শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) প্রতি মাসে ১০০০ টাকা করে জমা করে কত টাকা রিটার্ন পাবেন?

Updated on:

How much return will you get by depositing 1000 rupees per month in PPF: পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল কেন্দ্র সরকারের একটি অবসর বিনিয়োগ পরিকল্পনা। যেহেতু এটি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তাই পিপিএফে আপনি যদি টাকা জমা রাখেন তাহলে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। এছাড়াও পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি অল্প অল্প করে টাকা জমা করে মেয়াদ শেষে দুর্দান্ত রিটার্ন পেতে পারেন। অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি নিরাপত্তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত রিটার্ন পেয়ে যাচ্ছেন, তাই পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে একটি আদর্শ বিনিয়োগ পরিকল্পনা বলা চলে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনি যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে আপনি কত টাকা রিটার্ন পাবেন।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বর্তমান সুদের হার হল ৭.১%। পিপিএফে প্রতিমাসে সুদের হার ক্যালকুলেশন করা হয়। সুদের হার ক্যালকুলেশন করা হয় প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্য আপনার সর্বনিম্ন জমা টাকার পরিমানের উপর। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সরকার প্রতি কোয়ার্টারে পরিবর্তন করে থাকে।

প্রতি মাসে ১০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কোন ব্যক্তি যদি প্রতি মাসে ১০০০ টাকা করে জমা করে তাহলে মেয়াদ অর্থাৎ ১৫ বছর শেষে কত টাকা রিটার্ন পাবেন সেই ক্যালকুলেশন দেখানো হয়েছে।

মাসে ১ হাজার টাকা জমা করলে বছরে হয় 12 হাজার টাকা। এরপর ১২০০০ টাকা যদি ১৫ বছর জমা করেন তাহলে আপনার শুধুমাত্র জমানো টাকার পরিমান হবে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এরপর আপনি যদি ৭. ১০ শতাংশ হারে সুদ পান তাহলে ১৫ বছরে মোট সুদ পাবেন ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ আপনি ১৫ বছর পর মেয়াদ শেষে সুদ সহ মোট রিটার্ন পাবেন (১,৮০,০০০+১,৪৫,৫০০) = ৩ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা।

অবশ্যই পড়ুন » PPF Investment: এই ২টি পদ্ধতিতে পিপিএফ-এ বিনিয়োগ করে আপনিও হতে পারেন কোটিপতি

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুবিধা সমূহ

এবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিবিহীন।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি old tax system এ 80C অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকার ট্যাক্স ছাড় পাবেন।
  • দেশের যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যাংক বা পোস্ট অফিসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্ট খুলতে পারেন।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে পারবেন।
  • আপনি যদি প্রতিমাস শুরুর ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা জমা করেন তাহলে বেশি লাভবান হবেন।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি আপনার জমানো টাকা থেকে লোন নিতে পারেন।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি আপনার অ্যাকাউন্ট ১৫ বছর পর এক্সটেনশনের সুবিধা পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন » পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ও অসুবিধা! সমস্ত নিয়ম কানুন, কিভাবে একাউন্ট খুলবেন বিস্তারিত জানুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।