শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

এই ভাবে আপনার স্ত্রীর সাহায্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন, জেনেনিন বিস্তারিত তথ্য

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Tax Saving Tips: আপনি আপনার স্ত্রীর সাহায্যে ৭ লাখ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবে। আমরা সবাই জানি যে স্বামী স্ত্রী হল সুখ দুঃখের জীবন সাথী। এমন কিছু কাজ রয়েছে যেগুলি যদি আপনারা স্বামী স্ত্রী যৌথভাবে করেন অথবা আপনার স্ত্রী সাহায্য নেন, তাহলে আপনারা ভালো পরিমাণ কর সঞ্চয় করতে পারবেন। এরকম আমরা তিনটি কর বাঁচানোর টিপ সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই খবরটি মনোযোগ সহকারে করুন। 

স্ত্রীর সাহায্যে কর বাঁচানোর ৩টি উপায় (3 Tax Saving Tips)

কিছু এমন কাজ আছে যেগুলি যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে যৌথভাবে করেন অথবা আপনার স্ত্রীর সাহায্য নেন, তাহলে অনেকটা কর সঞ্চয় করতে পারবেন। এরকম স্ত্রীর সাহায্যে কর বাঁচানোর ৩টি উপায় (Tax Saving Tips) নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 

১) যৌথ হোম লোনে ৭ লক্ষ্য টাকা কর বাঁচান 

বাড়ি বানানোর জন্য অথবা বাড়ি কেনার জন্য আপনার যদি হোম লোনের প্রয়োজন হয়, তাহলে আপনারা যৌথ হোম লোন নিয়ে ডবল কর সঞ্জয় করতে পারবেন। যদি আপনারা হোম লোন নেওয়ার সময় স্বামী-স্ত্রী দুজনের নামেই নিবন্ধ করেন তাহলে, আপনারা দুজনেই ট্যাক্স সুবিধা দাবি করতে পারবেন। ধরা ৮০C এর অধীনে মূল পরিমাণের ওপর উভয়েই ১.৫ লক্ষ টাকা দাবি করতে পারবে। অর্থাৎ এখানে আপনাদের মোট ৩ লক্ষ টাকা বাঁচবে। 

এছাড়াও উভয়ই ধারা ২৪ এর অধীনে ২ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারেন। এক্ষেত্রে আপনারা দুজনের মিলে ৪ লক্ষ টাকা কর বাঁচাতে পারেন। অর্থাৎ আপনারা যদি স্বামী-স্ত্রী দুজনে মিলে হোম লোনের জন্য আবেদন করেন তাহলে আপনারা ৭ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন।

আরও পড়ুন: জাল নোট হইতে সাবধান! ৫০০ টাকার নোটে স্টার চিহ্ন থাকলেই সেটি কি জাল নোট, জেনেনিন আসল সত্য।

২) শেয়ার বাজারে বিনিয়োগ করে কর বাঁচান 

আপনি যদি দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাহলে আপনার স্ত্রীর নামে বিনিয়োগ করে কর সঞ্চয় করতে পারবেন। শেয়ার বাজারে ১ লক্ষ টাকা মূলধন লাভের উপর কর ছাড় পাওয়া যায়। এর চেয়ে বেশি পরিমাণে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে কর দিতে হবে। 

এক্ষেত্রে আপনার মূলধন লাভ যদি বেশি হয় তাহলে আপনি আপনার স্ত্রীর নামে শেয়ার বাজারে বিনিয়োগ করে কর বাঁচাতে পারবেন। উদাহরণস্বরূপ আপনার মূলধন লাভ যদি এক লক্ষ টাকার বেশি হয়ে যায় তখন আপনি নিজের স্ত্রীর নামে আরও ১ লাখ মূলধন লাভের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মোট ২ লাখ টাকা লাভের উপর কোন প্রকার কর দিতে হবে না। 

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করছে কেন্দ্র! কত টাকা করে পাবেন দেখেনিন।

৩) এডুকেশন লোনে কর ছাড় 

অনেক মেয়ের পড়াশোনা সম্পন্ন হওয়ার আগে বিয়ে হয়ে যায়। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর পড়াশোনা চালানোর জন্য এডুকেশন লোন নিতে পারেন। ধারা ৮০E এর অধীনে, আপনি শিক্ষা লোনের ৮ বছরের সুদের উপর কর ছাড় পাবেন। কিন্তু এ বিষয়ে মনে রাখতে হবে যে, সরকার কর্তৃক স্বীকৃত কোন ব্যাঙ্ক বা প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট লোন নিতে হবে। 

উপসংহার 

আপনি আপনার স্ত্রীর সাহায্যে কিভাবে কর বাঁচাতে পারবেন, তার ৩টি টিপস (3 Tax Saving Tips) দেওয়া হয়েছে। হোম লোন দেওয়ার ক্ষেত্রে আপনি নিজের স্ত্রীর সঙ্গে যৌথভাবে লোন আবেদন করলে ৭ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন। এছাড়াও শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এবং এডুকেশন লোনে কর ছাড় পাবেন।

আরও পড়ুন: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট! পোস্ট অফিসের নতুন স্কিমে মহিলারা পাবেন 2 লক্ষ টাকা।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

2 thoughts on “এই ভাবে আপনার স্ত্রীর সাহায্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন, জেনেনিন বিস্তারিত তথ্য”

Leave a Comment