শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Share Market: শেয়ার বাজারের Liquidity কি? বিস্তারিত জেনেনিন সহজ বাংলা ভাষায়

Updated on:

What is Liquidity in Stock Market in Bengali: লিকুইডিটি (Liquidity) শব্দের বাংলা অর্থ হলো তরলতা। আমরা ভৌত বিজ্ঞাপনে যে তরলতা সম্বন্ধে পড়েছি, শেয়ার বাজারের তারালতা তার থেকে আলাদা। শেয়ার বাজারে কোন শেয়ার তাড়াতাড়ি বিক্রি করা যাবে এটি ওই শেয়ারের লিকুইডিটি (Liquidity) দেখে বোঝা যায়। শেয়ার বাজারে লিকুইডিটি (Liquidity) কি? এটি কেন গুরুত্বপূর্ন? কিভাবে এটি পরিমাপ করা যায়? এই সমস্ত বিষয়গুলি উডাহারণ সহ বিস্তারিত জানবো আজকের এই নিবন্ধে। 

শেয়ার বাজারে লিকুইডিটি কি? (What is Liquidity in Stock Market in Bengali) 

শেয়ার বাজারে লিকুইডিটি (Liquidity) বলতে বোঝায় যে, শেয়ার কত তাড়াতাড়ি কেনা বা বেচা যাবে। যে শেয়ার খুব তাড়াতড়ি কিনতে বা বিক্রি করতে পারবেন সেটি উচ্চ লিকুইডিটি শেয়ার। এর বিপরীতে যে শেয়ার তাড়াতাড়ি কিনতে বা বিক্রি করতে পারবেন না, সেগুলি নিম্ন লিকুইডিটি শেয়ার। 

উদাহরণ

ধরেননি আপনার দুটি স্থানে জমি রয়েছে। প্রথম বাড়ি রয়েছে শহরের সামনে। যেখান থেকে ট্রেন স্টেশন, এয়ারপর্ট, হাসপাতাল, স্কুল এবং বাজার সামনে। অন্যদিকে দ্বিতীয় বাড়িটি এমন এক জায়গায় রয়েছে যেখানে সহজে কোনো কিছুর সুবিধাই পাওয়া যাবে না। এক্ষেত্রে দেখতে পাবেন প্রথম বাড়ি খুব তাড়াতাড়ি বিক্রি হবে এবং দ্বিতীয় বাড়িটি বিক্রি করতে অনেক সময় লাগবে। এখানে প্রথম বাড়ির লিকুইডিটি (Liquidity) বেশি এবং দ্বিতীয়টি নিম্ন লিকুইডিটির বাড়ি। ঠিক এরকম শেয়ারের ক্ষেত্রের হায়। 

আরও পড়ুন: শেয়ার বাজার কী ? শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য | what is share market in bengali ?

উচ্চ লিকুইডিটি: যদি অনেক ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং শেয়ারের দাম স্থিতিশীল থাকে, তবে শেয়ারটিতে উচ্চ লিকুইডিটি আছে। এর মানে হল আপনি সহজে এবং দ্রুত আপনার পছন্দমতো দামে শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন।

নিম্ন লিকুইডিটি: যদি ক্রেতা বা বিক্রেতার সংখ্যা কম থাকে এবং শেয়ারের দাম দ্রুত ওঠানামা করে, তবে শেয়ারটিতে নিম্ন লিকুইডিটি আছে। এর মানে হল আপনি আপনার পছন্দমতো দামে শেয়ার কিনতে বা বিক্রি করতে সমস্যায় পড়তে পারেন। 

আরও পড়ুন: Penny Stock – পেনি স্টক কি? জানুন এর আসল সত্য! বিনিয়োগ করা কি উচিত দেখে নিন বিস্তারিত।

লিকুইডিটি কিভাবে পরিমাপ করা হয়?

শেয়ার বাজারে যেকোনো শেয়ারের ট্রেডিং ভলিউম এবং বিড-আস্ক স্প্রেড দেখে ওই শেয়ারের লিকুইডিটি পরিমাপ করা যায়।

  • ইন্ট্রাডে ট্রেডিং ভলিউম: শেয়ারের ইন্ট্রাডে ট্রেডিং ভলিউম হল নির্দিষ্ট একদিনের মধ্যে কেনা-বেচা হওয়া শেয়ারের সংখ্যা। যে শেয়ারের উচ্চ ট্রেডিং ভলিউম থাকে সেটি উচ্চ লিকুইডিটি শেয়ার।
  • বিড-আস্ক স্প্রেড: বিড-আস্ক স্প্রেড হল ক্রেতারা যে সর্বোচ্চ দামে শেয়ার কিনতে ইচ্ছুক এবং বিক্রেতারা যে সর্বনিম্ন দামে শেয়ার বিক্রি করতে ইচ্ছুক তার মধ্যে পার্থক্য। ছোট বিড-আস্ক স্প্রেড উচ্চ লিকুইডিটি-এর ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: IPO – শেয়ার বাজারের IPO কী? এতে অল্প সময়েই টাকা ডবল হয়ে কিভাবে? জেনেনিন বিনিয়োগ করার পদ্ধতি।

লিকুইডিটি কেন গুরুত্বপূর্ণ? (Why liquidity is important) 

উচ্চ লিকুইডিটি (Liquidity) আপনাকে দ্রুত এবং সহজে শেয়ার কিনতে ও বিক্রি করতে সাহায্য করে। উচ্চ লিকুইডিটি শেয়ারের দামকে স্থিতিশীল রাখে, যার মানে আপনি বাজার মূল্যের কাছাকাছি দামে শেয়ার কিনতে ও বিক্রি করতে পারবেন। এছাড়াও উচ্চ লিকুইডিটি আপনাকে বাজারে সহজে প্রবেশ করতে এবং প্রয়োজনে বের হতে সাহায্য করে।

আরও পড়ুন: Options Trading – সহজ বাংলা ভাষায় অপশন ট্রেডিং বুঝুন, মোটা টাকা আয় করার একটি রাস্তা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।