যে সকল বিনিয়োগকারীরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন বুধবার স্টক মার্কেট সূচকের পারফরমেন্স থেকে মাথায় হাত সকলের। বুধবার প্রায় ১৬ কোটি বিনিয়োগকারী প্রায় ৬ লক্ষ কোটি টাকা হারিয়েছে। এই দিন SENSEX ৮০০ পয়েন্ট নেমেছিল এবং NIFTY ৫০ পয়েন্টে পতন। এই দিন স্মলক্যাপ থেকে শুরু করে মিডক্যাপ ও মাইক্রোক্যাপ ২ শতাংশ বেশি পতন। বুধবারের এই পতনের মূল কারণ কি এবং কোন কোন শেয়ারে বেশি পতন দেখা গিয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কেমন ছিল দিনভর সূচকের পারফরমেন্স?
বুধবার বাজার খোলার সময় সেন্সেক্স খুলেছিল ৭৩,১৬২ পয়েন্টে এবং এদিন সর্বনিম্ন পয়েন্ট ছিল ৭২,২২৯ এ। অর্থাৎ ক্ষেত্রে বুঝা যাচ্ছে সেন্সেক্স প্রায় ৮০০ পয়েন্ট এরও বেশি নেমেছিল।
BSE তে তালিকাভুক্ত যে শেয়ার গুলো রয়েছে মঙ্গলবার তার বাজার মূলধন ছিল ৩৯১.৯৯ লক্ষ কোটি টাকা যা বুধবার এসে পৌঁছেছিল ৩৮৫.৭৫ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এই দিন বিনিয়োগকারীরা প্রায় ৬ লক্ষ কোটি টাকা হারিয়েছে।
কোন কোন স্টকে বেশি পতন দেখা গিয়েছে
শেয়ার মার্কেটে বুধবার যে স্টকগুলির বেশি পতন দেখা গিয়েছে সেগুলি নিচের তালিকায় দেওয়া রয়েছে।
নং | স্টকের নাম |
---|---|
১) | মারুতি সুজুকি |
২) | আইশার মোটরস |
৩) | পাওয়ার গ্রিড কর্পোরেশন |
৪) | অ্যাপোলো হাসপাতাল |
৫) | মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা |
৬) | টাটা মোটরস |
৭) | এনএমডিসি লিমিটেড |
৮) | লারসেন অ্যান্ড টুব্রো |
৯) | এইচডিএফসি লাইফ |
১০) | আইসিআইসিআই ব্যাঙ্ক |
১১) | অ্যাক্সিস ব্যাঙ্ক |
১২) | কোটাক মাহিন্দ্ৰা ব্যাঙ্ক |
১৩) | এশিয়ান পেইন্টস |
১৪) | নেসলে ইন্ডিয়া |
১৫) | গ্লোবাস স্পিরিট |
অবশ্যই পড়ুন » Share Market: শেয়ার মার্কেটে বিনিয়োগের এই ৭টি নিয়ম মেনে চললেই মালামাল! জেনে থাকা আবশ্যক
ভয়ংকর পতনের কারণ কি?
ভারতীয় শেয়ারবাজার ধসের মূল কারণ হলো পুরো বিশ্বের প্রভাব। প্রবল মুদ্রাস্ফীতির হার দেখা গিয়েছে আমেরিকায়। এক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে পরবর্তী ধাপে ফেডের তরফে সুদের হার বৃদ্ধি করা হতে পারে। যার ফলে শেয়ার বাজার নিচে নেমে গিয়েছিল। এরপর গ্লোবাল মার্কেটের পতনের তথ্য এক নজরে দেখে নিন।
নং | গ্লোবাল মার্কেটে পতন |
১) | হংকংয়ের ১.৪ শতাংশ কমেছে Hang Seng এবং ১.৯ শতাংশ পতন দেখা গিয়েছে সাংহাই কম্পোজিট। |
২) | জাপানের বেঞ্চমার্ক Nikkei 225 কমেছে 0.3 শতাংশ। |
৩) | MSCI এর বৃহত্তম সূচক 0.44 শতাংশ কমে 525.40 পয়েন্টে নেমেছে। |
অবশ্যই পড়ুন » শেয়ার বাজারে AI! বিনিয়োগকারীদের জন্য বিরাট আপডেট SEBI এর, কারসাজি করলে আর রক্ষে নেই।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇