শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI FD Returns: স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৫০,০০০ টাকা‌ জমা করে মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন, দেখুন।

Updated on:

SBI 50000 FD Interest Rate and Return: গ্রাম থেকে শুরু করে শহরের অধিকাংশ ব্যাক্তির স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে। বর্তমান থেকে এই ব্যাংক গ্রাহকদের একাধিক সুযোগ-সুবিধা অফার করে থাকে। টাকা বিনিয়োগের ক্ষেত্রে দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে এই ব্যাংক। বর্তমান দিনের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল ফিক্সড ডিপোজিট। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনি যদি স্টেট ব্যাংকে ৫০ হাজার টাকা জমা করেন তাহলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাবেন।

স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার (SBI 50000 FD Interest Rate)

স্টেট ব্যাংক তার গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। এই ৭দিন থেকে ১০ বছর মেয়াদে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত সুদ অফার করে গ্রাহকদের। SBI এর ফিক্সড ডিপোজিটের আকর্ষণীয় বিষয় হল এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সমস্ত মেয়াদের ক্ষেত্রেই ০.৫০ শতাংশ বেশি সুদ পাবে। বর্তমান দিনে অর্থাৎ ২০২৪ সালে স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের কত সময় মেয়াদের জন্য কত শতাংশ সুদ অফার করছে তার একটি বিস্তারিত প্রতিবেদন আমাদের ওয়েবসাইটে রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিন।

অবশ্যই দেখুন » SBI FD Interest Rates 2024 – FD-তে নতুন সুদের হার জারি করল SBI, জেনেনিন এবার কতদিনে কতো সুদ পাবেন।

৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন পাবেন?

এবার দেখে নেওয়া যাক আপনি যদি ৫০ হাজার টাকা স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে কত সময়ের মেয়াদের জন্য কত টাকা রিটার্ন পাবেন।

মেয়াদ রিটার্নের পরিমাণ (সাধারণ নাগরিক)রিটার্নের পরিমাণ (সিনিয়র সিটিজেন)
৬ মাস৫০,৮৭৫ টাকা ৫১,০০০ টাকা 
১ বছর৫৩,৪৮৮ টাকা ৫৩,৭৫১ টাকা 
২ বছর ৫৮,০১১ টাকা৫৩,৮৫৭ টাকা
৩ বছর ৬১,১২০ টাকা৬২,০২৭ টাকা
৫ বছর ৬৯,০২১ টাকা ৭২,৪৯৭ টাকা
১০ বছর ১,০১,০৬৮ টাকা ১,০৬,১৫৪ টাকা 

অবশ্যই পড়ুন » POST OFFICE VS SBI FD: ব্যাংক না পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।