EPFO PF Account Balance Check by Missed Call or SMS: চাকরিজীবীদের একটি খুবই গুরুত্বপূর্ণ আমানত হলো প্রফিডেন্ট ফান্ড (PF)। যে সমস্ত ব্যক্তিরা চাকরি করেন তাদের বেতনের কিছুটা অংশ কেটে পিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়। এটি Employees’ Provident Fund Organisation (EPFO) পরিচালনা করে। যখন চাকরিজীবী ব্যক্তি অবসর গ্রহণ করেন তখন এই জমানো টাকা তুলতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে নিজের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। তবে আজকে আমরা PF Account Balance Check করার আরো সহজ উপায় সম্পর্কে জানব। আপনি খুব সহজেই মিস কল এর মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে PF অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।
মিস কল এর মাধ্যমে PF অ্যাকাউন্ট ব্যালান্স চেক
EPFO PF অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পরিষেবা প্রদান করে। আপনি অনলাইনের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবে। এছাড়াও আপনি উমং পোর্টালের মাধ্যমেও ব্যালান্স চেক করতে পারবেন। তবে এগুলির থেকে আরো সহজ উপায় হলো মিস কলের মাধ্যমে ব্যালেন্স চেক করা। এর জন্য আপনাকে PF অ্যাকাউন্টের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে কল করতে হবে। কল করার পর স্বয়ংক্রিয়ভাবে কল কেটে যাবে। এরপর আপনার ফোনে একটি এসএমএস প্রাপ্ত হবে, যার মধ্যে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। এইভাবে আপনি ইন্টারনেট ব্যবহার না করেও শুধুমাত্র মিস কলের মাধ্যমে PF Account Balance চেক করতে পারবেন।
আরও পড়ুন: এবার ৫০০০০ টাকা বোনাস দেবে EPFO! কারা এবং কিভাবে এই সুবিধা পাবে জানুন।
SMS-এর মাধ্যমে PF অ্যাকাউন্ট ব্যালান্স চেক
SMS মাধ্যমে PF Account Balance চেক করা যতটা সহজ, তেমনি এসএমএসের মাধ্যমেও ততটাই সহজ। এর জন্য শুধুমাত্র আপনাকে একটি সাধারণ এসএমএস পাঠাতে হবে, তাহলেই PF অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। এর জন্য আপনাকে পিএফ একাউন্টের সাথে নিবন্ধ মোবাইল নম্বর থেকে EPFOHO এবং তারপর UNA নম্বর লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে। এই এসএমএসটি পাঠানোর পর আপনার ফোনেও একটি এসএমএস প্রাপ্ত হবে, যার মধ্যে PF অ্যাকাউন্টের বিবরণ দেওয়া থাকবে। সেখানে আপনি পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতেও পাবেন।
আরও পড়ুন: EPFO New Rules – PF-এর টাকা পেতে নমিনির নতুন নিয়ম! সুবিধা হল সকলের, নতুন নিয়ম জেনে নিন।
এছাড়া PF Account Balance Check করার আরো দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত আপনি ইপিএফও এর অফিসের ওয়েবসাইটে গিয়ে লগইন করে পিএফ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন। এবং দ্বিতীয় পদ্ধতিতে আপনি প্লেস্টোর থেকে উমং অ্যাপটি ডাউনলোড করেও PF অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন: PF Balance Check – PF এর টাকা ঠিকঠাক ঢুকছে কিনা এইভাবে চেক করুন! দেখে নিন পদ্ধতি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇