Salasar Techno Share: গতকাল শেয়ার বাজারে দুর্বলতা দেওয়া গেলেও, এই শেয়ারের মুল্য ৭.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও Salasar Techno Engineering Ltd এর শেয়ারে বিনিয়োগকারীরা গত ৬ মাসে ১২৯.০৬ শতাংশের বাম্পার রিটার্ন পেয়েছে, অর্থাৎ তাদের টাকা মাত্র ৬ মাসেই ডবল এর বেশি হয়েছে। এবার বোর্ড ৮০৬ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে কি আরও বাড়বে এই শেয়ারের মূল্য? আসুন এই নিবন্ধের মাধ্যমে তা বিস্তারিত জেনেনি।
এই শেয়ারে মাত্র ৬ মাসেই টাকা ডবল হয়েছে
শেয়ার বাজারে সঠিক সময় সঠিক শেয়ারে বিনিয়োগ করতে পারলেই মালামাল। ঠিক তেমনটি হয়েছে Salasar Techno Engineering Ltd এর শেয়ারে বিনিয়োগকারীদের। আজ থেকে ৬ মাস আগে যে সমস্ত ব্যক্তিরা এই শেয়ারে বিনিয়োগ করেছিলেন তাদের মাত্র ৬ মাসেই টাকা ডবল এরোও বেশি হয়েছে। গত ৬ মাসেই এই কোম্পানির শেয়ার ১২৯.০৬ শতাংশের বাম্পার রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের ধনী করে তুলেছে। তাছাড়া গতকাল যখন বাজারে দুর্বলতা লক্ষ্য করা যায় তখনও এই শেয়ারটি ৭.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Salasar Techno Share বাম্পার রিটার্ন দিয়েছে
গতকাল এই Salasar Techno Share এর মূল্য ৭.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৭.৮৫ টাকায় পৌঁছেছে। তার সঙ্গেই এই কোম্পানির শেয়ারগুলি ৫২ সপ্তাহের নতুন উচ্চস্তর তৈরি করেছে। এবং এই কোম্পানি শেয়ারের ৫২ সপ্তাহের নিম্ন স্তর হলো ৩৬.২৫ টাকা। যেখান থেকে এই শেয়ারটি বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে।
গত ৫ দিনে Salasar Techno Share ৬৯.৫০ টাকার স্তর থেকে ৬৯.৫৭ শতাংশ বেড়ে ১১৭.৮৫ টাকায় পৌঁছেছে। গত ১ মাসে শেয়ারটি ৬৬.১০ টাকা থেকে ৭৮.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। Salasar Techno Engineering Ltd এর শেয়ার ২২ মার্চ, ২০২৩-এ ৩৬ টাকার নিম্ন স্তর থেকে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে। তাছাড়া এই শেয়ারটি বিনিয়োগকারীদের আজ পর্যন্ত ৩১.৯৫ শতাংশের বাম্পার রিটার্ন দিয়েছে। করোনা মহামারীর সময় ১৭ এপ্রিল, ২০২০ Salasar Techno Share ৩.৭৮ টাকার নিম্ন স্তরে চলেগিয়েছিল, সেখান থেকে দারুন বৃদ্ধি পেয়েছে এই শেয়ারের মূল্য।
আরও উচ্চ রিটার্নের সম্ভাবনা দেখা যাচ্ছে
আগামী ১ ফেব্রুয়ারি এই কোম্পানিটি বিনিয়োগকারীদের বোনাস দিতে চলেছে , তাছাড়া বোর্ড ৮০৬ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা অনুমোদন করেছে বলে সোনা যাচ্ছে। যার ফলে Techno Engineering Ltd এর শেয়ারে বিনিয়োগকারীদের আরও আরও উচ্চ রিটার্নের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোম্পানিটি শেয়ার বাজারে জানিয়েছেন যে, ২৫ জানুয়ারি কোম্পানির মালিকরা মিলে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 806 কোটি টাকার তহবিল সংগ্রহ করবেন। এই টাকা তারা কোম্পানির দীর্ঘমেয়াদি অর্থের প্রয়োজনের জন্য ব্যবহার করবেন।
আরও পড়ুন: Stock Market – শেয়ার মার্কেটে বিনিয়োগের এই ৭টি নিয়ম মেনে চললেই মালামাল! জেনে থাকা আবশ্যক।
Salasar Techno বিনিয়োগকারীদের ৪:১ বোনাস দেবে
সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং তাদের শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিটি শেয়ারের জন্য তারা আরও চারটি শেয়ার দেবে। এই বোনাস শেয়ার দেওয়ার জন্য রেকর্ড ডেট ১ ফেব্রুয়ারি। অর্থাৎ, ১ ফেব্রুয়ারি বা তার আগে শেয়ার কিনেছেন এমন শেয়ারহোল্ডাররাই এই বোনাস শেয়ার পাবেন। এই বোনাস শেয়ার দেওয়ার ফলে কোম্পানির মোট শেয়ার সংখ্যা বেড়ে যাবে। বর্তমানে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৭৫ কোটি। বোনাস শেয়ার দেওয়ার পর এই সংখ্যা বেড়ে হবে ২২৫ কোটি।
আরও পড়ুন: Share Market – টেকনিক্যাল এনালাইসিস করে ভাল শেয়ার কেনার কৌশল, শেয়ার বাজারে থেকে ধনী হতে সাহায্য করবে।
দাবিত্যাগ (Disclaimer)
আমরা কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
আরোও পড়ুন » Options Trading: সহজ বাংলা ভাষায় অপশন ট্রেডিং বুঝুন, মোটা টাকা আয় করার একটি রাস্তা
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Comments are closed.