Home Loan: প্রতিটি ব্যক্তির একটি স্বপ্ন থাকে যে সে তার মনের মতো বাড়ি তৈরি করবে। কিন্তু সমস্যা তখন হয় যখন বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে। তাই এই পোস্টের মাধ্যমে আমি বলবো কিভাবে আপনি সহজেই বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা নিম্ন সুদে লোন নিতে পারেন।
আজকে এই নিবন্ধে যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার কথা বলবো সেটি একটি খুবই জনপ্রিয় ব্যঙ্ক এবং ব্যঙ্কটি হল HDFC BANK। আজকের এই পোষ্টটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে HDFC BANK থেকে Home Loan এর জন্য apply করবেন, কি কি ডকুমেন্ট এই ধস লাগবে ইত্যাদি আরো অনেক কিছু। তাই সম্পূর্ণ তথ্যের জন্য পোষ্টটি মনযোগ সহকারে পড়ুন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোম লোন (WhatsApp Loan)
বর্তমানে প্রতিটা মানুষ Whatsapp ব্যবহার করে থাকেন। ভারতের মোট জনসংখ্যার বিপুল পরিমাণ অংশ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। আপনি কি জানেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরির জন্য টাকা লোন নিতে পারেন। ব্যাংক গ্রাহকরা এখন WhatsApp-এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন।
HDFC ব্যাঙ্ক এখন তার গ্রাহকদের জন্য HDFC WhatsApp ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে। HDFC Bank গ্রাহকদের নিম্ন সুদে বাড়ি তৈরির জন্য হোম লোন দিচ্ছে। আপনি মাত্র ২ মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে HDFC BANK থেকে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ি তৈরির জন্য ঋণ নিতে পারে।
Home loan বা গৃহ ঋন কি?
গৃহ ঋন হলে একটি সুরক্ষিত ঋন। এক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি বন্ধক রেখে লোন নিতে পারবেন। এখানে আপনাকে ইএমআই (EMI) এর মাধ্যমে প্রতি মাসে মাসে আপনার লোনের টাকার কিছু কিছু অংশ Repayment করতে হবে। আপনার লোনের টাকা পুরো শোধ করা কমপ্লিট হয়ে গেলে আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।।
আপনি যদি গৃহঋণের টাকা পুরোটা পরিশোধ করতে না পারেন তাহলে ব্যাংক আপনার সম্পত্তি নিজের কাছে রাখবে এবং তা দিয়ে ব্যাংক লনের টাকা আদায় করে নেবে।
কোন কোন প্রয়োজনীয়তায় আপনি গৃহঋণ নিতে পারেন
যে যে প্রয়োজনীয়তায় আপনি গৃহঋণ নিতে পারেন সেগুলো হল-
- আপনি বাড়ি কেনার জন্য গৃহঋণ নিতে পারেন।
- আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রেও আপনি গৃহঋণ নিতে পারেন।
- আপনি আপনার বাড়ি মেরামত করার জন্য গৃহঋণ নিতে পারেন।
- আপনি যদি নতুন বাড়ি বানাতে চান এবং সেক্ষেত্রে আপনার যদি জায়গার প্রয়োজন হয় তাহলে আপনি জায়গা কেনার জন্য হোম লোন বা গৃহঋণ নিতে পারেন।
- আপনি আপনার বাড়ির extension এর জন্য গৃহঋণ নিতে পারেন ।
- এছাড়াও আপনি আরো অন্যান্য কারণে গৃহঋণ নিতে পারেন সেক্ষেত্রে আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
গৃহঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
গৃহঋণ নেওয়ার জন্য আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-
- বেতনভোগী ব্যাক্তিদের ক্ষেত্রে বয়সের সীমা ২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- ব্যবসা করা ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের সীমা ২১ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হবে।
- বেতনভোগী ব্যাক্তিদের ক্ষেত্রে প্রতি মাসে ন্যূনতম ১০ হাজার টাকা ইনকাম হওয়া প্রয়োজন।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিবছরে ২ লক্ষ টাকা ইনকাম হওয়া প্রয়োজন।
- আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন তা আপনার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে।
- আপনার ক্রেডিট স্কোর ভালো হতে হবে।
- ভালো পরিমাণে লোন পেতে গেলে আপনার Repayment এর রিপোর্ট ভালো হওয়া প্রয়োজন।
Whatsapp এর মাধ্যমে হোম লোন নেওয়ার পদ্ধতি
হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোম লোন নেওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে আপনার নিজের হোয়াটসঅ্যাপ থেকে +91 98670 00000 এই নাম্বারে মেসেজ পাঠাতে হবে।
- এরপর আপনি HDFC BANK এর তরফ থেকে একটি মেসেজ পাবেন এবং সেখানে থাকা ‘New Loan’ অপশন এ ক্লিক করুন ।
- এরপর HDFC BANK এর তরফ থেকে তাদের সমস্ত পরিসেবার লিস্ট পাঠাবে।
- এরপর আপনি আপনার পছন্দ মত পরিসেবাটি নির্বাচন করবেন।
- এরপর আপনি Salaried না Self Employed তা জানতে চাওয়া হবে।
- এরপর আপনি ভারতীয় না NRI তা জানতে চাওয়া হবে।
- এরপর আপনার একটি বৈধ ইমেইল আইডি চাওয়া হবে সেটি আপনাকে দিতে হবে।
- এরপর আপনার পিনকোড চাওয়া হবে সেটিও আপনাকে দিতে হবে।
- এরপর আপনার নাম জানতে চাওয়া হবে এবং আপনাকে আপনার প্যান কার্ডে যে নামটি আছে সেটি দিতে হবে।
- এরপর আপনি HDFC BANK এর কর্মচারীদের কাছ থেকে লোনের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন এবং আপনি যদি লোনের জন্য যোগ্য হন তাহলে আপনি সহজে লোন পেয়ে যাবেন।
HDFC BANK হোম লোন অনলাইনে আবেদন করুন – Apply Now
সর্বোচ্চ কত টাকা পর্যন্ত Home Loan নিতে পারেন
HDFC BANK থেকে আপনি সহজেই আপনার স্বপ্নের বাড়ি তৈরির জন্য ৩০ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত টাকা লোন নিতে পারেন।
টাকা শোধ করতে কত সময় পাবেন
HDFC BANK থেকে পাওয়া বাড়ি তৈরির লোনের টাকা পরিশোধ করার জন্য আপনি ৫ থেকে ২৫ বছরের সময় পাবেন ।
সুদের পরিমাণ কত?
HDFC BANK এর থেকে Home Loan এর জন্য আপনাকে ৮.৪৫% থেকে ৯.৮৫% টাকা পর্যন্ত সুদ দিতে হবে।
HDFC BANK এর Home Loan এর ক্ষেত্রে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন- VISIT OFFICIAL WEBSITE
HDFC BANK থেকে Home Loan এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
HDFC BANK থেকে Home Loan নেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হল –
- KYC নথি
- আয়ের প্রমান
- সম্পত্তি সংক্রান্ত নথি
- প্যন কার্ড
- পরিচয় প্রমানপত্র
- বাসস্থান প্রমাণপত্র
HDFC BANK থেকে লোন নেওয়ার সুবিধা
HDFC BANK থেকে বাড়ি তৈরির জন্য লোন নেওয়ার সুবিধা গুলি হল-
- আপনি অনেক বেশি পরিমাণের লোন পাবেন।
- লোন পরিশোধ করার জন্য অনেক সময় পাবেন ।
- লোন পরিশোধ করার অনেক বিকল্প পাওয়া যায়।
- কোন গোপন চার্জ নেই ।
- আকর্ষণীয় সুদের হার।
আরও পড়ুন >> প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন কিভাবে পাওয়া যাবে দেখুন
Disclaimer~
উপরোক্ত লোনের পরামর্শ শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে তাই এটিকে আর্থিক পরামর্শ হিসেবে নেবেন না। লোনের প্রাপ্যতা শর্তাবলী এবং লোন নেওয়ার পদ্ধতি বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে। লোন নেওয়ার পূর্বে সুদের পরিমাণ জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোন নেওয়ার পূর্বে চুক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়া জরুরি।
সম্পর্কিত পোস্ট
এইভাবে PhonePe অ্যাপ থেকে বিনা সুদে লোন নিন
পার্সোনাল লোন কি? পার্সোনাল লোন কিভাবে নেবন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে আমাদের ফলো করুন | Follow Us |
FAQ~
Home Loan বা গৃহ ঋন কি ?
নতুন বাড়ি তৈরি করার উদ্দেশ্যে বা নতুন কোনো বাড়ি কেনার জন্যে কোনো ব্যংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে একটি স্বল্প সুদে ঋণ নেওয়ায় হল Home Loan বা গৃহ ঋন।
HDFC Home Loan এর সুদের হার কত?
HDFC Home Loan এর সুদের হার হলো ৮.৪৫% থেকে ৯.৮৫%।
Home Loan বা গৃহ ঋনের জন্য আবেদন করার সময় কোন বিষয়ে মনযোগ দিতে হবে?
আপনি হোম লোন এর জন্য আবেদন করার সময় সিভিল স্কোর এবং নথি গুলো মনযোগ সহকারে দেখে নেবেন ।
What is HDFC home loan WhatsApp number?
HDFC home loan WhatsApp number is 7070022222.
Home loan বা গৃহ ঋন নেওয়ার আগে আপনার কী জানা অত্যন্ত জরুরি?
হোম লোন নেওয়ার পূর্বে আপনি যেখান থেকে লোন নিচ্ছেন সেখান থেকে অতি অবশ্যই জেনে নিন সুদের পরিমাণ কত, প্রসেসিং ফি কত লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং ঋণ পরিশোধ করার জন্য আপনি কতটা সময় পাবেন।