blue chip stock in bengali: আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করব ব্লু চিপ স্টক কি? (blue chip stock in bengali), আপনার পোর্টফোলিয়তো ব্লু চিপ স্টপ থাকা কেন জরুরী ? , কেন আপনি দেশের সবচেয়ে বড় কোম্পানি গুলোর শেয়ার কিনবেন? তাই ব্লু চিপ স্টক সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন-
large cap কোম্পানি হল দেশের সেরা ১০০ কোম্পানি । যে কোম্পানির শেয়ার এর দাম তুলনামূলক বেশি । এই large cap কোম্পানি গুলোই মূলত BLUE CHIPS STOCK ।
ব্লু চিপ স্টক কী? (blue chip stock in bengali)
ভারতের প্রথম ১ থেকে ১০০ তম কোম্পানি যেগুলি রয়েছে তাদেরকে বলা হচ্ছে Large cap stock । এই Large cap কোম্পানিগুলি অনেক বড় । এই লার্জ ক্যপ কোম্পানি গুলি তাদের এর সমস্ত কোম্পানিগুলি থেকে টপ পজিশনে রয়েছে অর্থাৎ তারা এক দুই কিংবা তিন নম্বর পজিশনে রয়েছে । আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন এই লার্জ ক্যপ কোম্পানিগুলি ভারতবর্ষের বুকে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে রয়েছে তাই লার্জ ক্যপ কোম্পানিগুলি Experience রয়েছে । এই লার্জ ক্যাপ কোম্পানিগুলি মূলত ব্লু চিপ স্টক ।
আপনি আপনার কষ্ট করে উপার্জন করা টাকা বিনিয়োগ করছেন তাই আপনি সেই সব কোম্পানির কাছে টাকা বিনিয়োগ করুন যাদের কাছ থেকে আপনি নিরাশ হবেন না । অর্থাৎ আপনি সেইসব কোম্পানির শেয়ার কিনুন যেসব কোম্পানিকে আপনি চেনেন । warren Buffett বলেছিলেন যে কোম্পানি সম্পর্কে আপনি জানেন বা বুঝেন আপনি সেই সব কোম্পানির শেয়ার কিনুন।
একটি গবেষণায় দেখা গেছে , ১০ জন ফান্ডামেন্টাল বোঝা এবং স্টক এনালাইসিস সম্পর্কে জানা ব্যক্তি এবং ১০ জন স্টুডেন্ট তাদেরকে বলা হয়েছিল ১০ টি করে স্টক বাছাই করতে । এরপর ২টি টিমেই ১০ টি করে স্টক বাছাই করেছিল । এরপর ১০ থেকে ১৫ বছর পর দেখা গেছে স্টুডেন্টগুলি যে স্টক বাছাই করেছিল সেগুলি স্টক এনালাইসিস সম্পর্কে জ্ঞান থাকা ব্যক্তিদের তুলনায় ভালো পারফরম্যান্স করেছে। যারা স্টক মার্কেট এনালাইসিস করে তারা ফান্ডামেন্টাল এনালাইসিস থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু বিচার করে স্টক বাছাই করেছিলেন , আর অপর পক্ষে যারা বাচ্চা স্টুডেন্ট তারা যেসব কোম্পানিগুলোকে চেনে সেইসব কোম্পানিগুলোই বাছাই করেছিলেন ।
অর্থাৎ চেনা কোম্পানি গুলি ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা থাকে , তাই পেনি স্টক বা অন্যান্য কোম্পানিতে টাকা বিনিয়োগ না করে আপনি যে কোম্পানিগুলি জানেন সেই সব কোম্পানিতে টাকা বিনিয়োগ করুন ।
ব্লু চিপ স্টক গুলি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগ ।
ব্লু চিপ বিনিয়োগ কী ?(blue chip stock in bengali)
ব্লু চিপ স্টক হল কোম্পানির স্টক যা সুপ্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্থিতিশীল। তারা স্টক মার্কেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে স্বনামধন্য কোম্পানি, যাদের ধারাবাহিক Performance এবং শক্তিশালী আর্থিক ইতিহাস রয়েছে, ব্লু চিপ স্টকগুলি সাধারণত S&P 500 সূচকে পাওয়া যায়, যা মার্কিন স্টক মার্কেটের শীর্ষ 500 কোম্পানিগুলিকে অন্তর্ভুক্ত করে।
ব্লু চিপ স্টকের উদাহরণগুলির মধ্যে রয়েছে :Apple, Microsoft, Coca-Cola, Johnson & Johnson, এবং Procter & Gamble। এই কোম্পানিগুলির বৃদ্ধি এবং লাভের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তাদের স্টকগুলি বিনিয়োগকারীরা অত্যন্ত পছন্দ করে।
ব্লু চিপ স্টকে বিনিয়োগের সুবিধা
- ব্লু চিপ স্টক্স গুলিতে বিনিয়োগ বিনিয়োগকারীকে স্থিতিশীলতা প্রদান করে ।
- ব্লু চিপ স্টক কোম্পানিগুলো অন্যান্য ছোট কম প্রতিষ্ঠিত কোম্পানির তুলনায় নির্ভরযোগ্য ।
- ব্লু চিপ কোম্পানিগুলো লভ্যাংশের স্থিতিশীল অর্থ প্রদান করতে সক্ষম।
- অবশেষে ব্লু চিপ কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে একটি নিরাপদ আশ্রয়।
কেন আপনার ব্লু চিপ স্টকে বিনিয়োগ করা দরকার?
আপনি কেন পেনি স্টক বা অন্যান্য কোম্পানিগুলি তে বিনিয়োগ না করে লার্জ ক্যাপ কোম্পানি গুলোই বিনিয়োগ করবেন অর্থাৎ আপনার কেন ব্লু চিপ স্টকে বিনিয়োগ করা দরকার সেগুলি হলো –
লভ্যাংশ(Dividend)
আপনি এমন কোন কোম্পানির যদি শেয়ার করে কিনেন যে কোম্পানি লাভ করতে পারে না সেই কোম্পানির লভ্যাংশ আপনি পাবেন না । লভ্যাংশ একটি গুরুত্বপূর্ণ অপশন আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য । আপনার ইনকামের স্থিরতা দিতে পারে শুধুমাত্র লার্জ ক্যাপ কোম্পানি গুলি।
সুরক্ষা (Safety)
পয়সা লস না করার জন্য আপনাকে সেফটির দিকটা মাথায় রাখতে হবে । কারণ যেদিন লার্জ ক্যাপ কোম্পানিগুলো ডুববে, সেদিন সবাই ডুববে । আর এই লার্জকে কোম্পানিগুলি ঢুকবে না । একটা দুটো কোম্পানি ডুবতে পারে কিন্তু আপনার পোর্টফোলিয়তে যদি ১০ থেকে ১৫ টা লার্জ ক্যপ কোম্পানি থাকে তাহলে ডুববে না। সেইজন্য Safety এর কথা মাথায় রেখে লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনাকে কিনতে হবে ।
বিভিন্ন সেক্টরে বিনিয়োগ
আপনি যদি প্রথম 15 থেকে ২০ টা লার্জ ক্যাপ কোম্পানি দেখেন তাহলে আপনি বিভিন্ন সেক্টরে অর্থ বিনিয়োগ করতে পারবেন । তার ফলে আপনার কোনো একটি স্পেসিফিক সেক্টরে অর্থ বিনিয়োগ থাকছে না। আপনার পোর্টফোলিয়ো টা ভাগ হয়ে যাবে বিভিন্ন সেক্টরে । আপনার পোর্টফোলিয়ো diversification করার জন্য খুব বেশি স্টক নিয়ে বিশাল গবেষণা করতে হবে না । শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও diversification খুব গুরুত্বপূর্ণ ।
লং টার্ম ইনভেস্টমেন্ট
আপনাকে সেসব কোম্পানি বাছাই করতে হবে যেসব কোম্পানি ২৫ থেকে ৩০ বছর পর আপনাকে একটি ভালো রিটার্ন দেবে । Long term wealth gain করার জন্য large cap company গুলিতে চোখ বুজে ভরসা করা যায় । যে কোম্পানি নতুন খুলেছে সেই কোম্পানিটি আগামী ২৫ থেকে ৩০ বছর চলবে কিনা তার কোন গ্যারান্টি নেই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে বাজি রাখা যেতে পারে যে সেগুলি আগামী ২৫ থেকে ৩০ বছর চলবে ।
বৃদ্ধির সুযোগ (growth opportunity)
১৯৪৭ সাল থেকে আজকে অব্দি ভারতে লেগে গেছে ৩ ট্রিলিয়ন ইকোনমি হতে । আজ থেকে আর ৪ থেকে ৫ বছর লাগবে ভারতে ৫ ট্রিলিয়ন ইকোনমি হতে । আজ থেকে সর্বোচ্চ ১০ বছর লাগবে ভারতে ১০ ট্রিলিয়ন ইকোনমি হতে । যেটা আমরা 1947 সাল থেকে আজ অবধি achive করেছি সেটা আমরা ১০ বছর পরে তার তিনগুণ achive করতে পারব । কারণ এই যে বৃদ্ধির সম্ভাবনা ভারতের ইকোনোমিতে আসছে সেগুলির Lead পজিশনে থাকবে এই লার্জ ক্যাপ কোম্পানি গুলি ।
২০২৩ সালে ভারতে সেরা ব্লু চিপ স্টকের লিস্ট ( List of Best Blue Chip Stocks in India 2023)
S.No | কোম্পানির নাম | price change in the last 3 years | বাজার মূলধন (market capitalisation) |
১) | Adani Enterprise | +1734.20% | ₹ 4,36,284 কোটি |
২) | Infosys | +100.11% | ₹ 6,27,093 কোটি |
৩) | SBI BANK | +83.46% | ₹ 5,40,118 কোটি |
৪) | Asian Paints | +74.40% | ₹ 2,89,268 কোটি |
৫) | Reliance | +67.32% | ₹ 16,64,891 কোটি |
৬) | ICICI Bank | +65.56% | ₹ 6,27,254 কোটি |
৭) | TCS | +50.57% | ₹ 12,12,848 কোটি |
৮) | ITC | +39.58% | ₹ 4,05,883 কোটি |
৯) | Hindustan Unilever | +33.22% | ₹ 5,95,880 কোটি |
১০) | HDFC Bank | +27.26% | ₹ 8,97,885 কোটি |
S.No | কোম্পানির নাম | FY22-এ মুনাফা | FY22-তে রাজস্ব | রাজস্ব বৃদ্ধির শতাংশ (FY21-FY22) | P/E অনুপাত | শিল্প P/E অনুপাত | লভ্যাংশ ফলন |
১) | Adani Enterprise | ₹ 777 কোটি | ₹ 69,420 কোটি | 75.58% | 351.28 | NA | 0.03% |
২) | Infosys | ₹ 22,102 কোটি | ₹ 1,21,641 কোটি | 21.07% | 27.45 | 27.49 | 2.17% |
৩) | SBI BANK | ₹ 35,374 কোটি | ₹ 4,06,973 কোটি | 5.6% | 13.11 | 9.24 | 1.17% |
৪) | Asian Paints | ₹ 3,031 কোটি | ₹ 29,101 কোটি | 34.02% | 78.94 | 13.38 | 0.66% |
৫) | Reliance | ₹ 60,705 কোটি | ₹ 7,21,634 কোটি | 48.38% | 25.60 | 5.40 | 0.32% |
৬) | ICICI BANK | ₹ 25,110 কোটি | ₹ 1,57,536 কোটি | -2.35% | 21.50 | 9.24 | 0.56% |
৭) | TCS | ₹ 38,327 কোটি | ₹ 1,91,754 কোটি | 16.79% | 30.79 | 27.49 | 1.36% |
৮) | ITC | ₹ 15,247 কোটি | ₹ 65,205 কোটি | 22.67% | 23.40 | NA | 3.52% |
৯) | Hindustan Unilever | ₹ 8,879 কোটি | ₹ 52,446 কোটি | 11.52% | 61.75 | 58.90 | 1.42% |
১০) | HDFC BANK | ₹ 38,053 কোটি | ₹ 1,67,695 কোটি | 7.57% | 21.52 | 9.24 | 0.36% |
আরো পড়ুন ~
- শেয়ার বাজার কী ? শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য
- ২০২৩ সালে কোথায় বিনিয়োগ করা উচিত? মিউচুয়াল ফান্ড, স্টক না গোল্ড
- শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবো
Disclaimer:-
ব্লু চিপ স্টকগুলিতে বিনিয়োগ করার সময়, এইগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো বাজারের ওঠানামা থেকে একেবারেই মুক্ত নয়। যদিও তারা সাধারণত কম থাকে অন্যান্য স্টকের তুলনায় অস্থির, কিন্তু একটা কথা মনে রাখবেন তারা এখনও পতনের সময়কাল অনুভব করতে পারে। তাই বিনিয়োগ করার আগে সব দিক দেখে শুনে তবেই বিনিয়োগ করবেন ।
Comments are closed.