শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Stock Market: শীঘ্রই লাফাবে এই ৩টি স্টক! এগুলোর লক্ষ্য মুল্য কত রাখা হয়েছে দেখুন

Updated on:

Stock Market: আগামী সপ্তাহটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বিশেষ হতে চলেছে, কারণ আগামী সপ্তাহে বাজেট পেশ হতে চলেছে। এরকম সময় অনেকেই প্রফিট বুক করছে। যার কারণে বাজার গতকাল নেতিবাচক ছিল। তবে এটি মানসম্পন্ন স্টক কেনার দারুন সুযোগ হতে পারে। JM Financial এর আশিস চতুরমোহতা এই সময় ৩টি স্টক কেনার জন্য পরামর্শ দিয়েছেন। যেগুলির সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। 

এই ৩টি স্টক কেনার পরামর্শ দেওয়া হয়েছে 

বাজেট পেশ হতে আর দেরি নেই, যার কারণে বাজারে অনেকেই প্রফিট বুক করছে। ফলে এখন নিম্নমুখী বাজার। তবে কোনো ভালো কোম্পানিতে বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। এই নিম্নমুখী বাজারে JM Financial এর আশিস চতুরমোহতা ৩টি স্টক কেনার পরামর্শ দিয়েছে। যেগুলি হলো Zomato, Apar Industries এবং NLC India। এগুলি সাপোর্ট এবং লক্ষ্য মুল্য (Target Price) নিচে উল্লেখ করা হয়েছে। 

Zomato 

Zomato বর্তমানে ব্লিঙ্কিট এবং খাদ্য সরবরাহের ব্যাবসা ভালো করছে। দীর্ঘ্য মেয়াদী বিনিয়োগ জন্য এই শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এটি ২১৮ টাকার স্তরে বন্ধ হয়েছে এবং ২০০ টাকার স্তরে এর একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। এই শেয়ারের জন্য লক্ষ্য মুল্য (Target Price) রাখা হয়েছে ২৭০ টাকা। অর্থাৎ, আপনি এতে ২০০ টাকায় স্টপলস রেখে ২৭০ টাকার লক্ষ্যে কিনতে পারেন।

আরও পড়ুন: Share Market – শেয়ার বাজারের Liquidity কি? বিস্তারিত জেনেনিন সহজ বাংলা ভাষায়।

Apar Industries 

বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী এই কোম্পানি নবায়নযোগ্য জ্বালানির খাতে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। নবায়নযোগ্য শক্তির ভবিষ্যতে উজ্জ্বল হওয়ায় Apar Industries এর শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া এটি ৭ শতাংশ পতনের সঙ্গে ৮০২০ টাকায় বন্ধ হয়েছে, যায় কারণে এতে বিনিয়োগ করার এটি ভালো সময় মনে করা হচ্ছে। ৭৯০০ টাকার স্তরে এর একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। এর জন্য লক্ষ্য মুল্য রাখা হয়েছে ৯৩০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে।

NLC India

গত ২ বছরে প্রায় ৩০০ শতাংশের বাম্পার রিটার্ন দেওয়া এই বিদ্যুৎ উৎপাদন সংস্থার শেয়ার ২৭০ টাকার স্তরে বন্ধ হয়েছে। ২৫৫ টাকার স্তরে এর একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। NLC India শেয়ারের লক্ষ্য মুল্য রাখা হয়েছে ৩২০ টাকা, যেখানে এর সর্বকালের সর্বোচ্চ ৩১২ টাকা। NLC India কোম্পানিটি নবরত্ন মর্যাদাও পেয়েছে।

আরও পড়ুন: Stock Market – সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল SEBI।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

দাবিত্যাগ (Disclaimer)

আমরা কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না। 

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।