শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI FD Interest Rates 2024: FD-তে নতুন সুদের হার জারি করল SBI, জেনেনিন এবার কতদিনে কতো সুদ পাবেন

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

SBI FD Interest Rates 2024: ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক State Bank Of India (SBI) গ্রাহকদের অনেক পরিষেবা প্রদান করে থেকে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পরিষেবা হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposid) এর পরিষেবা। এতে আপনি এক নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করতে পারবেন, এতে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার তুলনায় সুদের হার বেশি। SBI এখন বিভিন্ন সময়ের ফিক্সড ডিপোজিট-এর জন্য নতুন সুদের হার (SBI FD Interest Rates 2024) জারি করেছে। এখন আপনি কত সময়ের FD তে কতো সুদ পাবেন? এই নিয়েই জানব আজকের এই নিবন্ধে।

SBI ফিক্সড ডিপোজিট কী?

SBI ফিক্সড ডিপোজিট হলো নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করার পরিষেবা। এখানে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এক নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারবেন। ওই নির্দিষ্ট সময়কালের আগে টাকা তুললে আপনি লাভবান হতে পারবেন না। সেভিংস অ্যাকাউন্টতে টাকা জমা রাখার বদলে FD তে টাকা রাখলে বেশি লাভবান হবেন, কারণ Fixed Deposit-তে সুদের হার (SBI FD Interest Rates) সেভিংস অ্যাকাউন্ট এর তুলনায় অনেক বেশি হয়ে থাকে।

মানুষ টাকা সঞ্চয় করার জন্য ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে বেশি পছন্দ করে, তাতে সেটা কম সময়ের জন্য হোক বা লম্বা সময়ের জন্য। কারণ, এতে বেশি সুদ পাওয়া যায় এবং খুব সহজেই টাকা তুলেনেওয়া যায়। State Bank of India (SBI) তার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কিছু বিশেষ FD স্কিম রেখেছে। ভারতের বৃদ্ধ নগরাকিকদের জন্য SBI WeCare স্কিম রয়েছে, এবং অন্যদিকে SBI অমৃত কলস স্কিম। এগুলি গ্রাহকদের বেশি রিটার্ন দিয়ে থাকে।

SBI FD Interest Rates 2024

SBI ফিক্সড ডিপোজিটের সুদের হার (SBI FD Interest Rates) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের জন্য সঞ্চয় করা টাকার উপর ৩ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। সিনিয়র সিটিজেনদের এই ফিক্সড ডিপোজিট (Fixed Deposite) এর উপর ৪০ অঙ্ক পর্যন্ত অতিরক্ত দেওয়া হয়। SBI FD এর সুদের হারের সরণি নিচে দেওয়া হয়েছে।

SBI FD Interest Rates এর সরণি ~

TenorsInterest Rates (p.a.)
General PublicSenior Citizens
৭ দিন থেকে ৪৫ দিন৩.৫০%৪.০০%
৪৬ দিন থেকে ১৭৯ দিন৪.৭৫%৫.২৫%
১৮০ দিন থেকে ২১০ দিন৫.৭৫%৬.২৫%
২১১ দিন থেকে ১ বছরের কম৬.০০%৬.৫০%
১ বছর থেকে ২ বছরের কম৬.৮০%৭.৩০%
২ বছর থেকে ৩ বছরের কম৭.০০%৭.৫০%
৩ বছর থেকে ৫ বছরের কম৬.৭৫%৭.২৫%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত৬.৫০%৭.৫০%
৪০০ দিন (অমৃত কলস)৭.১০%৭.৬০%
SBI FD Interest Rates 2024

আরও পড়ুন: POST OFFICE VS SBI FD: ব্যাংক না পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন

SBI অমৃত কলস FD স্কিম

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) একটি খুব উচ্চ সুদের হার বিশিষ্ট বিশেষ Fixed Deposite (FD) স্কিম শুরু করেছে, যার নাম অমৃত কলস স্কিম (Amrit Kalash FD Scheem)। সাধারণ গ্রাহকদের এতে ৭.১% সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেনদের ৭.৬% সুদ দেওয়া হবে। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন

আরও পড়ুন: SBI HOME LOAN: SBI ব্যাংক নতুন বাড়ি তৈরির জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে গ্রাহকদের

উপসংহার~

এই নিবন্ধের মধ্যে State Bank of India (SBI) এর ফিক্সেড ডিপোজিট এর সুদের হার (SBI Fixed Deposite Interest Rates) সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। এছাড়াও SBI এর দুটি বিশেষ Fixed Deposite (FD) স্কিম সম্পর্কে আলোচনা করা হয়েছে। SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে বা নিজের নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে বিস্তারিত তথ্য জানার পরই যেকোনো FD-তে টাকা জমা করবেন।

আরও পড়ুন: বিরাট খুশির খবর! HDFC ব্যাংকে FD তে সুদের হার বৃদ্ধি করা হল, বেজায় খুশি গ্রাহকরা

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

F.A.Q

SBI FD Interest Rates কতো?

SBI এর ৭ দিন থেকে ১০ বছরের FD এর Interest Rates হলো ৩ থেকে ৭.১ শতাংশ।

SBI অমৃত কলস FD স্কিমে আবেদন করার শেষ তারিখ কত?

SBI অমৃত কলস FD স্কিমে আবেদন করার শেষ তারিখ হলো ৩০ ডিসেম্বর ২০২৩।

SBI-তে ৭% সুদের জন্য কত দিনের FD করতে হবে?

SBI-তে ৭% সুদের জন্য কমপক্ষে ২ বছরের FD করতে হবে।

8 thoughts on “SBI FD Interest Rates 2024: FD-তে নতুন সুদের হার জারি করল SBI, জেনেনিন এবার কতদিনে কতো সুদ পাবেন”

  1. PNB’s 666 days FD interest rate is much higher for the non senior citizen than SBI’s any FD scheme. So, at present choice of PNB is the right option.
    SBI management have to think for more FD interest rate than at present.

    Reply

Leave a Comment