শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Post Office Scheme: পোস্ট অফিসের স্কিম থেকে ২ লক্ষ টাকা রিটার্ন কিভাবে পাবেন? জানুন বিস্তারিত

Updated on:

Post Office Scheme: পোস্ট অফিসের বিনিয়োগ করার জন্য একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Small Savings Scheme) রয়েছে। যেগুলিতে বিনিয়োগ করে আপনি ভাল সুদ আদায় করতে পারবেন। আপনি যদি পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করে ২ লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে কিষান বিকাশ পত্র (KVP), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমে বিনিয়োগ করতে পারেন। এগুলিতে আপনি কত সুদ পাবেন? এবং এগুলি থেকে ২ লক্ষ টাকা রিটার্ন পেতে কত টাকা বিনিয়োগ করতে হবে? এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। 

পোস্ট অফিসের স্কিম থেকে ২ লক্ষ টাকা রিটার্ন কিভাবে পাবেন?

পোস্ট অফিসে অনেক এরকম স্কিম রয়েছে যেগুলিতে আপনি অর্থ বিনিয়োগ করে ২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। তবে আজ আমরা পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), কিষান বিকাশ পত্র (KVP) এবং মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমে বিনিয়োগ করে ২ লক্ষ টাকা রিটার্ন পওয়া নিয়ে হিসেব করে দেখব। কারন India Post-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জুন ত্রৈমাসিক এই স্কিম গুলিতে ৭.৫০ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। তবে ২ লক্ষ টাকা রিটার্ন পেতে কোন স্কিমে কত টাকা বিনিয়োগ করতে হবে? এই বিষয়ে নিচে উল্লেখ করা হয়েছে। 

কিষান বিকাশ পত্র (KVP)

কিষান বিকাশ পত্র (KVP) পোস্ট অফার একটি খুবই জনপ্রিয় স্কিম। এতে বর্তমানে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সর্বনিম্ন ১০০০ টাকা থেকেই এই স্কিমে বিনিয়োগ করা যাবে। এতে ২.৫ বছর পর আপনার বিনিয়োগকে অর্থ উপার্জন করতে পারেন। এই স্কিমে আপনি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৯ বছর ৭ মাস পর ২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। 

আরও পড়ুন: Post Office FD VS PPF – পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট নাকি পিপিএফ কোনটি বেশি লাভজনক।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে বর্তমান সুদের হার ৭.৭০ শতাংশ। এতে আপনি চিত্তাকর্ষক সুদের হারের সুবিধা পাবেন। এই স্কিমেও আপনি মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। পোস্ট অফিসের NSC স্কিমের মেয়াদ ৫ বছরের এবং এতে কর ছাড়ের সুবিধাও পাবেন। আপনি যদি একই স্কিমে ১.৩৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর প্রায় ২ লক্ষ টাকা রিটার্ন পাবেন।

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র

ভারতের মেয়ে এবং মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে সরকার এই স্কিম চালু করেছিলেন। বর্তমানে এই স্কিমে ৭.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ মাত্র ২ বছরের। এতে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তবে আপনার বিনিয়োগের পরিমান যেন ১০০ টাকার গুণিতক হয়। এই স্কিমে আপনি যদি ১.৭৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে ২ বছর পর ২ লক্ষ টাকা রিটার্ন পাবেন।

আরও পড়ুন: Post Office Scheme – মাসে ৫০০ টাকা করে জমা করলেই হবেন “লাখপতি”! পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে অবশ্যই জানা দরকার।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।