শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

New Tax Rules: স্টক মার্কেটের লাভের উপর ট্যাক্সের নিয়ম পরিবর্তন করা হয়েছে! সহজ ভাষায় বুঝুন নতুন নিয়ম

Updated on:

Stock Market New Tax Rules: কিছুদিন আগেই ২০২৪ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বিনিয়োগকারীদের ওপর আরোপিত ট্যাক্সের নিয়মে একাধিক পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে শেয়ারবাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের উপর আরোপিত করেন নিয়ম পরিবর্তন হয়েছে।

নতুন বাজেটে কর ছাড়ের সীমাও বাড়ানো হয়েছে এবং লাভের উপর আরোপিত করার পরিমাণও বাড়ানো হয়েছে। আপনি যদি একজন শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে এর সম্বন্ধে অবশ্যই জানা দরকার। সহজ বাংলা ভাষায় এই বিষয়ে বিস্তারিত বোঝার জন্য আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

স্টক মার্কেটের লাভের উপর ট্যাক্সের নতুন নিয়ম 

আপনি যদি শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে এটি জানা আবশ্যক যে, ২০২৪ সালের বাজেটে স্টক মার্কেট থেকে উপার্জন করা লাভের উপর ট্যাক্সের নিয়ম পরিবর্তন করা হয়েছে। আপনি যদি শেয়ার বাজারে স্টক ক্রয় করে বা বিক্রয় করে অর্থ উপার্জন করেন, তাহলে উপার্জন করা অর্থ মূলধন লাভ হিসেবে বিবেচিত হয়। তাই আপনাকে মূলধন লাভের অধীনে টেক্স দিতে হবে। 

এই মূলধন লাভের উপর আরোপিত টেক্সকে ২ ভাগে ভাগ করা হয়, যথা – 

  1. দীর্ঘমেয়াদী মূলধন লাভ
  2. স্বল্পমেয়াদী মূলধন লাভ 

কোন্ আয়ের উপর কতো কর দিতে হবে? 

দীর্ঘমেয়াদী মূলধন লাভ: আপনি যদি কোন একটি স্টক ক্রয় করেন এবং ১ বছর পর সেটিকে বিক্রি করে লাভ করেন, তাহলে সেটি দীর্ঘমেয়াদী মূলধন লাভ। এক্ষেত্রে আগে লাভের টাকার উপর ১০ শতাংশ কর দিতে হতো, এবার এটিকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে, এখন বছরে যদি ১.২৫ লক্ষ টাকা লাভ করেন সেক্ষেত্রে কর দেওয়ার প্রয়োজন নেই। আগে এই সীমা ছিল ১ লক্ষ টাকা পর্যন্ত। 

স্বল্পমেয়াদী মূলধন লাভ: আপনি যদি কোন একটি স্টক ক্রয় করা পর ১ বছরের আগেই বিক্রি করে লাভ বুক করেন, তাহলে সেটি স্বল্পমেয়াদী মূলধন লাভ। এক্ষেত্রে লাভের টাকার উপর আগে ফ্ল্যাট ১৫ শতাংশ কর দিতে হতো, এখন এটি বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: New Income Tax Regime – বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামো! কি পরিবর্তন হয়েছে? কাদের লাভ হবে?

তাছাড়া, আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে সেটি অন্যান্য উৎস থেকে উপার্জনের মধ্যে ধরা হয়। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর থেকে আয় করা লাভের পরিমাণ যদি ৫,০০০ টাকার বেশি হয়ে থাকে, তাহলে ব্রোকারেজ বা মিউচুয়াল ফান্ড এর থেকে ১০ শতাংশ TDS কেটে নেবে।

উপসংহার 

২০২৪ সালের বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপর আরোপিত করের নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় করা হয়েছে। এর বেশি লাভের ক্ষেত্রে ট্যাক্সের পরিমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আবার, স্বল্পমেয়াদী মূলধন লাভের ক্ষেত্রে ট্যাক্সের পরিমা ফ্ল্যাট ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।

আরও পড়ুন: শেয়ার বাজার কী ? শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য | what is share market in bengali ?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।