাপও বেরিয়েছে যেখানে কোন ডকুমেন্টস ভেরিফাই না করেই লোন দিয়ে দেওয়া হয় কিন্তু এইসব লোন অ্যাপগুলো পরে আমাদের প্রচুর ইন্টারেস্ট রেট চার্জ করে। কিন্তু আপনি ব্যাংক বা পোস্ট অফিসে মাত্র ১% সুদে অনায়াসে লোন পেয়ে যাবেন

এই প্রতিবেদনটিতে আপনি জানতে পারবেন ব্যাংক বা পোস্ট অফিসে যদি আপনার একাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিভাবে আপনার ব্যাংক বা পোস্ট অফিস থেকে মাত্র ১% সুদে লোন নিতে পারবেন। যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

ব্যাংক বা পোস্ট অফিস থেকে কিভাবে ১% সুদে লোন নিবেন

ব্যাংক বা পোস্ট অফিস থেকে মাত্র ১% সুদে লোন নেওয়ার জন্য আপনাকে প্রাথমিক ভাবে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে এবং ব্যাংক বা পোস্ট অফিসে আপনার একটি একাউন্ট থাকতে হবে। ব্যাংক বা পোস্ট অফিস থেকে মাত্র ১% সুদে লোন নেওয়ার জন্য ব্যাংক বা পোস্ট অফিসে আপনার একটি পিপিএফ একাউন্ট থাকতে হবে। পিপিএফ একাউন্ট থেকে লোন আপনি এক বছরে একবারই নিতে পারবেন যদি আপনি কোন এক বছর লোন নিয়ে সুদ সমেত লোনের পুরো টাকা ফেরত করে দেন তাহলেও কিন্তু আপনি সেই বছর আবার লোন নিতে পারবেন না।

পিপিএফ একাউন্ট থেকে লোন নেওয়ার প্রক্রিয়া

ব্যাংক বা পোস্ট অফিসে আপনার যদি পিপিএফ একাউন্ট থেকে থাকে তাহলে আপনি মাত্র ১% সুদে লোন নিতে পারবেন। আপনি শুধুমাত্র আপনার সক্রিয় পিপিএফ একাউন্ট থেকেই লোন নিতে পারবেন আপনি নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যাওয়া পিপিএফ একাউন্ট থেকে লোন নিতে পারবেন না। যেদিন আপনি ব্যাংক বা পোস্ট অফিসে পিপিএফ একাউন্ট খুলবেন সেইদিন থেকে ৩ নং অর্থবর্ষ থেকে ৬ নং অর্থবর্ষের মধ্যেই শুধু লোন নিতে পারবেন। আপনি যে অর্থবর্ষে আপনার পিপিএফ একাউন্ট থেকে লোন নিতে চান তার আগের দুটি অর্থবছরের শেষে আপনার পিপিএফ একাউন্টে যত টাকা জমা থাকবে আপনি তার ২৫% লোন নিতে পারবেন

পিপিএফ থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যে পরিমাণ ইন্টারেস্ট রেটে পিপিএফ একাউন্ট খুলেছেন বা খুলবেন তার থেকে ১% বেশি ইন্টারেস্ট দিতে হবে। বর্তমানে পিপিএফ একাউন্টে ইন্টারেস্ট রেট ৭.১০% অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি পিপিএফ একাউন্ট থেকে লোন নেন তাহলে ৮.১০% হারে সুদ দিতে হবে। অর্থাৎ আপনি আপনার পিপিএফ একাউন্ট থেকে ৭.১০% সুদ পাচ্ছেন এক্ষেত্রে আপনি যদি ৮.১০% হারে সুদে লোন নেন তাহলে আপনাকে (৮.১০-৭.১০)%=১% সুদ দিতে হবে

↗️ আরোও পড়ুন » PPF Investment: এই ২টি পদ্ধতিতে পিপিএফ-এ বিনিয়োগ করে আপনিও হতে পারেন কোটিপতি

লোনের টাকা পরিশোধ করার জন্য আপনি সর্বোচ্চ ৩৬ মাস বা ৩ বছরের সময় পাবেন। আপনি লোনের টাকা সর্বনিম্ন দুই কিস্তির মাধ্যমে শোধ করতে পারবেন। অর্থাৎ প্রথমবারে আপনি লোনের টাকা এবং দ্বিতীয়বারে আপনি সুদের টাকা পরিশোধ করতে পারেন। লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ ৩৬ টি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারেন। ৩ মাস পেরিয়ে গেলে আপনাকে বাড়তি সুদ দিতে হবে।

আপনি যদি ৩ বছরের মধ্যে লোন পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে বাড়তি ৬% ইন্টারেস্ট দিতে হবে।

আরোও পড়ুন » প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে দেখুন

পিপিএফ সম্পর্কিত বিস্তারিত একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে সেই পোস্টটিও দেখতে পারেন ⬇️

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পি.পি.এফ) কী? পিপিএফ একাউন্ট সম্পূর্ণ তথ্য

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করোFollow Us

2 thoughts on “বিরাট সুযোগ! ব্যাংক বা পোস্ট অফিস থেকে মাত্র ১% সুদে লোন নিন, দেখেনিন কিভাবে পাবেন”

Leave a Comment