শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স সমস্ত FD ক্যালকুলেটর

Make Money Online: হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই ৩টি উপায়ে অনলাইন থেকে পার্টটাইম ইনকাম করুন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Earn part time income online through smartphone: বর্তমানে অনলাইন মাধ্যম অর্থ উপার্জনের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। অনলাইনের মাধ্যমে অনেকেই বাড়িতে বসে উপার্জন করতে চান। কিন্তু যারা সদ্য অনলাইনে উপার্জন শুরু করতে চলেছেন তারা বুঝে উঠতে পারেন না ঠিক কি পদ্ধতিতে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে উপার্জন শুরু করতে পারেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে এমন কয়েকটি অ্যাপ্লিকেশনের কথা জানাবো যার মাধ্যমে বাড়িতে বসে সহজেই আয় করা সম্ভব হতে। হাতে স্মার্টফোন বা ল্যাপটপ থাকলেই এই পদ্ধতিতে সহজে মোটা টাকা উপার্জন হবে।

-কমার্স ওয়েবসাইট বানিয়ে রোজগার করুন

অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করে উপার্জন করা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে অ্যাফিলিয়েট করে কোনো পণ্য বিক্রি করে তার থেকে কমিশন পেতে পারেন আপনি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো ইত্যাদি অ্যাপ গুলি এক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। আবার অনলাইন সাইটের মাধ্যমে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস বা গুগল টাস্ক মেট অ্যাপ ব্যবহার করে বিভিন্ন উন্নত মনের রিভিউ দিয়ে গুগল থেকে উপার্জন করা যায়।

অবশ্যই পড়ুন » Make Money Online: AI দিয়ে ভিডিও বানিয়ে প্রতিমাসে লক্ষ টাকা আয় করুন, দেখেনিন ৫টি কার্যকারী পদ্ধতি।

রিচার্জ পেমেন্ট ও ক্যাশব্যাক অ্যাপ থেকে ইনকাম

ফোনপে, গুগল পে, পেটিএম, মোবিকুইক, ফ্রিচার্জ, অ্যামাজন পে ইত্যাদি থেকেও বর্তমানে উপার্জন করা সম্ভব। বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে UPI এর মাধ্যমে টাকা পাওয়া সম্ভব। তবে ব্রাউজিং অ্যাপ ব্যবহার করার আগে তার রিভিউ পড়ে নেওয়া এবং সেটি ব্যবহার করতে নিজের স্মার্ট ফোনে কি কি পারমিশন লাগবে সেটি অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন।

ফ্রিল্যান্সিং অ্যাপ থেকে ইনকাম

বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং অ্যাপ বর্তমান সময় অর্থ উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম। ইন্টার্নশালা, আপওয়ার্ক, ফাইভার ইত্যাদি অ্যাড গুলির সাহায্যে ফ্রিল্যান্সিং এর কাজ করা সম্ভব হয়। এখানে নিজের কাজের দক্ষতার মাধ্যমে সহজে অনেক টাকা উপার্জন করা যায়।

অবশ্যই পড়ুন » Online Earning Tips: অনলাইনে অর্থ উপার্জন করতে চান? AI দিয়ে এই ৪ উপায়ে অর্থ উপার্জন করুন, দেখে নিন পদ্ধতি

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us