Upstox Demat Account Opening Process In Bengali: অনলাইনের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করার এবং ট্রেডিং করার অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো আপস্টক্স। কিন্তূ এটি ব্যাবহার করার জন্য প্রথমে এখানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা একান্ত প্রয়োজন। আপনি যদি এই অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পক্রিয়া না জানার, তাহলে আপনার কাছে এটি বড়ো সমস্যার বিষয় হতে পারে। কিভাবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে Upstox অ্যাপে Demat Account খুলতে পারবেন এই নিয়েই আজকের নিবন্ধ।
Upstock অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন?
অনলাইনের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য এবং ট্রান্ডিং করার জন্য Upstock অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এরজন্য আপনার কাছে ইন্টারনেট এর সুবিধা সহ একটি স্পর্ট ফোনে বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকা প্রয়োজন। এছাড়াও আরো কিছু জিনিসের প্রয়োজন, যেমন –
- আধার কার্ডের নম্বর
- প্যান কার্ডের নম্বর
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- মোবাইল নম্বর (আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজন)
- ইমেইল আইডি
- ডিজিলকার-তে অ্যাকাউন্ট
Upstox Demat Account Opening Charges
New Account Opening | Rs.0 |
Trading + Demat Account Maintenance | Rs.0 |
আরও পড়ুন: শেয়ার বাজার কী ? শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য
আরও পড়ুন: শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবো?
Upstock অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পক্রিয়া (Upstox Demat Account Opening Process In Bengali)
Upstock অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে –
ধাপ-১: Upstock অ্যাপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন (Upstock App Download করতে এখানে ক্লিক করুন)।
ধাপ-২: ইন্সটল করার পর অ্যাপটি খুলুন। এরপর আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিন।
ধাপ-৩: এরপর আপনার দেওয়া মোবাইল মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি প্রবেশ করান এবং Continue-তে ক্লিক করুন।
ধাপ-৪: এরপর আপনাকে একটি ৬ অঙ্কের পিন নম্বর সেট করতে হবে। পিন নম্বর দিয়ে Continue তে ক্লিক করুন।
ধাপ-৫: এরপর নিচের অপশনে ক্লিক করে নিজের ইমেইল আইডি বেছেনিন।
ধাপ-৬: এরপর নিচের Open a Demat account-তে ক্লিক করুন।
ধাপ-৭: এরপর নিজের প্রথম নাম ও পদবী (Last Name) দিয়ে Continue তে ক্লিক করুন।
ধাপ-৮: এরপর নিজের প্যান কার্ডের নম্বর এবং জন্ম তারিখ লিখে Continue করুন।
ধাপ-৯: এরপর জিনের বাবার নাম প্রবেশ করেন, প্যান কার্ডের নামের বানান এর সঙ্গে যেন মিল হয়। এরপর আবার Continue-তে ক্লিক করুন।
ধাপ-১০: এরপর আপনি আপনার ট্রেডিং এর অভিজ্ঞতা, বার্ষিক আয় এবং নিজের পেশা নির্বাচন করে কন্টিনিউতে ক্লিক করুন।
ধাপ-১১: এরপর নিজের লিঙ্ক নির্বাচন করুন এবং আপনি বিবাহিত নাকি অবিবাহিত তা নির্বাচন করুন, এরপর কন্টিনিউ করুন।
ধাপ-১২: এরপর তিনটি অপশনে ঠিক চিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন।
ধাপ-১৩: এরপর জিনের স্বাক্ষর আপলোড করুন অথবা ডিজিটাল সিগনেচার করুন।
ধাপ-১৪: এরপর নিচের Share with DigiLocker অপশনে ক্লিক করুন।
ধাপ-১৫: এরপর নিজের আধার নম্বর দিন এবং ক্যাপচার কোড পূরণ করে Next তে ক্লিক করুন।
ধাপ-১৬: এরপর আপনার মোবাইলে আরও একটি OTP আসবে, সেটি দিয়ে Continue-তে ক্লিক করুন।
ধাপ-১৭: এরপর Allow-তে ক্লিক করুন। এর পরবর্তী পর্যায়ে ভালোভাবে নিজের একটি সেলফি ফটো নিতে হবে।
ধাপ-১৮: আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন, এরপর আরেকবার অ্যাকাউন্ট নম্বর দিন। ব্যাংক এর IFCS কোড দিন এবং আপনার ব্যাংকের বই এর সম্পূর্ন নাম দিন।
ধাপ-১৯: এর পরবর্তী পর্যায়ে ফিউচার এবং অপশন ট্রেডিং এর জন্য আপনার চাইবে, আপনি চাইলে আপলোড করে পারেন। অথবা, Upload Later অপশনটি নির্বাচন করে কন্টিনিউ তে ক্লিক করুন।
ধাপ-২০: এরপর আপনকে একজন নামিনি অ্যাড করতে হবে। যাকে নমিনি রাখতে চান তার তথ্য দিন। অথবা, Add later-তে ক্লিক করুন।
ধাপ-২১: এরপর নিচের Sign application-তে ক্লিক করুন।
ধাপ-২৩: এখন ESIGN NOW অপশনে ক্লিক করুন।
ধাপ-২৪: এরপর উপরের দুটি বক্সে ঠিক চিন্হ দিয়ে Proceed to eSign-তে ক্লিক করুন।
ধাপ-২৫: উপরের বক্সে ঠিক চিন্হ দিন, আধার কার্ডের নম্বর দিন এবং Send OTP-তে ক্লিক করুন।
ধাপ-২৬: এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, সেটি বসিয়ে Verify OTP-তে ক্লিক করুন।
ধাপ-২৭: OTP ভেরিফাই করার পর আপনার Demat Account খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে।
এরপর আপনাকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। কোনো কোনো সময় ৩ দিন পর্যন্ত সময় লেগে যায়, কিন্তূ বেশিরভাগ ক্ষেত্রে ২৪ ঘণ্টা এর মধ্যেই আপনার লগইন তথ্য ইমেইল আইডিতে পেয়ে যাবেন। এরপর আপনি স্টক কেনাবেচা এবং ট্রেডিং করতে পারবেন।
আরও পড়ুন: ব্লু চিপ স্টক কী ? ঝুঁকি কম লাভ বেশি
উপসংহার ~
Upstock অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন তার স্টেপ বাই স্টেপ পক্রিয়া উপরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্টে জানান।
F.A.Q.
UPStock-তে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কি কোনো চার্জ লাগে না?
হ্যাঁ, UPStock-তে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কোনো চার্জ লাগে না।
UPStock-তে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
UPStock-তে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে।
Adilynne Carchenilla