শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

FD Interest: আরও বাড়ালো FD-তে সুদের হার, খুশিতে দিসে হারা এই ব্যাঙ্কের গ্রাহকেরা

Updated on:

FD Interest Rate Hike: শেয়ার বাজারে ঝুঁকি না নিয়ে, নিজের কষ্টের জমানো টাকা ফিক্সড ডিপোজিট (FD)-তে বিনিয়োগ করতে অনেকেই পছন্দ করে। আপনিও যদি নিজের টাকা FD করে রাখতে চান, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। ইতিমধ্যেই Yes Bank তার Fixed Deposite এর সুদের হাত বৃদ্ধি করেছে, খুশিতে দিসে হারা এই ব্যাঙ্কের গ্রাহকেরা। কতো শতাংশ সুদের হার বৃদ্ধি করেছে? এবং বাকি সকল ব্যাংকের সুদের হারের তুলনায় সম্পর্কে জানতে পুরো নিবন্ধটি পড়ুন।

ইয়েস ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়ল

ভারতের অন্যতম একটি বেসরকারি ঋণদাতা ব্যাঙ্ক হলো Yes Bank। এই ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের সুদের হারের পরিবর্তন করেছে। এই নতুন সুদের হার গত ২১ নভেম্বর, ২০২৩ থেক কার্যকরী হয়েছে। ২ কোটি টাকার কম আমানতের FD-তে সুদের হার বৃদ্ধি করেছে ইয়েস ব্যাঙ্ক। নতুন সুদের হার অনুযায়ী, এই ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের উপর এখন সাধারণ নাগরিকদের জন্য ৩.২৫% থেক ৭.৭৫% সুদ অফার করছে। এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৬% থেক ৮.২৫% পর্যন্ত সুদ দিচ্ছে।

এখানে মেয়াদ অনুযায়ী FD-র সুদের হার নির্ধারণ করা হয়েছে। এক বছরের পরিপক্কতা মেয়াদের জন্য ৭.২৫ শতাংশ, এক বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের এফডির জন্য ৭.৫০ শতাংশ এবং ১৮ মাস থেক ২৪ মাসের এফডিতে ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করা হবে। Yes Bank তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে।

আরও পড়ুন: এই ছোট্ট ভুলের কারণে FD-তে ক্ষতির সম্ভাবনা, আগেথেকে জেনে রাখা আবশ্যক।

Yes Bank FD-র নতুন সুদের হারের তালিকা

মেয়াদ অনুযায়ী Yes Bank FD-র সাধারণ নাগরিকদের জন্য নতুন সুদের হার নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে:

মেয়াদসুদের হার
৭ থেক ১৪ দিন৩.২৫%
১৫ থেক ৪৫ দিন৩.৭০%
৪৬ থেকে ৯০ দিন৪.১০%
৯১ থেক ১২০ দিন৪.৭৫%
১২১ থেকে ১৮০ দিন৫.০০%
১৮১ থেকে ২৭১ দিন৬.১০%
২৭২ দিন থেক ১ বছরের কম৬.৩৫%
১ বছর৭.২৫%
১ বছর ১ দিন থেক ১৮ মাসের কম৭.৫০%
১৮ মাস থেকে ২৪ মাসের কম৭.৭৫%
২৪ মাস থেকে ৬০ মাস৭.২৫%
৬০ মাস ১ দিন থেকে ১২০ মাস বা এর বেশি৭.০০%

আরও পড়ুন: Sovereign Gold Bonds – এই সরকারি বন্ডে টাকা ডবল হয় FD-র চেয়ে দ্রুত, অনেকেই এটি জানেনা

অন্যান্য ব্যাঙ্কের FD-র সঙ্গে তুলনা

ভারতের সর্ব বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC তার ৭ দিন থেকে ১০ বছরের FD-র উপর সাধারণ নাগরিকদের ৩ থেক ৭.২০ শতাংশ, এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫ টকে ৭.৭৫ শতাংশ সুদ প্রদান করছে। অন্যদিকে ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক তার FD-তে সাধারণ নাগরিকদের জন্য ৩ থেক ৭.১ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেক ৭.৬৫ শতাংশ সুদের হার অফার করছে।

ভারতের সর্ব বৃহৎ সরকারি ব্যাঙ্ক SBI তার ৭ দিন থেক ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ নাগরিকদের ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে। এবং প্রবীণ নাগরিকদের এর উপর ৫০ বেসিস পয়েন্ট বেশি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভুল করেও ফিক্সড ডিপোজিটে এর থেকে বেশি টাকা রাখবেন না, নইলে সরকারকে দিতে বিপুল পরিমাণ ট্যাক্স।

উপসংহার ~

ইয়েস ব্যাঙ্ক তার বিভিন্ন মেয়াদের FD-তে সুদের হার বৃদ্ধি করেছে। ২১ নভেম্বর, ২০২৩ থেকে এই নতুন সুদের হার কার্যকরী হয়েছে। বর্তমানে ২ কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিটের উপর ৩.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

1 thought on “FD Interest: আরও বাড়ালো FD-তে সুদের হার, খুশিতে দিসে হারা এই ব্যাঙ্কের গ্রাহকেরা”

Comments are closed.