শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Fixed Deposit Tax: ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে শীঘ্রই করুন এই কাজ! অন্যথায় ট্যাক্স কাটবে সরকার!

Updated on:

Fixed Deposit TDS: ব্যাংকিং ক্ষেত্রে অর্থ বিনিয়োগের জন্য সবথেকে জনপ্রিয় একটি স্কিম হলো ফিক্সড ডিপোজিট। এই স্কিমের মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য লক ইন পিরিয়ডে রাখেন। সেই টাকার সঙ্গে সংযুক্ত হয় নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে সুদের টাকায় বিভিন্নতা দেখা যায় ঠিকই, তবে সামগ্রিক ভাবে বেশ মোটা পরিমাণ সুদের টাকা যুক্ত হয় ফিক্সড ডিপোজিটের সঙ্গে। ফলে মেয়াদ শেষে গ্রাহক তার বিনিয়োগ করা টাকার থেকে সুদ সহ অনেকটা বেশি টাকা হাতে পান। একদিকে যেমন এই স্কিমে টাকা বিনিয়োগ করলে মোটা সুদের টাকা পাওয়া যায়, অন্যদিকে এই স্কিমটি অত্যন্ত নিরাপদ। এই কারণে ব্যাংকিং গ্রাহকদের কাছে ফিক্সড ডিপোজিট এর জনপ্রিয়তা অত্যন্ত বেশি।

তবে আর্থিক বিশেষজ্ঞরা, নিরাপদ এই বিনিয়োগটিকে আরো সুরক্ষিত করে তোলার জন্য বেশ কিছু সতর্কবার্তার কথা উল্লেখ করেন। গ্রাহকরা ফিক্সড ডিপোজিট স্কিম বিভিন্ন মেয়াদের জন্য করতে পারেন। তবে ৫ বছরের কম মেয়াদের FD স্কিম আয়কর যোগ্য। এই কারণে স্থায়ী আমানতে সুদ থেকে আয় নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে টিডিএস কেটে নেয় সরকার। এই টিডিএস কেন কাটা হয় এবং কিভাবে এর থেকে বাঁচবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো।

টিডিএস কেন কাটা হয়?

ভারতীয় আয়কর আইনের নিয়ম অনুযায়ী ফিক্সড ডিপিজিটের প্রাপ্ত সুদ থেকে অর্জিত আয় বছরে ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হয়। প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা রয়েছে ৫০ হাজার টাকা। বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যোগ করা হয় টিডিএস। এরপর আয়কর আইনের নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী আয়কর ধার্য করা হয়। তবে যদি বিনিয়োগকারীর আয় করযোগ্য সীমার চেয়ে কম হয়, তবে তাকে নির্দিষ্ট ব্যাংকের শাখায় ফর্ম 15G এবং 15H পূরণ করে জমা করতে হয়।

কারা এই ফর্ম পূরণ করবেন?

ফর্ম 15G এবং 15H আসলে এমন একটি ফর্ম যা পূরণ করে বিনিয়োগকারী তার ব্যাংকের শাখায় জানান তার আয় করযোগ্য নয়। হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য এবং ৬০ বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি ফর্ম 15G পূরণ করতে পারেন। আর ৬০ বছরের উর্ধ্বের ব্যক্তিদের জন্য রয়েছে ফর্ম 15H।

আরোও পড়ুন » FD Limit: ভুল করেও ফিক্সড ডিপোজিটে এর থেকে বেশি টাকা রাখবেন না, নইলে সরকারকে দিতে বিপুল পরিমাণ ট্যাক্স।

ভারতীয় আয়কর আইনের নির্দেশ

আয়কর আইন ১৯৬১ এর ধারা 197A-র উপধারা 1 এবং 1(A) এর অধীনে এই নির্দেশগুলি কার্যকর হয়। এর মাধ্যমে বিনিয়োগকারী যে ব্যাংকের আর্থিক বিনিয়োগ করেন সেই ব্যাংকের শাখা বিনিয়োগকারীর বার্ষিক আয় সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে পারে। বিনিয়োগকারীর আয় করযোগ্য না হলে ব্যাংক ফিক্সড ডিপোজিট থেকে কোনো রকম টিডিএস কাটে না। তাই যে সকল বিনিয়োগকারী এই ট্যাক্স স্ল্যাবের আওতায় পড়েন না, তারা 15G ফর্মটি পূরণ করতে পারেন। এছাড়াও ৬০ বছরের ঊর্ধের ব্যক্তিরা ফর্ম 15H ফর্ম পূরণ করে FD স্কিমের উপর টিডিএস কাটা বন্ধ করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে করযোগ্য আয় শূন্য হলে তবেই এই দুই ফর্ম জমা দিতে পারবেন অর্থ বিনিয়োগকারী ব্যক্তিরা। ঋণ, অগ্রিম, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদি ছাড়া সুদের হার ৫০০০ এর বেশি হলে 15H জমা দিতে হবে বিনিয়োগকারীকে।

অবশ্যই পড়ুন » 15G অথবা 15H জমা করার সময় এই ভুলগুলি কখনোই করবেন না। জেনে নিন সঠিক তথ্য!

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।