শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI RD Vs PNB RD: কোন্ ব্যাঙ্কে মিলবে বেশি সুদ? বিনিয়োগ করার আগে অবশ্যই জানা দরকার

Updated on:

SBI RD Vs PNB RD Scheme: আমরা অনেকেই প্রতিমাসে আয় এর কিছু অংশ সঞ্চয় করার জন্য ব্যাঙ্কের RD-তে বিনিয়োগ করি। এতে একটি বিশিষ্ট সময়ের জন্য প্রতিমাসে অল্প কিছু অর্থ বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তূ অনেকের মাথায় হয়তো এই প্রশ্ন আসে যে কোন ব্যাঙ্কের RD-তে বিনিয়োগ করা ভালো। আজকে এই নিবন্ধে আমরা দুটি সরকারি ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিম SBI RD এবং PNB RD এর তুলনা করবো। আপনিও যদি বিনিয়োগ করার জন্য একটি ভালো রেকারিং ডিপোজিট স্কিম এর সন্ধান করছেন তাহলে অবশ্যই পুরো নিবন্ধটি পড়ুন। 

SBI রেকারিং ডিপোজিট স্কিম 

ভারতের সর্ব বৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে আপনি ১২ মাস থেকে শুরু করে ১২০ মাস মেয়াদের জন্য RD করতে পারেন। এখানে সর্বনিম্ন ১০০ টাকা প্রতিমাসে বিনিয়োগ করতে পারেন, এবং সর্বোচ্চ ১০ এর গুণিতক যেকোনো পরিমাণ আমানত বিনিয়োগ করতে পারেন। এখানে আপনি ৬.২৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এখানে আপনি যদি পর পর ৬ মাস টাকা জমা না করেন তাহলে আপনার RD মেয়াদ পূর্নের আগেই বন্ধ করে দেওয়া হবে। 

SBI RD – সুদের হার 

মেয়াদসাধারণ নাগরিকদের জন্য সুদের হারপ্রবীণ নাগরিকদের জন্য সুদের হার
১ বছর থেকে ২ বছরের কম৬.৮০%৭.৩০%
২ বছর থেকে ৩ বছরের কম৭.০০%৭.৫০%
৩ বছর থেকে ৫ বছরের কম৬.৫০%৭.০০%
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত৬.৫০%৭.৫০%

PNB রেকারিং ডিপোজিট স্কিম 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলো ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাঙ্ক। এখানে আপনি সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য RD করতে পারেন। এখানে RD-তে ৫.৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদের হার গত ১ জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য। 

আরও পড়ুন: SBI RD – স্টেট ব্যাংকের RD তে প্রতিমাসে 1,000 টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন দেখুন।

PNB RD – সুদের হার 

মেয়াদসাধারণ নাগরিকদের জন্য সুদের হারপ্রবীণ নাগরিকদের জন্য সুদের হার
৩ মাস থেকে ৬ মাস৪.৪০%৪.৯০%
৬ মাস থেকে ৯ মাস৪.৪০%৪.৯০%
৯ মাস থেকে ১ বছর৫.০০%৫.৬০%
১ বছর থেকে ২ বছর৫.০০%৫.৬০%
২ বছর থেকে ৩ বছর৫.২৫%৫.৭৫%
৩ বছর থেকে ৫ বছর৫.২৫%৫.৭৫%
৫ বছর থেকে ১০ বছর৬.৫০%৭.৩০%

কোন ব্যাঙ্কের RD-তে বেশি রেটির্ন পাবেন?

আপনি যদি SBI RD-তে ৫ বছর মেয়াদের জন্য ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট ৩ লক্ষ টাকা বিনিয়োগ আমানত হবে। বার্ষিক ৬.৫ শতাংশ সুদের হারে ৫ বছর পর আপনার ৫৪,৯৫৭ টাকা সুদ হবে। অর্থাৎ আপনি মোট ৫,৫৪,৯৫৭ টাকা রিটার্ন পাবেন। 

PNB RD-তে ৫ বছর মেয়াদের জন্য ৫ হাজার টাকা করে বিনিয়োগ করলেও আপনি ওই একই রিটার্ন পাবেন। কারণ ৫ থেকে ১০ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে এই দুটি ব্যাংকের সুদের হার একই। আপনি যদি ৫ বছরের কম সময়ের জন্য RD করেন সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে বেশি সুদ পাবেন। 

আরও পড়ুন: SBI vs Post Office RD: SBI না পোস্ট অফিস কোথায় টাকা রাখলে বেশি সুদ পাবেন, বিনিয়োগ করার আগে সবকিছু জেনেনিন।

SBI RD এবং PNB RD এর তুলনা 

প্যারামিটারSBI RDPNB RD
সুদের হার৬.২৫% থেকে ৭.৫০% প্রতি বছরপ্রতি বছর ৫.৫০% থেকে ৭.২৫%
মেয়াদ১ বছর থেকে ১২০ বছর৬ মাস থেকে ১০ বছর
অকাল প্রত্যাহার জরিমানাব্যালেন্সের 2%ব্যালেন্সের 1%
মনোনয়ন সুবিধাপাওয়া যায়পাওয়া যায়
অতিরিক্ত আমানতঅনুমোদিতঅনুমোদিত
সুদ পরিশোধত্রৈমাসিক বা পরিপক্কতার উপরত্রৈমাসিক বা পরিপক্কতার উপর

আরও পড়ুন: পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট, দেখেনিন কোন স্কিমে টাকা রাখলে বেশি লাভবান হবেন।

উপসংহার 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটি ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিম এর মধ্যে কোনটি ভালো? এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। SBI RD এবং PNB RD এর এর সুদের হার উপরে উল্লিখিত রয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

Comments are closed.