Low Investment Business Idea: আজ আমরা এমন একটি ব্যাবসার পরিকল্পনা সম্পর্কে জানবো যেটি আপনি কম পুঁজিতে শুরু করতে পারবেন এবং প্রতিমাসে মোটা টাকা আয় করতে পারবেন। অনেকেই এই ব্যাবসা থেকে প্রতিমাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় করছে। আজকের এই নিবন্ধে আমরা যে ব্যাবসা সম্পর্কে কথা বলছি সেটি হলো ছাগল পালনের ব্যাবসা। এই ব্যাবসা করতে কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকিও পাবেন। তাহলে আসুন দেরি না করে এই ব্যাবসা সম্পর্কে বিস্তারিত জেনেনি।
ছাগল পালনের ব্যাবসা
ছাগল পালনের ব্যবসা একটি খুবই লাভজনক ব্যবসা। আপনি খুব অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়া সরকার থেকে ভর্তুকিও পাবেন। এই ব্যবসাকে গ্রামের অর্থনীতির মেরুদন্ড বলতে পারেন। আপনি যদি একজন গ্রামবাসী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি খুবই লাভজনক ব্যবসা প্রমাণ হতে পারে। এর জন্য আপনাকে একটি ছোট জায়গায় শুধু ছাউনী দিয়ে, চারপাশে বাঁশ দিয়ে ঘেরা করে, চলির মত বাড়ি বানাতে হবে। এরপর আপনাকে কিছু ছাগল কিনতে হবে। এরপর ছাগল বাচ্ছাদিলে সেগুলিকে যত্নসহকারে বড়ো করে বিক্রি করতে হবে।
কম পুঁজিতে ব্যাবসা শুরু করা যাবে
আপনার কাছে যদি ব্যবসা করার জন্য যথেষ্ট পুঁজি না তবুও তবুও এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে একটি ছোট্ট জমি থাকলেই হবে। যেখানে আপনাকে বাঁশের ঘেরা ও চালি দিয়ে একটি বাড়ি তৈরি করতে হবে, এতে বেশি খরচ পড়বে না। সঙ্গে প্রথমবার ছাগল কেনার জন্য এবং ছাগলের খবর কেনার জন্য কিছু কিছু টাকা থাকলেই এই ব্যাবসা শুরু করতে পারবেন।
আরও পড়ুন: Business Idea – ১০ হাজার টাকা পুঁজিতে এই ব্যাবসা শুরু করে লাখপতি হবার সুযোগ, মহিলারাও এটা করতে পারে।
কেন্দ্রীয় সরকার দেবে ভর্তুকি
নানা ধরনের পাশুপালের ব্যাবসা করার জন্য কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে থাকে। আপনি সরকারের কাছ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। এছাড়াও যদি ব্যাবসা শুরু করার জন্য আপনার কাছে টাকা না থেকে, তাহলে ব্যাঙ্কে থেকেও এই ব্যাবসার জন্য লোন নিতে পারেন। আপনি ছাগল ব্যাবসা শুরু করার জন্য আপনি NABARD থেকেও ঋণ নিতে পারেন।
আরও পড়ুন: Business Idea – মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ৩টি ব্যাবসা,কেন্দ্রীয় সরকার করবে সাহায্য।
প্রতিমাসে ২ লাখ টাকা আয়
ছাগলের মাংস থেকে শুরু করে দুধ সব জিনিসের মূল্য বেশি। সংবাদ সূত্রে খবর 18 জন নারী ছাগল ব্যবসা করে সেই ছাগলের দুধ বিক্রি করে আয় করেছেন ২ লক্ষ ১৬ হাজার টাকা এরো বেশি। বর্তমান দিনে ছাগলের মাংস এর মূল্য সব থেকে বেশি এবং ছাগলের দুধের চাহিদা বেশি কারণ ছাগলের দুধ ডাক্তাররাও খেতে পরামর্শ দেন। ছাগলের দুধ পান করলে ব্যক্তির রক্তে প্লেটলেটের চাহিদা বেড়ে যায়।
আরও পড়ুন: মাত্র ২ মাসেই লাখপতি হতে চান? চাষ করুন এই আর্থিক ফসল।
উপসংহার
আপনি ছাগল পালন এর ব্যাবসা শুরু করে প্রতিমাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই ব্যাবসা আপনি অল্প পুজিতেই শুরু করতে পারেন। ব্যাবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়ে পারেন। এছাড়াও এই ব্যাবসা করার জন্য আপনি সরকার থেকে ভর্তুকিও পাবেন। ব্যাবসার সম্পর্কে বিস্তারিত উপরে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: Business Idea – পশ্চিমবঙ্গে লাভজনক এমন ৫টি ম্যানুফ্যাকচারিং ব্যাবসার পরিকল্পনা, কম পুঁজির ব্যাবসা।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇