শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

লোকসভা ভোটের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি! কবে থেকে মিলবে বাড়তি দেখে নিন।

Updated on:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে রাজ্যে সাধারণ মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। আমার সেই সঙ্গে বিভিন্ন সরকারি ক্ষেত্রে কর্মরত মানুষদের আশা-আকাঙ্ক্ষাও মেটাচ্ছেন তিনি। কিছুদিন আগেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি এই কর্মীদের মুখে হাসি ফোটাতে আজ সকালেই বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কোন কর্মচারীদের কত টাকা বেতন বৃদ্ধি করা হলো

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দারুন ভাবে উপকৃত হবেন রাজ্যের সমস্ত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে বেতন দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে আগামী মাস থেকে আরো ৭৫০ টাকা বেশি বেতন পাবেন এবং আইসিডিএস হেল্পাররা পাবেন আরো ৫০০ টাকা করে। এর আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন পেতেন ৮ হাজার ২৫০ টাকা। এপ্রিল মাস থেকে আরো ৭৫০ টাকা বৃদ্ধি করার ফলে তাদের মোট বেতনের পরিমাণ হবে ৯ হাজার টাকা। আর আইসিডিএস সহায়ক কর্মীরা এর আগে পেতেন ৬ হাজার টাকা। এপ্রিল মাসে তাদের বেতন আরো ৫০০ টাকা বৃদ্ধি করার ফলে তারা মোট বেতন পাবেন ৬৫০০ টাকা। শুধু তাই নয় আশা কর্মীদের ভাতা ও বৃদ্ধি করা হয়েছে ৭৫০ টাকা করে।

সরকার কর্মচারীবর্ধিত বেতন
আশা কর্মচারী৭৫০ টাকা
অঙ্গনওয়াড়ি কর্মচারী৭৫০ টাকা
অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মচারী৫০০ টাকা

অবশ্যই পড়ুন » DA Hike: আরও DA বৃদ্ধি! ভোটের আগেই সরকারি কর্মচারীরা পাবে খুশির খবর, কত শতাংশ DA বাড়বে দেখেনিন তার হিসাব

কবে থেকে বর্ধিত বেতন পাবে সরকারি কর্মচারীরা

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আশা কর্মী ইউনিয়নের সঙ্গে একটি বৈঠক সম্পন্ন করেন। এই বৈঠকেই আইসিডিএস ও আশা কর্মীদের তরফ থেকে বেতন বৃদ্ধির দাবি জানানো হয় এবং সেই সঙ্গে বলা হয় তাদের দিয়ে তাদের নির্দিষ্ট কাজের সীমার থেকে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া হয়। নবান্নে প্রায় দু ঘন্টা ধরে চলে এই বিষয় সম্পর্কিত আলোচনা। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় বেতন বৃদ্ধির। অবশেষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যের এই বিভাগে কর্মরত সমস্ত কর্মীরা এই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন

আরোও পড়ুন » Women Investment Scheme: মহিলাদের জন্য বিনিয়োগের ৬টি সেরা স্কিম! ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করেন এই স্কিম গুলিতে

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্পর্কে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়াতে মোটামুটি অ্যাকটিভ থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পেজে তার বিভিন্ন ধরনের কর্মসূচি পোস্ট করে জানানো হয়। এই ফেসবুকে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছিলেন বুধবার সকাল দশটায় তিনি একটি বড় ঘোষণা করতে চলেছেন ফেসবুকের মাধ্যমেই। পূর্ব ঘোষণা মতোই আজ সকালে নির্দিষ্ট সময় তিনি ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানিয়েছেন রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন এবার বৃদ্ধি পেতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন বলেন “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা মাটি মানুষের সরকার সদা সচেষ্ট”।

ফেসবুক পোস্ট এর মাধ্যমে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বলেন “আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এই ভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই আমার ভাল থাকা”। এই বেতন বৃদ্ধির দাবিতে বিগত ৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এই ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন তাদের এই বেতন বৃদ্ধিকে তাদের আন্দোলনের জয় বলে মনে করেছেন। তবে সেই সঙ্গে তিনি বলেছেন “এই বেতন বৃদ্ধি খুবই সামান্য। আমরা গত সাত বছর ধরে আন্দোলন করছি। এই বৃদ্ধি খুবই সামান্য। লাগাতার আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী বেতন বাড়াতে বাধ্য হলেন”।

আরোও পড়ুন » সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ করুন এই 3 টি স্কিমে, সন্তান সাবালক হলে পাবেন 70 লক্ষ টাকা

এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।