এপ্রিল থেকে বদলে যাবে বেশকিছু আর্থিক সংক্রান্ত নিয়ম। এর মধ্যে কিছু পরিবর্তনের ফলে মধ্যবিত্তদের পকেটে প্রভাব পড়তে পারে। ১ এপ্রিল, ২০২৪ থেকে সুর হবে নতুন আর্থিক বছর ২০২৪-২৫, এর সঙ্গে বদলে যাবে PF, জাতীয় পেনশন ব্যাবস্থা (NPS), SBI ক্রেডিট কার্ড সহ আরো অন্যান্য আর্থিক সংক্রান্ত নিয়মাবলী। এই সমস্ত পরিবর্তিত নিয়মের ফলে আপনাকে যাতে পরে কোনো সমস্যায় না পড়তে হয়, তার জন্য আগে থেকে জেনে রাখা প্রয়োজন।
জাতীয় পেনশন ব্যাবস্থা (NPS) এর নিয়ম পরিবর্তন
PFRDA NPS সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন করেছে। NPS কে আগের তুলনায় আরও বেশি সুরক্ষিত করতে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ (2FA) বাধ্যতামূলক করেছে। CRA এক্সেস করতে NPS ব্যাবহারকারীদের আইডি লগইন প্রক্রিয়ার সঙ্গে আরও আধারের মাধ্যমেও লগইন করতে হবে। আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। PFRDA এর মতে লগইন প্রক্রিয়াকে আরও বেশি সুরক্ষিত করার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
PFRDA (পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ) এর মতে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ (2FA) NPS-কে আরও নিরাপদ করে তুলবে। এটি অননুমোদিত অ্যাক্সেস এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে অনেক সাহায্য করবে। লগইন করার এই নতুন সিস্টেম চালু করার আগে, সরকারী নোডাল অফিসগুলিকে লগইন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হতে পারে। NPS ব্যবহারকারীদের তাদের আধার কার্ড তাদের CRA অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। একবার তাদের আধার লিঙ্ক করার পর, ব্যবহারকারীরা লগইন করার জন্য তাদের পাসওয়ার্ড এবং আধার নম্বর ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ১ লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে NPS এর নিয়ম কানুন! গ্রাহকের সুরক্ষা সুনিশ্চিত করতে বিরাট বদল।
EPFO-এর নিয়ম পরিবর্তন
নতুন আর্থিক বছরের শুরু থেকে EPFO-এর নিয়মে বিরাট পরিবর্তন হতে চলছে। এরফলে PF অ্যাকাউন্টধারীদের ঝামেলা কম হবে। এতদিন UNA থাকা সত্তেও চাকরি পরিবর্তন করলেই PF-এর টাকা ট্রান্সফার করার জন্য অনুরোধ করতে হতো। ১ এপ্রিল, ২০২৪ এর পর থেকে কোনো ব্যাক্তি যদি চাকরি পরিবর্তন করে, তার পুরনো পিএফ সয়ংক্রিয় ভাবে ট্রান্সফার হয়ে যাবে। আগের মত আর চাকরি পরিবর্তন করলে পিএফ-এর টাকা ট্রান্সফার করার জন্য অনুরোধ করতে হবে।
আরও পড়ুন: হঠাৎ টাকার প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকেও তুলতে পারবেন টাকা। জেনে নিন টাকা তোলার নিয়মগুলি।
FASTag-এর নিয়ম পরিবর্তন
আগামী ১ এপ্রিল থেকে FASTag-এর নিয়মে বড়োসড়ো পরিবর্তন হতে চলছে। গাড়ির FASTag-এর KYC করতে হবে ব্যাঙ্ক থেকে। ৩১ এপ্রিল থেকে KYC সম্পন্ন না করা FASTag গুলও নিষ্ক্রিয় করে দেবে ব্যাঙ্ক। এরফলে আপনি বড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কাছে FASTag থেকেও টোলে দ্বিগুণ টোল টেক্স দিতে হবে। FASTag-এ ব্যালান্স থাকলেও হবে না পেমেন্ট। RBI-এর নিয়ম অনুযায়ী অতি শীঘ্রই FASTag-এর KYC কমপ্লিট করতে হবে।
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা অত্যন্ত জরুরি। তাই সরকার এর শেষ তারিখ বার বার বাড়িয়েছেন। এবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হলো ৩১ মার্চ, ২০২৪। অর্থাৎ এই কাজটি আপনাকে এপ্রিলের আগেই করতে হবে। যদি না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এরফলে আপনি আর নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং বেশি অর্থ লেনদেন করতে পারবেন না। পরে যদি আবার প্যান কার্ড সক্রিয় করতে যান তখন ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
SBI ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডের নিয়মের উপর বড়ো পরিবর্তন করতে চলেছে। যে সমস্ত ব্যাক্তিরা SBI ক্রেডিট কার্ড ব্যাবহার করেন তাদের জন্য এই পরিবর্তন সম্পর্কে অবশ্যই জানা দরকার। আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে কোনো রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না এবং কিছু ক্রেডিট কার্ডে এই নিয়ম ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: SBI-তে অ্যাকাউন্ট আছে? ৩১ মার্চের মধ্যে করুন এই কাজ! লাভবান হবার দারুন সুযোগ।
ট্যাক্স ব্যাবস্থার নিয়ম পরিবর্তন
১ এপ্রিল ২০২৪ থেকে ট্যাক্স ব্যাবস্থার নিয়ম পরিবর্তন হবে। আপনি যদি ভারতে কর প্রদান করেন এবং সেগুলি ফাইল করার জন্য নির্দিষ্টভাবে একটি পদ্ধতি বেছে না নেন, তাহলে সরকার স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য নতুন কর ব্যবস্থা প্রয়োগ করবে। এই নতুন সিস্টেম জিনিসগুলি করার আদর্শ উপায় হয়ে উঠতে সেট করা হয়েছে। শুধু তাই আপনি জানেন, এটি প্রথম সাম্প্রতিক পরিবর্তন নয়; এপ্রিল 2023 এ ট্যাক্স বিধিতে কিছু আপডেটও ছিল।
আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে করুন এই কাজ, নইলে দ্বিগুণ জরিমানা করবে আয়কর দপ্তর।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇