SBI RD Vs PNB RD Scheme: আমরা অনেকেই প্রতিমাসে আয় এর কিছু অংশ সঞ্চয় করার জন্য ব্যাঙ্কের RD-তে বিনিয়োগ করি। এতে একটি বিশিষ্ট সময়ের জন্য প্রতিমাসে অল্প কিছু অর্থ বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তূ অনেকের মাথায় হয়তো এই প্রশ্ন আসে যে কোন ব্যাঙ্কের RD-তে বিনিয়োগ করা ভালো। আজকে এই নিবন্ধে আমরা দুটি সরকারি ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিম SBI RD এবং PNB RD এর তুলনা করবো। আপনিও যদি বিনিয়োগ করার জন্য একটি ভালো রেকারিং ডিপোজিট স্কিম এর সন্ধান করছেন তাহলে অবশ্যই পুরো নিবন্ধটি পড়ুন।
SBI রেকারিং ডিপোজিট স্কিম
ভারতের সর্ব বৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে আপনি ১২ মাস থেকে শুরু করে ১২০ মাস মেয়াদের জন্য RD করতে পারেন। এখানে সর্বনিম্ন ১০০ টাকা প্রতিমাসে বিনিয়োগ করতে পারেন, এবং সর্বোচ্চ ১০ এর গুণিতক যেকোনো পরিমাণ আমানত বিনিয়োগ করতে পারেন। এখানে আপনি ৬.২৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এখানে আপনি যদি পর পর ৬ মাস টাকা জমা না করেন তাহলে আপনার RD মেয়াদ পূর্নের আগেই বন্ধ করে দেওয়া হবে।
SBI RD – সুদের হার
মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার |
---|---|---|
১ বছর থেকে ২ বছরের কম | ৬.৮০% | ৭.৩০% |
২ বছর থেকে ৩ বছরের কম | ৭.০০% | ৭.৫০% |
৩ বছর থেকে ৫ বছরের কম | ৬.৫০% | ৭.০০% |
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত | ৬.৫০% | ৭.৫০% |
PNB রেকারিং ডিপোজিট স্কিম
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলো ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাঙ্ক। এখানে আপনি সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য RD করতে পারেন। এখানে RD-তে ৫.৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদের হার গত ১ জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য।
আরও পড়ুন: SBI RD – স্টেট ব্যাংকের RD তে প্রতিমাসে 1,000 টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন দেখুন।
PNB RD – সুদের হার
মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার |
---|---|---|
৩ মাস থেকে ৬ মাস | ৪.৪০% | ৪.৯০% |
৬ মাস থেকে ৯ মাস | ৪.৪০% | ৪.৯০% |
৯ মাস থেকে ১ বছর | ৫.০০% | ৫.৬০% |
১ বছর থেকে ২ বছর | ৫.০০% | ৫.৬০% |
২ বছর থেকে ৩ বছর | ৫.২৫% | ৫.৭৫% |
৩ বছর থেকে ৫ বছর | ৫.২৫% | ৫.৭৫% |
৫ বছর থেকে ১০ বছর | ৬.৫০% | ৭.৩০% |
কোন ব্যাঙ্কের RD-তে বেশি রেটির্ন পাবেন?
আপনি যদি SBI RD-তে ৫ বছর মেয়াদের জন্য ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট ৩ লক্ষ টাকা বিনিয়োগ আমানত হবে। বার্ষিক ৬.৫ শতাংশ সুদের হারে ৫ বছর পর আপনার ৫৪,৯৫৭ টাকা সুদ হবে। অর্থাৎ আপনি মোট ৫,৫৪,৯৫৭ টাকা রিটার্ন পাবেন।
PNB RD-তে ৫ বছর মেয়াদের জন্য ৫ হাজার টাকা করে বিনিয়োগ করলেও আপনি ওই একই রিটার্ন পাবেন। কারণ ৫ থেকে ১০ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে এই দুটি ব্যাংকের সুদের হার একই। আপনি যদি ৫ বছরের কম সময়ের জন্য RD করেন সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে বেশি সুদ পাবেন।
SBI RD এবং PNB RD এর তুলনা
প্যারামিটার | SBI RD | PNB RD |
---|---|---|
সুদের হার | ৬.২৫% থেকে ৭.৫০% প্রতি বছর | প্রতি বছর ৫.৫০% থেকে ৭.২৫% |
মেয়াদ | ১ বছর থেকে ১২০ বছর | ৬ মাস থেকে ১০ বছর |
অকাল প্রত্যাহার জরিমানা | ব্যালেন্সের 2% | ব্যালেন্সের 1% |
মনোনয়ন সুবিধা | পাওয়া যায় | পাওয়া যায় |
অতিরিক্ত আমানত | অনুমোদিত | অনুমোদিত |
সুদ পরিশোধ | ত্রৈমাসিক বা পরিপক্কতার উপর | ত্রৈমাসিক বা পরিপক্কতার উপর |
আরও পড়ুন: পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট, দেখেনিন কোন স্কিমে টাকা রাখলে বেশি লাভবান হবেন।
উপসংহার
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটি ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিম এর মধ্যে কোনটি ভালো? এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। SBI RD এবং PNB RD এর এর সুদের হার উপরে উল্লিখিত রয়েছে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Comments are closed.