শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

ATM কার্ডের পিন নম্বর ভুলে গেলে কি করনীয়, কিভাবে নতুন পিন জেনারেট করবেন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

বিজ্ঞান এবং প্রযুক্তির কেউই চায়না ব্যাংকে লাইন করে টাকা তুলতে সকলেই ATM থেকে টাকা তুলতে বেশি পছন্দ করেন। ব্যাংক গিয়ে টাকা তোলা অনেকটা সময় সাপেক্ষ কিন্তু এটিএম থেকে টাকা তুলতে বেশি সময় প্রয়োজন না। এটিএম থেকে আপনি আপাতকালীন অবস্থায় কোন সময়ে আপনার প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন। আপনি বিপদকালীন অবস্থায় দিনের যেকোনো সময় ২৪ ঘন্টার মধ্যে টাকা তুলতে পারবেন এবং আপনি যেকোনো জায়গায় এটিএম থেকে আপনার প্রয়োজনের টাকা তুলে নিতে পারবেন। কিন্তু যদি এটিএম কার্ডের পিন নাম্বার ভুলে যান তাহলে কি করবেন? কিভাবে আপনি নতুন পিন নাম্বার জেনারেট করবেন? বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পুরোটা পড়ুন।

এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমেই আপনাকে আপনার এটিএম কার্ডটি এটিএম মেশিনের মধ্য প্রবেশ করাতে হবে, এরপর আপনাকে ভাষা নির্বাচন করতে হয়। তারপর আপনি কত টাকা তুলতে চান সেটা আপনাকে লিখতে হবে এবং সবশেষে এটিএম পিন প্রবেশ করাতে হয়। কিন্তু আপনি যদি এটিএম পিন নাম্বার ভুলে যান তাহলে কি করনীয় বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

অবশ্যই পড়ুন » ATM Card: এটিএম কার্ড নিয়ে RBI এর কড়া নির্দেশিকা, এটিএম কার্ড থাকলে সাবধান

ATM পিন নাম্বার ভুলে গেলে কি করণীয়

অতীতে আপনি যদি এটিএম পিন নাম্বার ভুলে যেতেন তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে নতুন এটিএম পিন জেনারেট করতে হতো। কিন্তু এবার আর আপনাকে বেশি কষ্ট করতে হবে না আপনি বাড়িতে বসেই খুব সহজেই নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন।

নতুন এটিএম পিন জেনারেট করার পদ্ধতি

আপনি চারটি পদ্ধতিতে নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন। অনলাইনের নতুন এটিএম পিন জেনারেট করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি আপনাকে অনুসরণ করতে হবে।

ATM মেশিন থেকে

আপনি এটিএম এর মধ্য দিয়ে এটিএম থেকে সরাসরি নতুন এটিএম পিন জেনারেট করতে পারেন। এটিএম থেকে সরাসরি নতুন পিন জেনারেট করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করুন।

  • প্রথমে আপনাকে আপনার এটিএম কার্ডটি মেশিনের মধ্যে প্রবেশ করাতে হবে।
  • এরপর মেনু অপশনটি থেকে Forgot PIN বা Regenerate ATM PIN অপসানে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন একটি পেজ খুলে যাবে সেখানে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে।
  • তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এবং ওটিপিটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর আপনি সবশেষে নতুন এটিএম পিন জেনারেট করার অপশন দেখতে পাবেন।

আ্যপ থেকে

আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার ব্যাংকের আ্যপ থেকে সরাসরি নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি ফলো করতে হবে।

  • ব্যাংকের নিজস্ব অ্যাপ ডাউনলোড করার পর সেখান থেকে এটিএম পিন অপশনে যেতে হবে।
  • এরপর আপনার এটিএম এর সমস্ত তথ্য দিতে হবে। যেমন সিভিবি নাম্বার এক্সপায়ারি ডেট।
  • এরপর ফরগেট এটিএম পিন অপশনে ক্লিক করে নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন।

আরোও পড়ুন » Bank: সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন? কোথায় কি সুবিধা রয়েছে দেখেনিন।

ওয়েবসাইট থেকে

আপনি আপনার ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সরাসরি নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন তারজন্য আপনাকে নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

  • প্রথমে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর এটিএম পিন অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ATM এর সমস্ত তথ্য দিতে হবে। যেমন CVV নাম্বার এবং Expire Date।
  • এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার দিতে হবে।
  • রেজিস্টার করা মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি সঠিকভাবে পূরণ করলে আপনি নতুন এটিএম পিন করার অপশন পাবেন।

ব্যাংকে গিয়ে

এছাড়াও আপনি চাইলে আপনার ব্যাংকে গিয়ে সরাসরি নতুন এটিএম পিন জেনারেট করতে পারবেন। কিন্তু ব্যাংকে গিয়ে এটিএম পিন জেনারেট করা অনেকটা সময় সাপেক্ষ তাই আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জেনারেট করতে পারেন।

অবশ্যই দেখুন » ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কি করবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

3 thoughts on “ATM কার্ডের পিন নম্বর ভুলে গেলে কি করনীয়, কিভাবে নতুন পিন জেনারেট করবেন।”

Leave a Comment